শুরু করাই সাফল্যের প্রথম ধাপ

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

০৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।


শুরু করাই সাফল্যের প্রথম ধাপ

laptop-1478822_1280.jpg

Image by Free Photos from Pixabay


আজ এমন একটা টপিক নিয়ে কথা বলব যেটা মোটামুটি সবাই জানে, টাইটেল দেখে সকলেই আইডিয়া করতে পেরেছেন আজকের বিষয়বস্তু কি, প্রথমেই উদাহরণ দিয়ে শুরু করতে চাই, আমার সিনিয়র কিছু ভাই রয়েছে যারা তাদের ইঞ্জিনিয়ারিং শেষ করার পরেও চাকরি নিয়ে খুব একটা চিন্তিত ছিল না কিংবা তারা ভেবেছে হবে একসময়, পূর্বের কোন অভিজ্ঞতা ছিল না এবং পড়াশোনা শেষ করার সাথে সাথেই তারা কোন একটা কিছুতে জড়িত হয়নি।

ভেবেছিল অফার তাদের কাছে আসবে কিন্তু অফার তাদের কাছে আর আসেনি। আমার পরিচিত এরকম অনেকেই রয়েছে যারা ল থেকে পাশ করেছে, বার কাউন্সিলর দেবে বলে তারা কোর্টে আর যায়নি। তারা আর কোনদিন কোর্টে যেতে পারেনি।

অর্থাৎ তারা শুরু করতে পারেনি, তারা তাদের কমফোর্ট জনের ভিতরে ছিল। এখন প্রতিযোগিতার যুগ আপনি ভাবছেন সবকিছু শেষ করে রিলাক্স হয়ে আপনি পরবর্তী স্টেপে যাবেন, কিন্তু আপনার পেছনে আরো অনেক মানুষ অপেক্ষা করছে এই উত্থানটি দখল করার জন্য।

অর্থাৎ আপনি আপনার জীবনে যে লক্ষ্য ঠিক করেছেন কিংবা নিজেকে যেই পজিশনে দেখতে চান, এখন থেকেই অল্প অল্প করে হলেও সেদিকে ধাবিত হতে হবে। আপনাকে ওই মানুষদের সাথে চলতে হবে যারা অলরেডি এখন আপনার লক্ষ্যে সেই স্থানে রয়েছে। আপনাকে এখনই আপনার জীবন যাত্রা শুরু করতে হবে, শুরু করতে পারার যে একটা আনন্দ এটা উপলব্ধি করতে হবে, একটা কাজের প্রথম ধাপ অর্থাৎ শুরু করা এটাও একটা সাকসেস, কারণ অনেক মানুষই এখন শুরু করতে পারেনি।

শুরু করতে পেরেছেন অর্থাৎ আপনি একটা ধাপ এগিয়ে গেছেন, আপনি অটোমেটিক পরবর্তী ধাপের যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাই জীবনে শুরু করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এখন অলসতায় সময় কাটান দেখবেন আপনার সারাদিনটাই অলসতাই কেটে যায়, অলসতা কাটিয়ে যদি আপনি এখনই কাজ শুরু করে দেন দেখবেন কাজটা অনেক দূরে এগিয়ে যাবেন, আমাদের প্রত্যেকেরই কাজ শুরু করার ভয়টাকে কাটাতে হবে এটাই হল সাকসেস হওয়ার প্রথম ধাপ।


আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

পারবো না বলে থেমে থাকা যাবে না। যে কোন কাজের শুরু করলেই সাফল্য অনিশ্চিত। তাই সাফল্য পেতে হলে আমাদের কে প্রতি নিয়ত কাজ করার মানসিকতা সৃষ্টি করতে হবে। কাজে হাত দিলেই তাতে সাফল্য আসবেই । তবে প্রয়োজন শুধু মনোবলের। দারুন একটি পোস্ট শেয়ার করলেন আজ।

 10 months ago 

শুরু করাটাই সব থেকে কঠিন শুরু করতে পারলে পথ খুঁজে পাওয়া যায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোষ্টের গুরুত্বপূর্ণ মন্তব্য করার জন্য।

 11 months ago 

আপনি ঠিকই বলেছেন যে কোন কাজ শুরু করতে পারলে সাফল্য আসবে এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেকে কাজ করার পূর্বে কাজের সফলতা আসবে কি আসবে না এই নিয়ে চিন্তা করে কাজ শুরু করে না। সফলতা তখনি আসবে যখন কাজ শুরু করে ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

যে সাফল্য পেতে হলে আগে শুরু করতে হবে কেননা শুরু করলেই পথ খুঁজে পাওয়া যায়, ধন্যবাদ জানাবো আপনাকে চমৎকার একটি মন্তব্য করার জন্য।

 11 months ago 

বর্তমানে সবকিছু নিয়ে প্রতিযোগিতা চলে। তাই কোনো সুযোগ আসবে এটা ভেবে বসে থাকলে নিজের ই ক্ষতি। বরং সুযোগ পাওয়ার জন্য সেভাবে চেষ্টা করতে হবে। অনেক মানুষ মনে মনে ভেবে রাখে এটা করবো সেটা করবো। কিন্তু ভাবা পর্যন্তই শেষ। সেটা বাস্তবায়ন করে না। আর এতে করে সে পিছিয়ে পড়ে। এমনকি পুরো প্ল্যানটা শেষ পর্যন্ত বাতিল করতে হয়। তাই সাফল্য পেতে হলে অবশ্যই যতো তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করে দেওয়া উচিত। তাহলে অবশ্যই উন্নতি করা যাবে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 10 months ago 

এসময় যারা এখনো বসে আছে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে, সফলতা পেতে হলে শুরু করতে হবে কাজ করতে হবে, ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59871.00
ETH 2671.84
USDT 1.00
SBD 2.47