সৌন্দর্য একটা গুণ
আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
৩০ মে, মঙ্গলবার।
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।
আজকে একটা স্যারের কথা খুব বেশি মনে পড়ছে, অষ্টম শ্রেণীতে যখন উঠেছিলাম হয়তো বছরের শেষের দিকে নতুন একটা শিক্ষক নিয়োগ দেয়া হয় পড়ার জন্য, ওই স্যারের নাম আমার মনে নেই খুব অল্প সময়ের জন্যই তার কাছে পড়েছিলাম, তিনি তখন ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী ছিলেন।
তিনি তার ইউনিভার্সিটির লাইফের ছোট্ট একটা ঘটনা আমার কাছে শেয়ার করেছিলেন, মানুষ সৌন্দর্যের পূজারী এর উদাহরণ দিতে তিনি মূলত আমাকে তার ওই দিনের ঘটনাটা শেয়ার করেন।
শ্যামলা বর্ণের একটা মেয়ে তাকে একটা চেয়ার নিয়ে আসতে বলেছিল, সে ওই মেয়েটাকে সাহায্য করেছে। পরক্ষণে মেয়েটা আরেকটা চেয়ার নিয়ে আসতে বলেন, তৃতীয়বার যখন অন্য একটা আবদার করেন তিনি মুখ ফিরিয়ে চলে আসেন।
সেদিনের এই ঘটনাটা আমার তেমন একটা অর্থ বাহক মনে হয়নি, কিংবা পড়াশোনার টেনশনে বুঝতেই পারেনি এর অর্থ, কিংবা বয়স ছিল না তখন।
আজকে সাক্ষাৎ নিজের চোখের সামনেই প্রমাণ পেলাম, আমার ফ্যাক্টরিতে আমার আন্ডারেই নয় জনের মত হেল্পার রয়েছে, সবার সাথেই আমার ভালো সম্পর্ক। সবার মধ্যে কয়েকজন নতুন হেল্পার রয়েছে, যেহেতু এটা গার্মেন্টস ফ্যাক্টরি অধিকাংশই মেয়েমানুষ। দুজনের বেতন এখনো ধরা হয়নি তারা একদম নতুন এসেছে, একজনের শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাশ, আরেকজনের যোগ্যতা অষ্টম শ্রেণী।
দুর্ভাগ্যবশত প্রথমজন একটু বয়স্ক এবং দেখে ততটা সুন্দর নয়, অপরদিকে অষ্টম শ্রেণী পাস করা সেই মেয়েটি বয়স মোটামুটি এবং দেখতে অসম্ভব রকম সুন্দর।
শিক্ষাগত যোগ্যতা কম থাকার পরেও ইন্টার পাশ করা একটা মহিলাকে টপকে তিনি প্রমোশন নিয়ে নিচ্ছে আমাদের জিএম স্যারের মাধ্যমে, যদিও আমারও সুপারিশ ছিল মোটামুটি সবাই চাচ্ছিল, যদিও আমিও তাদেরই দলে কারণ কোনভাবেই মেয়েটাকে মনে হয় না এত কম পড়াশোনা, কিন্তু পরক্ষণেই ভাবছি আমরা কি দ্বিতীয় ওই মেয়েটিকে মনে মনে কষ্ট দিচ্ছি না?
ওই মেয়েটির মনে কি একবারো প্রশ্ন জাগে নি আজ আমি সুন্দর না বলে শিক্ষাগত যোগ্যতা থাকার পরেও আমাকে নিচে রাখা হলো, আর শুধুমাত্র সুন্দর বলেই অপর একটা মেয়ে প্রমোশন নিয়ে যাচ্ছে।
আজ বোধহয় সে শিক্ষকের ওই ছোট্ট গল্পটার অর্থ বুঝতে পারলাম, সেই গল্পটার আরো একটা উদাহরণ সেই গল্পটার আরো একটা নতুন গল্প খুঁজে পেলাম।
আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
আপনি ঠিক বলেছেন ভাইয়া, সৌন্দর্য অবশ্যই একটি গুণ। সমাজে চলাফেরা করতে গিয়ে এবং দশজনের সাথে ওঠাবসা করতে গিয়ে এটা প্রায়ই চোখে পড়ে। নিজের পরিবার বা আত্নীয় স্বজন,কর্মক্ষেত্রে এবং সমাজের বেশিরভাগ মানুষের কাছে যারা সুন্দর তারা বেশি প্রাধান্য পায়। যদিও এটা মোটেই ঠিক নয়। কারণ আমাদের সবাইকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে এবং সবাই যার যার মতো সুন্দর। যাইহোক পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।