মাদকমুক্ত সমাজ চাই // 10% beneficiary to @steem4bangladesh

"বিসমিল্লাহির রাহমানির রাহিম "

"আসসালামু আলাইকুম "
সবাই কেমন আছেন। আশা করি সবাই ভাল আছেন।
আমার username @sajjadbd এবং আমি বাংলাদেশ থেকে ।
বিশ্ব জুড়ে মাদক সেবন ও ব্যবসায়ীর সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে এবং দেশে দেশে সরকারপ্রধানেরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। প্রযুক্তিনির্ভর দেশগুলোও রুখতে পারছে না মাদক সেবন ও ব্যবসায়কে। মাদক গ্রহণে ইরান ও যুক্তরাষ্ট্রের মতো দেশের অবস্থান ওপরের সারিতে আর ব্যবসায়ে পাকিস্তান, আফগানিস্তান, ইরান ও তুরস্ক বর্ডার গোল্ডেন ক্রিসেন্ট এবং লাওস ও থাইল্যান্ডের সীমান্তকে গোল্ডেন ট্রায়াঙ্গেল নামে অবিহিত করা হয়। এছাড়া যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ভারত—এসব দেশে রয়েছে মাদকের সুবিশাল অন্ধকার বাজার। বাংলাদেশের প্রায় প্রতিটি শহর, উপশহর এমনকি গ্রামেও হাত বাড়ালেই মিলছে ইয়াবা ও ফেনসিডিলের মতো মাদকদ্রব্য। মাদকের কালো মেঘ ঢেকে ফেলছে তারুণ্যের সম্ভাবনাময় সোনালি সূর্য।

stop-2785450_640.jpgsource

মাদকাসক্ততা ব্যক্তি, পরিবার, সমাজ ও দেশকে নিয়ে যাচ্ছে অন্ধকার জগতে। আমাদের দেশে বহুল ব্যবহূত মাদকের মধ্যে মারিজুয়ানা, অপিয়াম, প্যাথেডিন, কোডিন বা ফেনসিডিল ও এটিএস বা ইয়াবা ট্যাবলেট উল্লেখযোগ্য। এদের মধ্যে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে এটিএস বা ইয়াবা ট্যাবলেট এবং পার্শ্ববর্তী দেশ মিয়ানমার ও ইন্ডিয়া থেকে আসছে নেশার দ্রব্য।

anti-drugs-2353346_640.pngsource

বাংলাদেশে প্রতিদিন প্রায় ৭০ কোটি টাকার মাদকজাত দ্রব্য কেনাবেচা হয়। আর ক্রেতা ও সেবনকারীদের অধিকাংশ তরুণ, যাদের বয়স ১৮ থেকে ৩০ বছর। তারা মানসিক হতাশা কাটাতে এবং শখের বশে ঝুঁকে পড়েছে মাদকের দিকে। শুধু তরুণ সমাজ নয়, অবিভাবকের চোখ ফাঁকি দিয়ে সদ্য কৈশোরে উত্তীর্ণ স্কুল-কলেজে পড়ুয়ারাও মাদক সেবন করছে এবং জীবন শুরুর আগেই স্বপ্নের জলাঞ্জলি দিচ্ছে। আরো দুঃখের বিষয়, মাদক সেবনকারীদের ৪০ শতাংশ বেকার এবং প্রায় ১৫ শতাংশ স্টুডেন্ট। এই ৫৫ শতাংশ মাদক সেবনকারী প্রতিদিন নেশার টাকা জোগাতে অন্যের ওপর নির্ভরশীল বা চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে যাচ্ছে এবং দেশে চুরি-ছিনতাইয়ের মতো ছোটোখাটো ক্রাইমের পাশাপাশি খুন-খারাবিও বাড়ছে, অনেকে আবার মাদক গ্রহণ করতে করতে হয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ী।

world-1185076_640.pngsource

মাদক একটি দেশের যুবসমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। ইয়াবা নামক মারণবিষ আমাদের দেশে আসছে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে এবং বর্ডার ক্রস করে প্রতিদিন কয়েক লাখ পিস ইয়াবা ট্যাবলেট দেশে আনতে সাহায্য করে কক্সবাজার ও টেকনাফের স্থানীয় ব্যবসায়ীরা; অনেক সময় প্রভাবশালী ব্যক্তিদের নামও উঠে আসে। টেকনাফের প্রায় ১৩০টি গ্রামের বেশির ভাগ মানুষের প্রধান পেশা ইয়াবা ব্যবসা। সাম্প্রতিক সময়ে শরণার্থী রোহিঙ্গাদের কেউ কেউ জড়িয়ে পড়ছে মাদক ব্যবসায়ে। গ্রাম থেকে শহর—সর্বত্র পৌঁছে যাচ্ছে এবং হাত বাড়ালেই মিলছে এই মারণবিষ। আমাদের দেশ ও যুবসমাজ রক্ষায় এই বিশাল সংখ্যাকে শূন্যে নিয়ে আসার কোনো বিকল্প নেই। দৃষ্টি রাখতে হবে, নতুন করে আর একটি তরুণও যেন মাদকাসক্ত না হয়।

pharmacy-3087599_640.jpgsource

সঠিক পরিকল্পনা, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা, দল-মতনির্বিশেষে মাদকের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসতে পারলে পরিস্থিতির উন্নতি ঘটবে। মাদকসেবীদের পরিবার থেকে বিছিন্ন নয়; বরং মানসিক সাপোর্ট দিতে হবে, যা সুপথে ফিরিয়ে আনতে সাহায্য করবে। দেশ ও
দেশের তরুণ সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি করতে পারলেই মাদকের করাল গ্রাস থেকে মুক্তি পাবে।

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9X9Qbc8mqzZ9BjCKRDeYWY8tC8UrZePeyq2MncuhdkoHSemRNdwHDRWZUb2YyJWQ4KUwDGn4vLrTKEXeZGKjyUn1FWm.gif

এতক্ষণ ধৈর্য ধরে আমার নিবন্ধটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলুন।
শুভেচ্ছান্তে,
@sajjadbd

Sort:  

আসসালামু আলাইকুম ভাইয়া।আপনার সুন্দর এবং গুরুত্বপূর্ণ লেখনি পড়ে খুবই ভালো লাগলো। আপনার পোষ্ট পরে সমাজের ভাবমূর্তি কিছুটা পরিবর্তন হলে সেই সমাজের জন্য উপকার।আশাকরি পোষ্টটা সমাজের মানুষের উপকারে আসবে।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। শুভকামনা রইল।

 9 months ago 

We have to build a drug free country. So we all have to create public awareness. Many people will be aware after reading your post. Drug addicts are dangerous for the country and nation. Thanks for your informative post.

It is very important to build a drug free society today. Because the current youth society is being destroyed due to drugs.

 9 months ago 

প্রিয় বন্ধু,
আমাদের কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আপনার পোস্ট দেখে আমরা আনন্দিত। যেহেতু আপনি একজন নতুন সদস্য এই প্লাটফর্ম ও আমাদের কমিউনিটির, তাই আপনার পোস্ট করার বিষয়ে কিছু দিকনির্দেশনা প্রদান করতে চাই যা আপনার এই প্লাটফর্ম এ চলার পথকে আরও সুগম করবে। 👇👇

প্রথমত আমি আপনাকে সকল এচিভমেন্ট টাস্ক গুলো সম্পর্কে ধারণা অর্জন করার জন্য পরামর্শ প্রদান করব কারণ এটা আপনাকে এই প্লাটফর্ম এর সকল বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা গ্রহণ করতে সাহায্য করবে।

আপনার প্রথম এচিভমেন্ট এর পর আপনি আপনার ব্লগিং চালিয়ে যেতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন যে একটা মানসম্মত পোস্ট এর জন্য আপনাকে আপনার পোস্টে ৩০০ শব্দের বেশি শব্দ ব্যবহার করতে হবে।

আমাদের কমিউনিটিতে সকল প্রকার প্লাগিরিজম বা AI ফ্রি কন্টেন্ট শেয়ার করতে পারবেন তবে আপনি Diarygame, Any kind of Crafts , Drawing or Art , Recipe, Photography, Travel etc কন্টেন্ট শেয়ার এর মাধ্যমে আপনি শুরু করতে পারেন। এছাড়া আমাদের কমিউনিটি কর্তৃক আয়োজিত যেকোনো কনটেস্ট এ অংশগ্রহণ করতে পারবেন।

আপনার পোস্ট অনুযায়ী পোস্টের যথাযথ টাইটেল ও ট্যাগ ব্যবহার করবেন যা খুবই গুরুত্বপূর্ণ। আর অবশ্যই অপ্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করবেন না যা বিভ্রান্তকর এবং নিন্দানীয়।

আর এটা মনে রাখবেন যে যেকোনো প্রকার চুরির বিরুদ্ধে আমাদের কমিউনিটি টীম ব্যবস্থা গ্রহণে তৎপর। তাই অনলাইন থেকে কপি করা পোস্ট, পোস্ট Plagiarism করা & AI দ্বারা তৈরি কনটেন্ট এড়িয়ে চলতে হবে। আর অনলাইন থেকে কপিরাইট যুক্ত ছবি শেয়ার থেকে বিরত থাকুন অর্থাৎ যে ছবির মালিক আপনি নন। এর পরিবর্তে আপনি কপিরাইট ফ্রি ছবির সাইট যেমন pixbay, pexels, freepik etc ব্যবহার করতে পারেন।

উপরোক্ত বিষয় এর বাইরে Steemit সম্পর্কিত যেকোনো বিষয়ে জানতে আমাদের কমিউনিটি ডিস্কর্ড সার্ভারের সাথে সংযুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। । ডিসকর্ড লিংটি : https://discord.gg/Yr3HKtD9S8

 9 months ago (edited)

সচেতনতা মূলক পৌষ্ট। আপনার পৌষ্ট পড়ে অনেক ভাল লাগল। ধন্যবাদ ভাই এত সুন্দর পৌষ্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65236.35
ETH 3483.12
USDT 1.00
SBD 2.51