বিআরটিসি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

৩০ শ্রাবণ মাস, ১৪৩০ বঙ্গাব্দ।

১৫ আগস্ট, মঙ্গলবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।


Beige Torn Paper Vision Board Life Goals Photo Collage (6).jpg


বিআরটিসি

বেশ মাসখানেক আগে ড্রাইভিং লাইসেন্স বানাবো বলে ভেবেছিলাম, ফ্যামিলি কোনোভাবেই রাজি নয় কারণ ড্রাইভিং শিখব এটাতে তারা কখনোই আগ্রহ ছিল না, ছোটবেলার সাইকেলটা পর্যন্ত কিনে দেওয়া হয়নি কারণ আমি হাত পা ভেঙে ফেলব, মোটরসাইকেল কিংবা কার সেটা তো অনেক দূরের ব্যাপার। কিন্তু তাই বলে কোন কিছুই বাকি ছিল না লুকিয়ে লুকিয়ে মোটরসাইকেল শেখা গাড়ি ড্রাইভ ইত্যাদি যখনই সুযোগ পেয়েছে শিখে নিয়েছি তা তো আর বাসায় বলতে পারছিনা।

সরকারিভাবে মাঝে মাঝেই বিভিন্ন কোর্স শেখানো হয় সে সম্পর্কে আমি অবগত ছিলাম, কম্পিউটারে অনেক কোড শেখানো হতো সেখানে যেয়ে আবার ড্রাইভিং লাইসেন্স এর একটা বিষয় থাকে সেটা আমরা জানা ছিল না।

আমার বন্ধু সেখানকার ট্রেইনার জানতে পারলাম এইবার লাস্ট হচ্ছে এরপর এই সুযোগটা বন্ধ হয়ে যেতে পারে, আমিও সুযোগে নিলাম এই সুযোগে ড্রাইভিংটা শিখে নেব। যাতে কাগজপত্র ফর্ম ইত্যাদি বহু আগেই দিয়ে ছিলাম।

এতদিন পর কল আসলো ইন্টারভিউ এর জন্য, যেহেতু সরকারি কাজ সকাল আটটায় আসতে বলেছিল যদিও আমি টাইম মতো এসেছিলাম কিন্তু আমার এই বন্ধুর সাথে দেখা করতে ওর বাসায় গিয়েছিলাম আরো কয়েকজন বন্ধু একত্রেই শেখার জন্য ফরম পূরণ করেছিলাম ঠিকই ৩০ জনের মধ্যে মাত্র পাঁচ জন এসেছে। যাইহোক আটটার কাজ দশটার সময় ঢুকলাম, তেমন কিছুই না শুধুমাত্র চোখের পরীক্ষা না হল।

এতোটুকু সময়ের মধ্যেও বেশ মজা হল যদিও টেস্টে ভালো একটা রেজাল্ট এসেছিল তাছাড়া ভিতরে আমার অনেকগুলো লোক ছিল। এই টেস্টের টেকার পর টানা 15 দিন ক্লাস করতে হবে তারপর সিলেকশন হলে তারা সরকারিভাবে ক্লাস শুরু হবে পরবর্তী গাড়ির সকল ডিটেলস এবং ড্রাইভিং লাইসেন্সের জন্য।


IMG_20230812_095424.jpg

IMG_20230812_095434.jpg

IMG_20230812_105107.jpg

IMG_20230812_105114.jpg

IMG_20230812_112359.jpg

কোন এক ব্যক্তি এত দূরে মাঠ থেকে ব্যালেন্স হারিয়ে অফিসের সামনে এসে লাগিয়ে দিয়েছে। স্মৃতি হিসেবে ছবিটা তুলে রাখলাম হাহাহ।


আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

115.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

মজার বিষয় হলো আমিও কিন্তু ড্রাইভিং পারি এবং সিয়াম অনেক ভালো ড্রাইভিং করতে পারেন। তবে কোন এক ব্যক্তি ড্রাইভিং করতে গিয়ে এসে লাগিয়ে দিয়েছে এটা সত্যিই অনেক হাস্যকর বিষয় এবং এটি একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।। সর্বোপরি আপনার অভিজ্ঞতার কথা পড়ে ভালই লাগলো।।

 last year 

হ্যাঁ আগে যখন আমরা রাতে আড্ডা দিতাম হ্যাংআউট শেষে করে, তখন আপনি বলেছিলেন আপনি ড্রাইভিং পারেন এবং আমাদের সিয়াম ভাই ও পারে। হ্যাঁ ওই ছবিটা দেখে আসলে বোঝা যাচ্ছে ভয়ংকর একটা পরিস্থিতি, মাঠ অনেক দূরে সেখান থেকে এসে অফিসের সামনে এভাবে আঘাত করা এখানে কোন মানুষ থাকলে নির্ঘাত মারা যেত।

 last year 

ভাইয়া খুব ভাল কাজ করেছেন,আমার চাচাতো ভাই বিআরটিসিতে জব করে সে আমাকে বলেছিলো ফ্রি ফ্রি সরকারি ভাবে ড্রাইভিং লাইসেন্স টা করে ফেলতে। কিন্তুু আমি করবো করবো করে এখনো করা হলো না। আরেকটা সুযোগ আসলে করে ফেলবো। ধন্যবাদ।

 last year 

আমি আগে খুব একটা ভাবি নি কিন্তু এবার সুযোগটা পেয়ে হাতছাড়া করতে চাইলাম না, যাইহোক প্রথম ইন্টারভিউ দিয়ে এসেছি এখনও ফোন কল আসেনি দেখি ভাগে কি আছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58589.32
ETH 2636.10
USDT 1.00
SBD 2.45