উটকো ঝামেলা

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

২৮ আষাঢ় মাস, ১৪৩০ বঙ্গাব্দ।

১২ জুলাই, বুধবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।


উটকো ঝামেলা

question-mark-1872665_1280.jpg

Image by Arek Socha from Pixabay


মানুষের সম্মান খুব মূল্যবান একটা জিনিস, কিছু কিছু মানুষ তাদের নিজের সম্মান ধরে রাখতে পারেনা, কিংবা অনেক মানুষ আবার নিজ দায়িত্বের জন্যই যে কোন ঝামেলাতেও জড়িয়ে যেতে পারে। বিষয়টা যেমনই হোক নিজে থেকে জড়িয়ে যাওয়া কিংবা একটা পজিশনে থাকার কারণে আপনার কাছে প্রবলেমগুলো আসছে মূলত এগুলোই উটকো ঝামেলা।

আপনি যদি এই কাতারের মানুষ হয়ে থাকেন, অর্থাৎ যেখানে আপনার নিজের ব্যক্তিগত ঝামেলার পাশাপাশি অন্য মানুষদের ঝামেলাগুলো দেখতে হয় তখন বলতে হবে আপনি নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছেন। বিষয়টা কি আসলেই তা নয়, আমরা অনেক সময় ছাত্র জীবনে কিংবা পরবর্তী জীবনেও বন্ধু মহলে কিংবা জীবনের কোন একটা সময় উটকো ঝামেলায় ভেসে যাই, অন্য একটা মানুষের সমস্যা আপনার ঘাড়ে এসে পড়ে দিনশেষে দেখা যায় তাদের সমস্যার সমাধান করতে গিয়ে আপনি খলনায়ক হয়ে গেলেন।

আপনি যদি জনদরদী হয়ে থাকেন কিংবা অন্য মানুষের উপকার করার চিন্তা করেন তখনই কিন্তু এ ধরনের ঝামেলাগুলো আপনার কাঁধে বেশি আসে। প্রথম প্রথম কিন্তু এই ঝামেলাগুলো খুব ভালো লাগে কেন নয়, কারণ প্রথম প্রথম মনে হবে আপনাকে অনেক বেশি প্রাধান্য দেয়া হচ্ছে তাই তো আপনাকে সমাধানের জন্য ডাকা হচ্ছে, একটা সময় দেখবেন আপনারই ভালো লাগাটা আর কাজ করবে না। একটা সময় মনে হবে আপনার ব্যক্তিগত জীবনের থেকে অন্য মানুষের ব্যক্তিগত জীবন সমাধান করাই বোধহয় আপনার মুখ্য বিষয়, যদি সঠিকভাবে সমাধান না করতে পারেন তখনও কিন্তু আপনাকে কথা শুনতে হবে, আবার যদি সঠিক সিদ্ধান্ত দিয়েও থাকেন খুব একটা কৃতজ্ঞতা কিন্তু প্রকাশ করবে না যেটা আপনি আশা করেন।

যারা শুধু নিজের কথাই ভাবে তারা কখনোই এ ধরনের ঝামেলাগুলোতে জড়াতে পছন্দ করেন না কিংবা জরানোর অপশন রাখে না, জীবনে এগিয়ে যাওয়ার জন্য এই ঝামেলাগুলো থেকে দূরে থাকাই শ্রেয়, এখনো ঘন্টার পর ঘন্টা অন্য মানুষের সমস্যার সমাধান করতেই পার হয়ে যায়, নিজের মূল্যবান সময় গুলো নিজের জন্য রাখার চেষ্টা করুন, তবে অবশ্যই মানুষের পাশে থাকতে হবে, সৃষ্টিকর্তা যদি সাধ্য দিয়ে থাকে, মানুষের পাশে দাঁড়ানো অবশ্যই কর্তব্য।


আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

115.png

Sort:  
 last year 

কতশত বার যে অন্যের ঝামেলা দেখতে গিয়ে খল নায়িকা হলাম। আমি কিন্তু আবার নিজের খেয়ে বনের মহিষ তাড়ানোর মানুষ। বেশ সুন্দর আর বাস্তব একটি বিষয় নিয়ে আজ আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন। আশা করি এরকমের পোস্ট আমরা আগামীতে দেখতে পাবো।

 last year 

আপনার কষ্টটা আমি বুঝতে পারছি এবং আমার কষ্টটি আপনি বুঝতে পেরেছেন বুঝতে পারলাম আপনার কমেন্ট দেখে।

 last year 

ভাই আসল কথা হচ্ছে মানুষের মধ্যে কৃতজ্ঞতা বোধ একেবারে কমে গিয়েছে। বেশিরভাগ মানুষ দিনদিন বিবেকহীন হয়ে যাচ্ছে। তাইতো কেউ উপকার করলেও কৃতজ্ঞতা বোধ স্বীকার না করে,উল্টো উপকারী মানুষের বদনাম করে। তাই বেশিরভাগ মানুষ নিজেকে গুটিয়ে নিচ্ছে। কারো বিপদেও কেউ এগিয়ে আসতে চায় না। আর এই অবস্থা সৃষ্টির জন্য আমরাই দায়ী। যাইহোক পোস্টটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

একদম ঠিক বলেছেন একদম ঠিক মানুষ আস্তে আস্তে এতটাই পরিবর্তন হয়ে যাচ্ছে মনুষত্ববোধ নেই কৃতজ্ঞতা বোধ নেই অনেক কিছুরই অভাব দেখা যায়, তবুও কিছু ভালো মানুষ আছে যাদের দিয়ে আমাদের এই সমাজ এখনো চলছে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56949.15
ETH 2401.26
USDT 1.00
SBD 2.33