দই চিড়ার রেসিপি

in Incredible Indialast month
IMG_20240426_105533.jpg

হ্যালো স্টিমিট বন্ধুরা

এই গরমে অতি মজাদার ও স্বাস্থ্যসম্মত একটি রেসিপি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা। এই গরমে চিড়া যে কি পরিমাণ উপকার তা বলে বোঝানো যাবে না। আর আজকের রেসিপিতে যে দই টি‌ ব্যবহার করেছি সেটা আমি আমার নিজের হাতে তৈরি করেছি।আমি গরম আসলেই বেশিরভাগ সময় নিজের হাতের তৈরি দই খেয়ে থাকি। তাছাড়া আমি দুধ জাতীয় খাবার হজম করতে পারি না ।তাই দুধের পরিবর্তে দই টা ই বেশি খেয়ে থাকি ।আর দই হাড় ক্ষয় রোধে বিশেষ ভূমিকা পালন করে ।বিশেষ করে মেয়েদের বেশি বেশি দই খাওয়া উচিত । কারণ মেয়েদের হাড় ক্ষয়ের সমস্যা পুরুষের তুলনায় বেশি হয়।

এখন আমি উপস্থাপন করছি এই রেসিপিতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি এবং এর পরিমাণটাই বা কতটুকু ছিল।

IMG20240423113049.jpg
উপকরণও পরিমাণ
চিড়া১বাটি
গুড়পরিমাণ মতো
কলা২টা
দই১কাপ
লবণপরিমাণ মতো

প্রথম ধাপ:

এই রেসিপির প্রথমে যে কাজটি করতে হবে, তাহলো ভাল মতো চিড়া গুলোকে ধুয়ে নিতে হবে। তারপর কিছুক্ষন পানিতে ভিজিয়ে রাখতে হবে। এতে করে চিড়া গুলো নরম হবে। এরপর যে কাজটা করতে হবে,তা হলো এর মধ্যে পরিমান মতো দই, কলা এবং গুড় নিয়ে নিতে হবে।

IMG20240423113216.jpg

দ্বিতীয় ধাপ:

এ পর্যায়ে এসে সবগুলো উপকরণ ভালো করে মেখে নিতে হবে। তারপর কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলে ভালো হয়। আর যদি আপনি ইচ্ছে করেন সাথে সাথে খেয়ে ফেলতে ও পারেন। তবে ফ্রিজে রেখে দিলে খেতে একটু বেশি ভালো লাগে ।এই গরমে ঠান্ডা খাবার খেলে আলাদা একটু স্বাদ পাওয়া যায়। তাই আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম।

IMG20240423113811.jpg

তৃতীয় ধাপ:

ফ্রিজ থেকে বের করে , ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে এই দই চিড়া ‌। এই দই চিড়া শরীরকে ঠান্ডা রাখতে অনেক সাহায্য করে। তাই এই গরমে প্রায় প্রতিদিনই এই খাবারটি সকালে বা বিকেলে অনায়াসে খাওয়া যায়‌। আমার কাছে খুব ভালো লাগে যতদিন গরম থাকবে আমি এই রেসিপিটি নিজেও খাই এবং পরিবারের অন্যান্য সদস্য তৈরি করে দেই।

তাছাড়া চিড়া, দই ,কলা ,সব মিলে একটা সুষম খাবার তৈরি হয়, যা শরীরের পুষ্টি চাহিদা পূরণে অধিক ভূমিকা পালন করে। এই গরমে নানা ধরনের পেটের সমস্যা দেখা দেয়। আরে দই চিড়া এই ধরনের সমস্যা সমাধানে অধিক বেশি কার্যকর।

তাই আমি মনে করি আপনারাও সময় সুযোগ করে এটি তৈরি করে খেয়ে দেখতে পারেন। আর এটি যেহেতু স্বাস্থ্যসম্মত একটি খাবার। তাই কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম।তবে ‌ যাতে ডায়াবেটিস রয়েছে তারা হয়তো গুড় টা বাদ দিতে পারেন।

বন্ধুরা এই ছিল আমার দই চিড়ার রেসিপি । যা আপনারা খুব অল্প উপকরণ দিয়ে এবং অল্প সময়ের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন‌ বলে আমার বিশ্বাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে তরল জাতীয় খাবার পাবেন।
ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...
 last month 

বাংলাদেশের যা গরম পড়ছে তার জন্য উপযুক্ত একটি খাদ্য রেসিপি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন, সাধারণত আমরা জানি চিড়া খেলে আমাদের শরীর অনেক ঠান্ডা থাকে তার সাথে আছে আবার দই এবং একটি কলা যা গরমের জন্য অনেক উপকারিতা শরীরের জন্য, খুব সুন্দর একটি রেসিপি উপস্থাপনা করার জন্য ধন্যবাদ।

 28 days ago 
  • একদম ঠিক বলেছেন বাংলাদেশের আবহাওয়া দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে। আর এই গরমে এ ধরনের খাবার খুবই উপকারে আসে। সেজন্য এই রেসিপিটি শেয়ার করেছি।
 last month (edited)

সত্যি আপনার দই চিড়ার রেসিপি টা খুব সুন্দর হয়েছে। দই চিড়া খেতে আমার অনেক ভালো লাগে। আর আমার মনে হয় দই চিড়া স্বাস্থ্যের জন্য অনেক উপকার। বিশেষ করে এই গরমে দই চিড়া শরীরের জন্য খুব ভালো।

সুন্দর রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 28 days ago 
  • নিঃসন্দেহে একটি আদর্শ খাবার। তাছাড়া এই গরমে দইরা শরীরের অনেক উপকারে আসে। আর যারা গ্যাস্ট্রিকের সমস্যা ভুগছে তাদের জন্য এটি একটি মহা ঔষধ।
 last month 

বর্তমান যে গরম পড়ছে আর এই গরমে দই খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ উপকারিতা ৷ তাছাড়াও আপনি দই চিড়ার রেসিপি আমাদের মাঝে উপাস্থাপন করেছেন দেখে বেশ ভালো লাগলো ৷

যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 28 days ago 
  • একদমই তাই হচ্ছে বর্তমান সময়ের জন্য উপযুক্ত একটি খাবার। আর এটি একটি আদর্শ খাবার। তাই আমি ইচ্ছা করেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি।
 last month 

গরমের সময় খাওয়ার খাওয়ার জন্য একটা পারফেক্ট জিনিস হল দই চিড়া আর কলা।
দইকে বলা হয় সুপার ফুড। এটা মানব দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা খাবার এবং চিড়া আমাদের দেহে কার্বোহাইড্রেটের অভাব পূরন করে আর এর সাথে যোগ হয় কলার পুষ্টিগুণ।সব মিলিয়ে একটা চমৎকার খাবার।

দই নিজে বানিয়ে খাওয়াটা খুবই ভালো। আর এটা বানানোটাও এমন কঠিন কিছু না।
মাঝে মাঝে আমিও দই বানিয়ে থাকি। তবে দুই ছেলেটা আমার বাসায় খুব একটা খাওয়া হয়না কারণ আমার ছেলের কেউ পছন্দ করে না।

তবে আমার হাজবেন্ডের খুব প্রিয় একটা খাবার। সে রোজার সময় প্রায়ই খায় তবে এবছরটা কিভাবে যেন মিস করে গেছে।
চমৎকার একটা খাবারের রেসেপি আমাদের সাথে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন সব সময়।

 28 days ago 

" আসলেই আপু এই গরমে দই বানানো কোন ব্যাপারই না তাছাড়া আমাদের বাসায় কমবেশি সবারই পছন্দের তালিকায় থাকে থাকে এই খাবারটি। তাই সময় সুযোগ মতো বানিয়ে নেওয়াটাই ভালো।

 last month (edited)

যখন জানলাম আপনি নিজের হাতের দই খেতে পছন্দ করেন তখন মনে দই বানানোর রেসিপিটা জানার ইচ্ছা প্রকাশ করছি আপনার নিকট।

শুনেছি গরমের সময় চিড়া ভিজিয়ে খেলে নাকি শরীর ঠান্ডা থাকে। ভালো লাগলো আপনার দই চিড়ার রেসিপি পড়ে সেই সাথে বোনাস হিসাবে দই এর কিছু গুনাগুনও বলেছে যেটা জানতে পেরে ভালো লাগলো।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

 28 days ago 

,* ইনশাল্লাহ একদিন তুমি বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তবে খুব বেশি কঠিন কাজ নয় একটু কৌশল অবলম্বন করলেই বানিয়ে ফেলা যায়। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.030
BTC 68324.35
ETH 3763.76
USDT 1.00
SBD 3.63