লাস্ট সেমিস্টার

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

১৭ ভাদ্র মাস, ১৪৩০ বঙ্গাব্দ।

০১ সেপ্টেম্বর, শুক্রবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।


examination-154709_1280.png

Image by OpenClipart-Vectors from Pixabay


লাস্ট সেমিস্টার

আজকে প্রাকটিক্যাল পরীক্ষা দেয়ার মাধ্যমে সেমিস্টার টা শেষ হয়ে গেল, খুব তাড়াতাড়ি চলে যায় আমাদের সেমিস্টার। প্রত্যেক সেমিস্টারেই চিন্তা করি এই সেমিস্টারে ভালোভাবে পড়াশোনা করব, কোন একটা জায়গায় ট্যুরে যাব, কোন ঝামেলায় জড়াবো না, রিল্যাক্স থাকবো কিন্তু তার হলো না এদিকে ভার্সিটি জীবন প্রায় শেষ।

আর মাত্র চার মাস, এরপর আবার ইন্টার নিতে চলে যাবো ভার্সিটি লেভেলের ইন্টারনি অর্থাৎ চাকরি জীবনে প্রবেশ করা। একদিকে ভালো লাগছে আবার অন্যদিকে কলেজ জীবনের কথা মনে পড়ছে, কলেজ টাও খুব বিরক্ত লাগতো কিন্তু যখন শেষ হয়ে গেল মনে হল এটাই তো সোনালী জীবন ছিল, ঝগড়াঝাঁটি খুনসুটে যে জিনিসগুলো একদমই ভালো লাগতো না সেই জিনিসগুলোই মিস করা শুরু করলাম। ইউনিভার্সিটিতেও কিন্তু তাই।

সব সময় ঝামেলা সিনিয়র জুনিয়র ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট প্রতিযোগিতা, কাদের থেকে কারা বেশি ভালো করবে, সবমিলিয়ে যে ব্যস্ত সময় কাটতো সেটা হঠাৎ করেই কয়েক মাস পর থমকে যাবে। তখন মনে হবে যদি আরেকটা ট্যুর দিতে পারতাম যদি একটা পিকনিক করতে পারতাম যদি সবার সাথে বসে গল্প করতে পারতাম।

হঠাৎ করে মনে হল শুধু ইউনিভার্সিটি জীবন নয় ছাত্র জীবন থেকেও হয়তো বের হয়ে যাব আর কয়েকটা মাস বাকি। এরপরেও হয়তো এমবিএ করতে পারব কিংবা এমএসসি করতে পারব, কিন্তু সেটা বোধহয় আর ছাত্র জীবন থেকে উপভোগ করতে পারবোনা। হঠাৎ করেই হয়তো কাঁধে দায়িত্বের বোঝা চলে আসবে, হয়তো হঠাৎ করে একটা দিন চলে আসবে লাস্ট সেমিস্টারের সেই দিন।


আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

115.png

Sort:  
 last year 

আসলে জীবনটা যত সহজ ভাবে চিন্তা করা হয় তত সহজ নয়। হয়তো ছাত্র জীবন আপনি পার করে যাবেন চাকরি জীবনে প্রবেশ করবেন। কিন্তু সেখানেও তাল মিলিয়ে চলা অনেক ঝামেলার। এরপরে দেখবেন আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করলেন চাকরির জন্য প্রতিযোগিতার বাজার। চাকরি পেয়ে গেলেন ঠিক আছে কিন্তু সাংসারিক জীবনে ঢুকে গেলেন। সেখানেও দেখবেন অনেক ঝামেলার। আসলেই পুরো জীবনটাই হচ্ছে ঝামেলার। সবকিছু মিলিয়ে আপনার জার্নিটা ভালো হোক সে কামনা করি।

 last year 

আসলে জীবনের কোন ধাপেই শান্তি নেই, হয়তো শান্তির একটা বয়স শিশুকাল যেটা আমরা অনেক আগেই পার করে ফেলেছি। এখন যত বয়স বাড়বে ততই আমাদের জীবনের চড়াই উতরাই আসবে।

 last year 

প্রতি সেমিষ্টারেই মনে করি পরের সেমিষ্টার থেকে ভালো করে পড়ব। কিন্তু সেই পরের সেমিষ্টার আর আসে না। আপনার ছাএজীবন শেষের দিকে। এটা আসলেই খারাপ লাগার মতো একটা বিষয়। আশাকরি আপনার ভবিষ্যৎ জীবন ভালো হবে। আপনার জন্য শুভকামনা।।

 last year 

হাহাহা আসলে ছাত্র জীবনে মোটামুটি সবারই এরকম একটা মনোভাব থাকে, আমার ক্ষেত্রেও এমনটাই হয়তো, প্রতিবারই ভাবি এসাইনমেন্ট আগে শেষ করব পড়াশোনা গুলো আগেভাগে শেষ করে রাখবো, কিন্তু সব ওই ডেডলাইনেই তৈরি করা হয়।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68195.23
ETH 2703.52
USDT 1.00
SBD 2.78