তোফা ও আরশ যেন একই বৃত্তের দুটি ফুল Tofa and Ars are like two flowers of the same circle

in Incredible Indialast year (edited)

হ্যালো স্টিমিট বন্ধুরা

আবার ও চলে আসলাম আপনাদের সাথে তোফা ও আরশ বেবিকে নিয়ে কিছু বলতে। কিছু দিন আগে একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলাম কুমিল্লা শহরে। ওখানেই তোফা ও আরশের সাথে দেখা । ওরা আমার কাজিন হয় সম্পর্কে, কিন্তু এর আগে তাদের সাথে আমার আর দেখা হয়নি, সেদিনই প্রথম দেখা ওদের সাথে। তোফা ও আরশের বয়স প্রায় কাছাকাছি। আমার আম্মুর খালাতো মেয়ে তোফা আর আরেক খালাত বোনের ছেলে আরশ।আরশ ও তোফার সাথে আমার আম্মুর খুব ভাব জমে
গেছে।দূজন ই আম্মু কে খুব পছন্দ করে।আম্মুর দেখলাম ওদের প্রতি খুব দুর্বল।দুজন ই তো এতিম।
সে জন্য আলাদা টান।

IMG20230911112915.jpgআমার আম্মু ও তোফা বেবি
GBgwWtthGjxjMHmnjYlipyDBsOR.jpgআরশ ও তোফা গেমস খেলায় মগ্ন
IMG20230910182940.jpgপার্কে মোটুর সাথে তোফা ও আরশ
IMG20230911152658.jpgট্রেনে আমার আম্মু মিস্টি তোফা মনি ও তার আম্মু

জীবন কি তা বোঝার বয়স হয়নি কারো র ই কিন্তু ,তাদের জীবনে বয়ে গেছে এক বৈশাখী ঝড় যা, তাদের জীবনকে ছিন্নভিন্ন করে গেছে ,কেড়ে নিয়ে গেছে তাদের সুন্দর শৈশব, অনাবিল ভবিষ্যৎ।

আরশের বয়স এখন সাড়ে চার বছর। তার বয়স যখন ১৭মাস তখন দুর্বৃত্তকারীরা বাজারে ফেলে তার বাবাকে গুলি করে হত্যা করে। এই নিষ্পাপ আরশ জানে তার বাবা বিদেশে থাকেন, তার জন্য অনেক কিছু নিয়ে আসবে ।সে অপেক্ষায় তাই ,দিন গুনে তার মার মোবাইলে ছবিগুলো দেখে আর বলে ,বাবা কখন আসবে মা ?এখনো যে আসছে না বাবা।

IMG_20230920_054721.jpgআরশ বেবি ও আম্মু

আমি তো বিকেলে বাবাকে নিয়ে ঘুরতে যাব।যে যায় তার সাথে ই বায়না ধরে পার্কে যেতে। তাই আমি আম্মু আর তোফা মনির আম্মু মিলে গিয়েছিলাম আরশ
বেবির সেই পছন্দের যায়গায় পার্কে।ঘুড়ার ফাঁকে ফাঁকে
ছবি তোলে রেখে ছিলাম। আপনাদের সাথে শেয়ার করব বলে। পোস্ট লিখতে বসছি আজকে, কিন্তু ছবি গুলো তোলে রেখে ছিলাম তখনই,যখন কুমিল্লায় বেড়াতে গিয়েছিলাম।

এটি কুমিল্লা শহরেই অবস্থিত। খুব বেশি যখন বায়না ধরে তখন আরশ বেবির মা ওখানে নিয়ে যায় তাকে।

এখন বলি তোফার কথা। আমি তো জানতেই ভুলে গেছি কেমন‌ আছেন সবাই?তোফা নামটি তার মায়ের রাখা নাম জন্মের পর প্রায় ১মাসের মত I C O তে
ছিল।নাক দিয়ে নল ঢুকিয়ে রেখেছিল প্রায় অনেক দিন।এক পর্যায়ে, নাকের নরম অংশ
কেটে যায়।ডাঃবলল যদি আপনার মেয়ে হায়াত গুনে বেঁচে যায় তাহলে ,প্লাস্টিক সার্জারি করে নিতে পারবেন।এতোটাই সংকটাপূন অবস্থায় ছিল তোফা।

IMG_20230920_054446.jpgমৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বেঁচে থাকা তোফা

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বেঁচে যায় তোফা, বাসায় এনে,প্রায় দেড়মাস পর নাম রাখা হলো তোফা, যার
অর্থ পুরস্কার।ছোট তোফা মনিকে নিয়ে মা আলাদা রুমে থাকে, বাবা গভীর রাতে এসে দাঁড়িয়ে থেকে তোফা মণির মাথার কাছে, হঠাৎ দেখে,তোমার মা ভয় পেয়ে
যায়,কে কে বলতেই তোমার বাবা বলে‌ উঠল, আমি ভয় পে ও না। তুমি এত রাতে এখানে কি করতে
এসেছে।প্রতি উঃ রে তোফার বাবা বলে উঠলো, তোমাদের ছাড়া আমার ঘুম আসছে না।

কথা শুনে তোমার মা ওর বাবাকে বলল,একটা বড় খাট কিনে নিয়ে এসো ,তাহলে আর তোমাকে এক একা থাকতে হবেনা। ঠিক আছে বিকেলে তোমাকে নিয়ে যাব নে দোকানে।এই বলে‌ পাশের রুমে চলে গেল তোফার বাবা। পরদিন বিকেলে তোফার বাবার
রিং যখন বেজে উঠল তখন তোফার আম্মু বলে উঠল
আমি তো এখনো রেডি হয়নি।সে ভাবল তার স্বামী ফার্নিচারের দোকানে যেতে ফোন করেছে, কিন্তু ফোন
করেছে তার ভাই মানে তোফার মামা।গলা শুনে তার একটু সন্দেহ হলো, তুই তোর দুলাভাই কই?

আফা তুই তাড়াতাড়ি হসপিটালে আস, এই বলে‌ হাউ মাউ করে কেঁদতে লাগল তোফার মামা। হসপিটালে যেয়ে দেখল হসপিটালের বেডে নিথর দেহ পড়ে আছে, হিটস্টোক করে মামা গেছে তোফার বাবা।তার পর আর কিছু ই‌ বলতে পারছিল না
তোফার‌ আম্মু। আমার ও দুচোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগল ।আরশ অর্থ সর্বোউত্তম স্থান আর তোফা অর্থ পুরস্কার।

তোফা ও আরশ দের জীবন যেন মধুময় হয়, কালবৈশাখী ঝড় যেভাবে,তাদের সোনালী শৈশব কেড়ে নিয়ে গেছে, তেমনি কোন শুভশক্তি যাতে
তাদের জীবনকে রঙ্গিন করে তোলে।সেই প্রত্যাশায় রইল।

আর এই গরমে হিটস্টোক এর প্রবনতা‌ একটু
বেড়ে যায়। তাই সবাই নিজেদের প্রতি খেয়াল রাখবেন।

আজ আর নয়।সবার কেমন লাগল,তোফার ও আরশ
বেবির জীবন কাহিনী। কমেন্ট করে জানাবেন প্লিজ।

I don't know English very well. So I chose Bengal. Moreover, I am a Bengali, my mother's language is Bengali, so I feel more comfortable writing in Bengali.
Today I tried to write some stories that happened in the life of Tofa and Arsh.

Thank You So Much For Reading My Blog

Posted using SteemPro Mobile

Sort:  
Loading...
 last year 

আপনার পোস্ট পড়তে গিয়ে মনের অজান্তে চোখের কোনে জল চলে আসলো। আসলে আমাদের জীবনটা এতটা কঠিন। সেটা আমরা কখনো কল্পনা করতে পারি না। জীবনে কখন কি ঘটবে সেটা আমরা জানি না। দুইটা ছোট বাচ্চা যাদের বাবা নেই। কিন্তু তারা আজকে এই পৃথিবীতে বেঁচে আছে। একজন ভাবে তার বাবা বিদেশে আছে,,, ফিরে আসবে কিন্তু সে আজও জানে না,, তার বাবা না ফেরার দেশে চলে গেছে।

আরেকজন অসুস্থ। যাই হোক সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সৃষ্টিকর্তা যেন তাকে সুস্থ করে দেয়। এবং তাদের দুজনকেই পৃথিবীতে সঠিক ভাবে বেঁচে থাকার তৌফিক দান করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই বিষয়টা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 last year 

হ্যাঁ আপু পোস্টটি লেখার সময় আমারও খুব কান্না পাচ্ছিল চোখের সামনে ভাসতে ছিল দুটি বাচ্চার ছবি। এ অনিশ্চিত জীবনের কার কখন কি হয় বলা মুশকিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য ।আপনার প্রতিটি মন্তব্যই আমার খুব ভালো লাগে।

 last year 

আমাদের জীবনে অনিশ্চিত বলে কিছু নেই। সৃষ্টিকর্তা আমাদের জন্য যতোটুকু রেখেছে,,, ততটুকু আমাদের সাথে ঘটবে। এটাই স্বাভাবিক,, ভরসা রাখুন। ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি ও ভালো থাকবেন।

Schreiben Sie gerne in bengalisch , ich kann Ihnen bestätigen , dass eine automatische Übersetzung gut verständlich und leicht lesbar ist .

!invest_vote

 last year 

Thank you very much for such a nice comment

@udabeu denkt du hast ein Vote durch @investinthefutur verdient!
@udabeu thinks you have earned a vote of @investinthefutur !

 last year 

বাচ্চা দুটোর কথা পড়ে খারাপ লাগলো। প্রাথনা করি বড়ো হয়ে মানুষের মতো মানুষ হোক। ওদের কথা আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়। ।

 last year 

আপনাকে ধন্যবাদ আপু আমার পোস্টে পরে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। সত্যি বলছেন ওদের জন্য আমারও খুব খারাপ লাগে তাই পোস্টে লিখলাম। আমার ও জেনে ভালো লাগলো যে আমার পোস্টটি আপনাদের ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.039
BTC 95470.30
ETH 3313.37
USDT 1.00
SBD 3.15