মেঘাচ্ছন্ন রাত || ডিজিটাল আর্ট-৯৬

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

২৮ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ

১১ ফেব্রুয়ারি, শনিবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।চারদিকে শুধু আর্ট এর ছড়াছড়ি, রং তুলির কাজ ছেড়ে দিয়েছে প্রায় এক যুগ আগে, তাই আর্ট করার ক্ষেত্রে বেছে নিয়েছি ডিজিটাল আর্ট।



ডিজিটাল আর্ট-৯৬

Untitled design.gif


প্রয়োজনীয় উপকরণ (2).gif



ধাপ-১

Screenshot_1.png


প্রথম ধাপে আমি আমার পছন্দ মত একটা পেজের সাইজ নিয়ে নিলাম।


ধাপ-২

Screenshot_2.png


প্রথমেই আমি আমার লেয়ার টিকে গ্রেডিয়েন্ট কালার দিয়ে রাঙিয়ে নিলাম, লেসটুল ব্যবহার করার মাধ্যমে ভূমির কিছু অংশ তৈরি করে দিলাম।


ধাপ-৩

Screenshot_3.png


আমি কিছু ঘাস তৈরি করে দিলাম নতুন লেয়ার এর মধ্যে যেখানে রয়েছে কালো এবং নীল রংয়ের কম্বিনেশন।


ধাপ-৪

Screenshot_4.png


লেসো ব্যবহার করার মাধ্যমে আমি আরো দুটি পাহাড় তৈরি করলাম এবং সেগুলোর কালার নীল আভাস রাখার চেষ্টা করলাম।


ধাপ-৫

Screenshot_5.png


এই ধাপে বেশ অনেকগুলো কাজ করা হয়েছে, দুটো গাছ তৈরি করা হয়েছে আকাশে মেঘ এবং চাঁদ তৈরি করা হয়েছে।


ধাপ-৬

Screenshot_7.png


ছবিটা কে আরো প্রাণবন্ত করার জন্য আমি গাছের ডালে একটা কাক তৈরি করে দিলাম।


ধাপ-৭

Screenshot_8.png


সর্বশেষ আমি ছবির নিচে আমার নাম টাইপ করে দিলাম সিগনেচার হিসেবে।

প্রয়োজনীয় উপকরণ (4).gif

Untitled-1 copy.jpg



আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

115.png

Sort:  
 3 years ago 

ডিজিটাল আর্ট গুলো আমার কাছে দেখতে খুবই ভালো লাগে।কিন্তু আমি নিজে তৈরি করতে পারিনা।মেঘাচ্ছন্ন রাতের চিত্র আপনি ফুটিয়ে তুলেছেন খুব সুন্দর ভাবে। মনে হচ্ছে কোন বাস্তব চিত্রের দিকে আমি তাকিয়ে আছি।

 3 years ago 

একটা সময় আমিও তৈরি করতে পারতাম না, আমিও শূন্য থেকে শুরু করেছি, আপনার যদি শেখার আগ্রহ থাকে তাহলে আপনি চেষ্টা করে দেখতে পারেন।

 3 years ago 

আপনার ডিজিটাল অংকনটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেকদিন পর সুন্দর একটি ডিজিটাল আর্ট দেখতে পেলাম। মনের মতো ডিজিটাল অংকন। ভেবেছিলাম ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।

 3 years ago 

বিভিন্ন ব্যস্ততার কারণে ড্রইং করা হয়ে ওঠে না তবে চেষ্টা করে যাবো ফ্রি সময় আপনাদের জন্য কিছু না কিছু তৈরি করা।

 3 years ago 

ভাইয়া আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি ডিজিটাল আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনি ডিজিটাল আর্ট এর মাধ্যমে দুই কুলে দুটি গাছ তৈরি করেছেন। এবং ডিজিটাল আর্ট টাকে সুন্দর্য পূর্ণ করার জন্য আপনি গাছের মধ্যে একটি কাক তৈরি করে দিয়েছেন। যাই হোক এত সুন্দর ভাবে আর্ট তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনি তো দেখছি ছবির সাথে বর্ণনা গুলো পড়েছেন মনোযোগ দিয়ে ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি দেখার জন্য।

 3 years ago 

ওয়াও অসাধারণ একটি ডিজিটাল আর্ট করেছেন। আমার কাছে আপনার এই আর্ট অনেক ভালো লেগেছে। মেঘাচ্ছন্ন রাতের এত সুন্দর ডিজিটাল আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার ভালো লেগেছে বা আপনার ভালো লাগার মত তৈরি করতে পেরেছি এটাই আমার সার্থকতা খুবই ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে ধন্যবাদ।

 3 years ago 

আপনার অংকন করার ডিজিটাল চিত্রগুলা দেখে বহুবার আমি মুগ্ধ হয়েছি।।
মেঘ আসন্ন রাতের অনেক সুন্দর একটি চিত্র প্রস্তুত করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন অসাধারণ হয়েছে বিশেষ করে কালার কম্বিনেশন দারুন ভাবে ফুটেছে।।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ, মন্তব্য পড়ে মনটা ভালো হয়ে গেল , আপনাদের মন্তব্য গুলোই আমাকে প্রতিনিয়ত আপনাদের সাথে সংযুক্ত রাখতে সাহায্য করেন , আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু উপহার দেয়ার জন্য আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যায়।

 3 years ago 

আপনি দারুন একটি ডিজিটাল আর্ট করছেন এটি হচ্ছে আপনার ৯৬ তম ডিজিটাল আর্ট।আমি প্রথমে মনে করেছিলাম কোনো ফটো আবার লেখ পড়ে খেয়াল করে দেখি আপনি ডিজিটাল আর্ট করেছেন।মেঘাচ্ছন্ন রাতের ডিজিটাল আর্ট করেছেন দেখতে অসাধারণ সুন্দর হয়েছে অনেক সুন্দর ভাবে ধাপ গুলো দেখিয়েছেন।

 3 years ago 

হাহাহা ভালো লাগলো আপনার মন্তব্য করে, আপনি পরবর্তীতে বুঝতে পেরেছেন এটার ড্রয়িং ছিল এটাই বোধহয় আমার সার্থকতা।

 3 years ago 

ভাইয়া আপনি মেঘাচ্ছন্ন রাতের খুব সুন্দর ডিজিটাল আর্ট করেছেন ।ডিজিটাল আর্ট গুলো আমার কাছে বরাবরে খুব ভালো লাগে। আপনার আজকের আর্ট টি অসাধারণ হয়েছে ।অসংখ্য ধন্যবাদ আপনাকে ধাপে ধাপে মেঘাচ্ছন্ন রাতের ডিজিটাল আর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপনি প্রতিনিয়ত আমার ড্রইং গুলো দেখে থাকেন এবং আমাকে উৎসাহ দেন খুবই ভালো লাগে যখন আপনার মন্তব্যগুলো আমি সামনে পাই।

 3 years ago (edited)

ভাইয়া আপনার মেঘাচ্ছন্ন রাতের ডিজিটাল আর্ট পোস্টটি দেখতে চমৎকার লাগছে ভাইয়া।আপনি আর্ট এর ধাপগুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।আপনার আর্ট এর ধাপগুলো দেখে যে কেউ আর্ট টি করে নিতে পারবেন সহজেই।আপনি খুবই দক্ষতার সাথে আর্ট শেষ করেছেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর আর্ট টি শেয়ার করার জন্য।

 3 years ago 

জি অবশ্যই যদি টুলস গুলো সম্পর্কে যথেষ্ট পরিমাণ ধারণা থাকে তাহলে আমার বর্ণনাগুলো পড়ে একজন মানুষ এরকম একটা ড্রইং তৈরি করতে পারবে বলে আমিও মনে করি।

 3 years ago 

ভাইয়া খুব সুন্দর ভাবে Adobe Photoshop CC 2022 দিয়ে মেঘাচ্ছন্ন রাতের দৃশ্যটি অঙ্কন করেছেন। ভাইয়া ফটোশপ আর ইলাস্ট্রেটর-২২ সফটওয়্যার দুটির লিংক দরকার ছিল। দিলে উপকার হতো। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আমি আপনাকে বলব ডিসকোডে আমাকে যদি ডিএম করেন আমি অবশ্যই আপনাকে লিংক গুলো দিয়ে দিব, জানি দেরি হয়ে গেছে তবে আপনি যদি আমাকে ডিসকোডে মেসেজ করতেন এতদিনে আমি আপনাকে লিংক দিতে পারতাম।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 112946.96
ETH 4184.12
USDT 1.00
SBD 0.86