কিউট প্রেমিক || নাটক রিভিউ

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

০৬ বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ।

১৯ এপ্রিল, বুধবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আজ একটা নাটক আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো আমার রিভিউ পোষ্ট করার মাধ্যমে। আশা করি আপনাদের ভালো লাগেবে।


image.png

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া হয়েছে


নাটকের তথ্য

পরিচালকমিতুল খান
লেখকসোহেল রহমান
প্রকাশিত১৮ এপ্রিল, ২০২৩
সময়৪৪:২০ মিনিট


অভিনয়ে

নিলয় আলমগীরজান্নাতুল সুমাইয়া হিমে
মায়মুনা মোমোশাহবাজ সানি
জিল্লুর রহমানপিন্টো আকঞ্জি

নাটকের পটভূমি

আজকে আমাদের নাটকের হিরো সে এক বিশেষ গুণ নিয়ে এই সমাজে বসবাস করছে, যখন তখন মিথ্যা বলা এবং সবাইকে ম্যানেজ করার অসম্ভব রকম একটা গুন তার মধ্যে রয়েছে, এই গুণের অপব্যবহার করে সে প্রেম করেছে একসাথে দুইটা, ভালোই চলছিল তাদের মধ্যে দুজনকে ব্যালেন্স করে বিয়ে পর্যন্ত এগিয়ে নিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত বিয়ের সময় দুই গার্ল ফ্রেন্ড এর মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয় এই নিয়ে আজকের এই নাটক।


নাটক রিভিউ

Screenshot_1.png

Screenshot_2.png

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া হয়েছে


নাটকের শুরুতে আমরা দেখতে পারি আমাদের হিরো একটা মেয়ের সাথে প্রেম করছে, ভালোই চলছিল তাদের সময়, হঠাৎ করে অন্য একটা গার্লফ্রেন্ড চলে আসে একটা বিভ্রান্তকর পরিস্থিতির শিকার হয়। যাই হোক একজনকে বেস্ট ফ্রেন্ড এবং একজনকে বোন হিসেবে পরিচয় করিয়ে দেয়। কে বেস্ট ফ্রেন্ড এবং কে বোন এটা ক্লিয়ার করে বলা হয় না, এভাবেই প্রথম দিন বেঁচে যায় আমাদের হিরো।


Screenshot_3.png

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া হয়েছে


তার এইভাবে ব্যালেন্স করে চলার বিষয়টা তার অফিসেও জানে, মোটামুটি তার দুইটা গার্লফ্রেন্ড রয়েছে এই তথ্যটা সবার কাছে রয়েছে শুধুমাত্র ওই মেয়ে দুটো ছাড়া, এই নিয়ে অফিস কলিগদের সাথেও মোটামুটি তার একটা ঝামেলা হয় সবাই তাকে হিংসে করে।


Screenshot_4.png

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া হয়েছে


তার এইভাবে ব্যালেন্স করে চলার বিষয়টা তার অফিসেও জানে, মোটামুটি তার দুইটা গার্লফ্রেন্ড রয়েছে এই তথ্যটা সবার কাছে রয়েছে শুধুমাত্র ওই মেয়ে দুটো ছাড়া, এই নিয়ে অফিস কলিগদের সাথেও মোটামুটি তার একটা ঝামেলা হয় সবাই তাকে হিংসে করে।


Screenshot_5.png

Screenshot_6.png

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া হয়েছে


তার দুইটা গার্লফ্রেন্ড থাকার এই বিশেষ গুণের কারণে তার ম্যাচের ছোট ভাই ও তার খুব সেবা যত্ন করে শুধুমাত্র একটা গার্লফ্রেন্ড পটিয়ে দেয়ার আশায়, সে ভাবছে তাকে একটা গার্লফ্রেন্ড এর ব্যবস্থা করে দিবে তার বড় ভাই।

অপরদিকে সে যখন তার বাসায় যায় তার বাবা-মা তার বিয়ের জন্য মেয়ে ঠিক করে রেখেছে। সে সামনে খুব বড়সড় একটা ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছে।


Screenshot_7.png

Screenshot_8.png

Screenshot_9.png

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া হয়েছে


সে এত পরিমান মিথ্যে বাহানা তৈরি করত তার গার্লফ্রেন্ডরাও দেখা করার জন্য মিথ্যা বাহানা করত, এটা সময় সে খুব ঝামেলায় পড়ে যায় দুই গার্ল ফ্রেন্ডকে একই সময়ে তাকে সময় দিতে হচ্ছে। তবুও সে খুব চমৎকার ভাবে ব্যালেন্স করে যাচ্ছে।


Screenshot_10.png

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া হয়েছে


তার এক ছোট ভাইকে দিয়ে সে সব কাজ করাতো একটা প্রেম করিয়ে দিবে এই আশা দিয়ে। কিন্তু তার ছোট ভাই যখন বুঝতে পারে তাকে বোকা বানানো হচ্ছে তখন সে তার একটা গার্লফ্রেন্ডকে সবকিছু বলে দেয় যার সাথে তার পরিচয় আছে, তখনই শুরু হয় নতুন আরেক ঝামেলা।


Screenshot_12.png

Screenshot_11.png

Screenshot_13.png

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া হয়েছে


তার দুইটা গার্লফ্রেন্ড যখন একে অপরের মুখোমুখি হয়ে যায়, তখন আর আপু বেস্ট ফ্রেন্ডের সে পরিচয়টা দিয়ে ম্যানেজ করা সম্ভব হয় না, তখন আমাদের হিরো আস্তে আস্তে ইমোশনাল ভাবে দুজনকে চমৎকার ভাবে ম্যানেজ করে ফেললো। তারা দুজনেই একসাথে তার বউ হতে রাজি।

তারা দুজনেই এ শর্তে রাজি হয়েছে শুধুমাত্র তাদের দুজনকে ভালোবাসতে হবে আর যেন তৃতীয় কোন মেয়ে তার জীবনে না আসে।


Screenshot_14.png

Screenshot_15.png

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া হয়েছে


তাদের মধ্যে যখন শান্তি চুক্তি হচ্ছিল হঠাৎ করে আরেকটি মেয়ে একই জায়গায় উপস্থিত হয়, ছেলের ফ্যামিলি যে মেয়েটির সাথে তার বিয়ে ঠিক করেছে সেই মেয়েটিও হঠাৎ করে এখানে চলে আসলো, এতক্ষন যে শান্তি চুক্তি হচ্ছিল সেটা এখন ভঙ্গ হয়ে গেল আর আমাদের হিরো মেয়েদের হাতে পিটুনি খেলা।


আমাদের সমাজে এরকম ঘটনা প্রায়ই দেখা যায়, এখন একাধিক প্রেম খুবই সাধারণ হয়ে গেছে, কিছু মানুষের কাছে এগুলো কোন ব্যাপারই না। নাটকের ঘটনাটা আমার কাছে ভালো লেগেছে তবে যেহেতু দুইটা গার্লফ্রেন্ড তাই একটু ঘটনা ঘোলাটে মনে হতে পারে আপনার কাছে। তবে একসাথে দুইটা প্রেম করাটা যে খুব একটা ভালো কাজ না তা কিন্তু শেষ পর্যন্ত প্রমাণিত হয়। নাটকের গল্প এবং অভিনয় দেখে আমি ৭/১০ মার্ক দিতে চাই।

নাটকটির ইউটিউব লিংক

আপনি চাইলে নাটকটি ইউটিউব থেকে দেখে নিতে পারেন।



আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Sort:  
 3 years ago 

অবসর সময়ে নাটক দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আমাদের মাঝে। আমি একসময় সুযোগ করে এই নাটকটি দেখে নেব। কারণ নাটকের কাহিনী আমার কাছে ভালো লেগেছে।

 3 years ago 

হ্যাঁ সময় সুযোগ হলে নাটকটা দেখতে পারেন, মোটামুটি ভালই লাগবে আশা করা যায়।

 3 years ago 

ভীষণ ভালো লেগেছে আপনার আজকের এই নাটকের রিভিউ পোস্ট পড়ে। খুবই সুন্দর একটা নাটকের রিভিউ পোস্ট শেয়ার করেছেন আপনি সকলের মাঝে। আসলে এরকম নাটক গুলো দেখতে যেমন ভালো লাগে রিভিউ পোস্ট পড়তে ও তেমনই ভালো লাগে। যদিও নাটকটা আমি এখনো দেখি নাই তাই ভাবছি সময় পেলে দেখে নেব। খুবই ভালো ছিল আপনার আজকের নাটকের রিভিউটা।

 3 years ago 

মন ভালো করার সহজ উপায় সময় পেলে একটু নাটক দেখা একটু বেশি সময় পেলে মুভি দেখা, আর সেখান থেকেই আপনাদের জন্য রিভিউ করতে চলে আসি ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

এই নাটক দেখা হয়নি কিন্তু আপনার রিভিউ পড়ে বুঝতে পারছি এর কাহিনি খুবই সুন্দর। আমার কাছে বাংলা নাটক দেখতে অনেক ভালো লাগে। নায়ক মিথ্যা বলে দুজনের সাথে প্রেম করে বিয়ে পর্যন্ত নিয়ে গিয়েছে আর এমন ঘটনা বাস্তবে অনেক দেখা যায়। সময় পেলে অবশ্যই দেখবো। ধন্যবাদ।

 3 years ago 

লাস্ট মুহূর্তে দেখা যায় মেয়ের সংখ্যা তিনজন, দুইজন পর্যন্ত ঠিকা ছিল যখন তৃতীয় জন চলে আসলো তখন আর ম্যানেজ করতে পারেনি পিটানি খেতে হয়েছে।

 3 years ago 

কিউট প্রেমিক নাটকের রিভিউ পড়ে অনেক ভালো লাগলো।নিলয়ের নাটকগুলো আমার বেশ ভালোই লাগে।কমেডিতে ভরপুর থাকে এজন্য।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর রিভিউ পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ ওনার অভিনয়টাও চমৎকার এবং একটু কমেডি থাকে ভালোই লাগে ওনা নাটকগুলো।

 3 years ago 

নিলয় এবং হিমির নাটক দেখতে আমার খুব ভালো লাগে। ওদের অভিনয় খুব সুন্দর হয়। কিউট প্রেমিক নাটকের রিভিউ পড়ে খুব ভালো লাগলো ভাইয়া। যদিও এই নাটকটি এখনও দেখা হয়নি। তবে খুব শীঘ্রই দেখে নিব। নাটকের রিভিউ শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ ইদানিং বেশ অনেকগুলো নাটক করল তারা দুইজন, মোটামুটি তাদেরকে মানিয়েছে।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.31
JST 0.033
BTC 110045.53
ETH 3881.23
USDT 1.00
SBD 0.58