অসুস্থতা যেন ছাড়ে না

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

১০ কার্তিক মাস, ১৪৩০ বঙ্গাব্দ।

২৬ অক্টোবর, বৃহস্পতিবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।


অসুস্থতা যেন ছাড়ে না

pill-1884775_1280.jpg

Image by Arek Socha from Pixabay


কি আর বলবো বিরক্তকর একটা সময় কাটছে আমার, বেশ কয়েক বছর অসুস্থতা কি সেটা অনুভব করেনি। তবে এ বছর যে পরিমাণ অসুস্থ হয়েছি এর আগে কোন বছর আমি এতটা অসুস্থ হই নাই। বছরের মাঝামাঝিতে হঠাৎ করে চিকেন পক্স হলো জীবন যেন ব্যথায় জর্জরিত, সেটার রিকভারি করতে বেশ ভালই সময় লেগেছে। আমার বয়সে এখনো আমার ফেস এ কখনো কোন দাগ নেই কখনো ব্রণ ও হয়নি , সে আমি নিজের চেহারা চিনতে পারছিলাম না। এখন অবশ্য সব দাগ চলে গেছে তবুও একটা ছোট্ট দাগ রয়ে গেছে যেটা দূর থেকে বোঝা যায় না।

চিকেন পক্স থেকে ওঠার পরপরই আবার টাইফয়েড হয়ে গেল, এমন একটা পরিস্থিতি ছিল ভেবেছিলাম এটাই হয়তো জীবনের শেষ সময়, টাইফয়েড কতটা ভয়াবহ হতে পারে শরীর কি পরিমান দুর্বল হয়ে যায় তা অনুভব করেছি।

এখন ঋতু পরিবর্তন হচ্ছে এখন মোটামুটি সবাই অসুস্থ, এক সপ্তাহ জ্বর থাকতেছে এক সপ্তাহ ঠান্ডা আবার অন্য সপ্তাহে কাশি। এই থেকে থেকে অসুস্থ হওয়াটা আরো বেশি বিরক্ত লাগছে। এখন খানিকটা জর ঠান্ডা এবং কাশির অবস্থান টের পাচ্ছি। আজকে ইন্টারনেটের এতটা বাজে অবস্থা সব মিলিয়ে আরো মেজাজটা খারাপ। মহাখালী খাজা টাওয়ার ডাটা সেন্টারে আগুন লাগার কারণে অনেক জায়গাতেই ইন্টারনেটের সমস্যা। ঠিক মত হ্যাংআউট শুনতে পারিনি, এরপর একটা মিটিং ছিল আমি উপস্থিত থাকলেও অনেক মানুষ উপস্থিত ছিল না তাই সময় নষ্ট হল এবং মিটিংটাও পিছিয়ে দেয়া হলো। সব মিলিয়ে খুবই বিরক্তকর একটা দিন কাটলো আজকে।


আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 11 months ago 

বাসায় ওয়াইফাই ছিল না ভাবলাম ইন্টারনেট কিনে হ্যাংআউটে জয়েন করব কিন্তু ইন্টারনেট কিনলাম হ্যাংআউটের কথা কিছু শুনতে পেলাম না। যাইহোক দোয়া করি সুস্থ সৃষ্টিকর্তা আপনাকে সুস্থতা দান করুক আর এই ঋতু পরিবর্তনের সময় এরকম ঠান্ডা জ্বর কম বেশি একটু হবেই।

 11 months ago 

ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ, আমি কোন কাজ করতে পারছি না আমি আমার মিটিং অ্যাটেন্ড করতে পারছি না। এ যুগে ইন্টারনেট ছাড়া খুব বাজে একটা অবস্থা হয়ে যায়।

 11 months ago 

এখনকার আবহাওয়াটা যেন এরকমই।কাউকেই ছাড়ছে না। একবার ঠান্ডা জ্বরে আক্রান্ত হলে তাকে ভুগিয়ে তুলে প্রায় এক মাস। আপনার কথাগুলো শুনে বেশ খারাপই লাগলো। দোয়া রইল ভাই আপনার জন্য। আশা করি বেশ তাড়াতাড়ি সব সমস্যার সমাধান হয়ে যাবে।

 11 months ago 

জি দোয়া করবেন আমার জন্য, আর ভালো লাগলো আমার পোস্ট পড়ে একটা চমৎকার মন্তব্য করার জন্য। আপনাকে যেন অনেক অনেক ধন্যবাদ।

 11 months ago 

জী ভাইয়া বর্তমান ঋতু পরিবর্তন হচ্ছে তাই একটু অসুস্থ হচ্ছে সবাই। বর্তমান জ্বর হলে অতো সহজে ছাড়তে চাচ্ছে না। আমার একজন আপু পাঁচদিন ধরে মেডিকেলে ভর্তি আছে, এখনো সুস্থ হওয়ার কোন আলামত নেই।তাই এই সময় একটু সাবধানে থাকতে হবে।

 11 months ago 

মোটামুটি সবাই অসুস্থ এবং জ্বর হলে বেশ ভালই কষ্ট করতে হচ্ছে, অনেকের ডেঙ্গু হয়ে যাচ্ছে অনেকের আবার টাইফার্ড এজন্য অসুস্থ্যের একটা চমৎকার সময়।

 11 months ago 

বর্তমান সময়ে আবহাওয়ার কারণে অনেক মানুষ অসুস্থ। চিকেন পক্স দাগগুলো চলে যাবে ভাইয়া। টাইফয়েড হলে ভাইয়া শরীর অনেক দুর্বল হয়ে যায়। আমার একবার টাইফয়েড হয়েছিল সুস্থ হওয়ার পর রাতে ঠিকমত ঘুম হতো না। কিছুদিন পর পর গায়ের মধ্যে হালকা হালকা জ্বর আসতো।যাহোক আপনার সুস্থতা কামনা করি আল্লাহ যেন আপনাকে সবসময় সুস্থ রাখে।

 11 months ago 

ডাক চলে গেছে ঠিকই কিন্তু আপনার কথামতোই টাইফয়েড যাওয়ার পর শরীরের ওজন এত পরিমান কমেছে যা নিজেরই দেখতে খারাপ লাগে, রিকভার করতে অনেক সময় লাগবে ।

 11 months ago 

অসুখ মনে হচ্ছে আপনার পিছন লেগেছে। একটার পর একটা হয়েই যাচ্ছে। টাইফয়েড আসলে খুব খারাপ। শরীর একেবারে নিস্তেজ করে দেয়। আবার তো মনে হচ্ছে আপনার জ্বরও আসছে। কিছুদিন সাবধানে থাকার চেষ্টা করবেন। তাহলে হয়তো সুস্থ থাকতে পারবেন। কারণ বর্তমান সময়ে ওয়েদার ভালো না। সর্দি কাশি লেগেই থাকে। দোয়া রইলো।

Posted using SteemPro Mobile

 11 months ago 

কি আর বলবো হঠাৎ করেই এ বছর এত পরিমাণ অসুস্থ হয়ে গেলাম, যাই হোক দোয়া করবেন আমার জন্য যেন সুস্থ থাকে ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 11 months ago 

আপনি তো দেখছি কঠিন সময় পার করলেন ভাই। চিকেন ফক্স খুব মারাত্মতক ভাই, ছোটবেলায় সারা শরীরে হয়েছিল আমার। এর জ্বালাটা আমি বুঝি ভাই। একটা সমস্যা জেতে না যেতেই আবার টাইফয়েডও হয়ে গেল আপনার! বলতে খুব খারাপ অবস্থায়ই গেল। দোয়া রইল ভাই তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠুন। সুস্থ্য না থাকলে কোনো কিছু করতেও ভালো লাগে না

 11 months ago 

পরপর দুইটা বড় রোগে আক্রান্ত হলাম, আমার জীবনের উপর দিয়ে যে কি গেল এটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি, দোয়া করবেন আমার জন্য যেন এখন ভালো থাকি।

ঋতু পরিবর্তনের ফলে দিনে গরম এবং রাতে ঠান্ডা পড়ছে।এই আবহাওয়া পরিবর্তনের ফলে কমবেশি সকলেই অসুস্থতা স্বীকার হচ্ছে।আমাদের সকলকে সতর্কতার সাথে থাকতে হবে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে যান।

 11 months ago 

হ্যাঁ সতর্ক থাকতে হবে এবছর এমনিতেই অনেক অসুস্থ হয়েছি, এখন জ্বর ঠান্ডা হলে আরো খারাপ অবস্থা হবে। সবারই সাবধানে থাকা উচিত।

 11 months ago 

প্রথমেই আপনার দ্রুত সুস্থতা কামনা করছি ভাই। আসলে খারাপ সময় আসলে সহজে যেতে চায় না। আপনি একের পর এক অসুখে ভুগছেন, ব্যাপারটা জেনে খুব খারাপ লাগলো। শুনেছি যে টাইফয়েড হলে নাকি শরীর একেবারে দুর্বল লাগে। আগুন লাগার পর থেকে আমাদের এখানেও ওয়াইফাই এর অবস্থা খুব খারাপ। যাইহোক নিজের যত্ন নিবেন ভাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 63441.26
ETH 2477.91
USDT 1.00
SBD 2.64