অদ্ভুত সমস্যা
আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
২৫ নবেম্বর, শনিবার।
আ *মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, *
অদ্ভুত একটা সমস্যা নিয়ে ভোগান্তি। কাজের বারোটা বাজিয়ে দিলো। কম্পিউটারে আমি অভ্র দিয়ে লিখতে পারি না। বিজয় ৫২ ইউজ করার কারণে লেখা অনেক কঠিন হয়ে যায়। এমত অবস্থায় আমার কম্পিউটারে একটা অদ্ভুত সমস্যা দেখা দিল। আমি সব ধরনের কলিং করতে পারছি ভয়েস দিতে পারছি। ব্রাউজার দিও কল করতে পারছি।
কিন্তু ভয়েস দিয়ে সার্চ করতে পারছি না কিংবা লিখতে পারছিনা।বিক্রম ব্রাউজার এবং অন্যান্য সকল ব্রাউজার দিয়ে চেষ্টা করলাম। আমিও নাসার বান্দা মোবাইল দিয়ে কাজ করতে পারি ঠিকই কিন্তু কম্পিউটার নিয়ে করতে করতে অভ্যাস। সেটিংস একদিক থেকে শুরু করে অন্য দিক পুরো লন্ডভন্ড করে ফেললাম।
এই নিয়ে চলল দুইদিন, অতিষ্ঠ হয়ে গেলাম। ইউটিউব বাবাজির কাছে ও এর কোন সমাধান নেই। বাধ্য হয়ে আবার নতুন করে উইন্ডোজ দিলাম।
উইন্ডোজ দেওয়ার পর তো আমি খুশি সমস্যার সমাধান হয়ে গেছে, যে মাত্র উইন্ডোজটা আবার আপডেট হলো, আমি আবার সব সফটওয়্যার ইনস্টল করা শুরু করলাম দিব্বি ভয়েস কাজ করছে।
খুশি মনে বাইরে গেলাম ঘুরতে। দুদিন পর কাজ করতে বসবো কম্পিউটার আমার একদম ঠিক। বাসায় এসে দেখি আবার সেম। এত কষ্ট করে উইন্ডোজ দিলাম এরপরেও ঠিক হলো না।
এ অদ্ভুত সমস্যার সমাধান কি ঠিক বুঝে উঠতে পারছিনা। যাইহোক বাধ্য হয়ে এখন মোবাইলে শিফট করতে হবে।
আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
এই অদ্ভুত সমস্যার সমাধান কম্পিউটার সার্ভিসিং সেন্টার থেকেই পাওয়া যাবে ভাই । আমার কম্পিউটারেও একবার এই সেম সমস্যা হয়েছিল ভয়েস দিয়ে সার্চ করতে পারছিলাম না। পরে সার্ভিসিং সেন্টারে নিয়ে গিয়ে ঠিক করাতে হয়েছিল। এখন মোবাইলে শিফট করে ভালো করেছেন ভাই , কাজ তো আর থামিয়ে রাখা যাবে না।
আমি সার্ভিস সেন্টারে এখন পর্যন্ত যায়নি, এই কয়েকদিন ঘাঁটি করার পর আজকে বিকেলে এর সমাধান বের করতে পারলাম, ছোট্ট একটা প্রবলেমের জন্য এত এত কাহিনী হয়ে গেল। এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে।
যাক শেষ পর্যন্ত আপনি আপনার এই সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন জেনে ভালো লাগলো ভাই।
এ আবার কেমন সমস্যা ভাই। উইন্ডোজ দেওয়ার পর ঠিক হলেও আবার দুইদিন পর যা তাই হয়ে গিয়েছে। আর আমাদের যখন দরকার হয় সেই সমস্যা টার সমাধান ইউটিউবে পাওয়া যাবে না এটাই হয়তো নিয়ম হা হা। তাহলে আর কী শেষমেশ বাধ্য হয়ে তাহলে মোবাইলে শিফট হওয়া লাগবে আপনার।
আলহামদুলিল্লাহ ঠিক করে ফেলেছি, এই তিন দিনে কম্পিউটারের প্রত্যেকটা সেটিংস সম্পর্কে ধারণা হয়ে গেল, এরপর আমি আমার ফল্ট বের করতে পেরেছি। ছোট্ট একটা ভাইরাসের কারণে আমার তিন দিন নষ্ট হল।
আসলেই তো এটা অদ্ভুত সমস্যা। কারণ উইন্ডোজ সেট আপ দেওয়ার পর এমন সমস্যা ঠিক হয়ে যাওয়ার কথা। সেট আপের পর আপনার সেই সমস্যা না থাকলেও, দুদিন পর আবারো সেই সমস্যা। যাইহোক মোবাইলে শিফট করেন তাহলে,আর তো কিছু করার নেই। আমি বেশিরভাগ সময় মোবাইলে কাজ করি,তবে মাঝেমধ্যে ল্যাপটপে কাজ করা হয়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
পরবর্তীতে প্রবলেমটা সলভ করতে পেরেছি, মূলত ক্রাক সফটওয়্যার ইউজ করার কারণে এরকমটা হচ্ছে। তারপর বুঝতে পারলাম ওই সফটওয়্যার থেকে আমার অনেক বেশি ইম্পর্ট্যান্ট এখানে ব্লগিং করা। তাই সেই সফটওয়্যারটা এখন ইউজ করা বাদ দিয়ে দিলাম।
যাইহোক অবশেষে আপনার অদ্ভুত সমস্যার সমাধান হয়েছে, এটা জেনে ভীষণ ভালো লাগলো ভাই। ক্রাক সফটওয়্যার ইউজ করা বাদ দিয়ে বেশ ভালো করেছেন। কারণ ব্লগিং করা অবশ্যই জরুরী।