লেভেল ৩ হতে আমার অর্জন - By @saikat890

in আমার বাংলা ব্লগlast year (edited)

হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন ?আশা করি, আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন ।আজ আমি লেভেল ৩ হতে আমার অর্জন আপনাদের সবার মাঝে উপস্থাপন করছি ।লেভেল ৩ সকল প্রফেসরদের আমি ধন্যবাদ জানিয়ে আমার পোস্ট লেখাটি শুরু করছি।

IMG20230524004535.jpg

১ প্রশ্নঃ মার্কডাউন কি?

উওর: মার্কডাউন হলো নিজের লেখাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করতে হলে লেখাটিকে আরো দৃষ্টিনন্দন করতে চাইলে যে কোড ব্যবহার করতে হয় তাকে বলে। যেমন আমরা কারো সাথে দেখা করতে গেলে সুন্দর জামা প্যান্ট ভালো জুতা পরিধান করে তাদের সামনে নিজেকে উপস্থাপন করে থাকি কারণ আমরা সব সময় নিজেকে অন্যের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে ভালোবাসি। তাহলে মার্কডাউন হলো নিজের লেখাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং লেখাগুলোর প্রতি আরো আকর্ষণ বৃদ্ধি করার জন্য যে টেক্সট ফরম্যাট।

২ প্রশ্ন :মার্ক ডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ?

উত্তর: আমাদের লেখাগুলোকে সুন্দরভাবে সবার মাঝে উপস্থাপন করার জন্য লেখার মাঝে কিছু পয়েন্ট হাইলাইট করতে চাইলে, নির্দিষ্ট কিছু লেখা বোল্ট/ইতালিক করতে চাইলে, আমাদের মার্কটাও ব্যবহার করতে হবে। যেমন ধরুন আমরা এই পৃথিবীতে নিজেদের আলাদা আলাদা ভাবে উপস্থাপন করতে ভালোবাসি। আমারা সাধারনত যে লেখাগুলো লিখ থাকি তা পাঠকের কাছে আরও সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য এবং দৃষ্টি আকর্ষণ করে তোলার জন্য আমার একাক জন একেক ভাবে মার্কডাইন ব্যবহার করে থাকি। কারণ মার্কডাইন ব্যবহারের ফলে আমাদের লেখাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং লেখাগুলোকে পরিপাটি করে তোল,যা পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য করবে।

৩ প্রশ্ন: পোস্টটি মধ্যে মার্কডাইনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমাণ করে দেওয়া যায়?

উত্তর: পোস্টটি মধ্যে মার্কডাইনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে লের পপ্রথমে চারটা স্পে অথবা ব্র্যাক স্ল্যাশ(/) দিয়ে দৃশ্যমান করা যেতে পারে।
৪:প্রশ্ন: নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে মার্কডাউন কোনগুলো উল্লেখ করুন?
উওর:|cserl |posts|steem power|
|.....|.....|.....|
|User|10|500|
|User|20|900|

৫ প্রশ্ন:র্সোস উল্লেখ করার নিয়ম কি?

উত্তর:প্রথমে থার্ড ব্র্যাকেট এর মধ্য [র্সোস] লিখব এবং তারপরে ফাস্ট ব্র্যাকেট এর ভিতর (লিংক) বসিয়ে দিব তাইলে হয়ে যাবে।

৬ প্রশ্ন: বৃহৎ হতে ক্ষুদ্র ত্রিমকভাবে ১ হতে ৬পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন?

Header 1

Header 2

Header 3

Header 4

Header 5
Header 6

৭ প্রশ্ন: টেক্সট জাস্টিফাট মার্ক ডাউন কোড কি লিখুন?

উত্তর:

এখানে আপনার লেখাগুলো থাকবে

৮ প্রশ্ন: কনটেন্টের টপিকস নির্বাচন কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত?

উত্তর:
১:জ্ঞান
২:অভিজ্ঞতা
৩:সৃজনশীলতা

৯ প্রশ্ন: কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকার জরুরী কেন?

উত্তর: যে বিষয়ের উপর আমাদের সঠিক জ্ঞান,অভিজ্ঞতা অথবা দক্ষতা বেশি রয়েছে সেই সব বিষয়ের কনটেন্ট তৈরি করা উচিত। আমরা যে বিষয়ে কম জানি সেটি আমরা সবার মাঝে সঠিকভাবে উপস্থাপন করতে পারি না। ধরুন আপনি রেসিপি তৈরি করতে চাইলেন কিন্তু আপনি যে রেসিপি তৈরি করতে চান সেটি সঠিকভাবে আপনি জানেন না সেহেতু আপনি এটি সবার মাঝে সঠিকভাবে উপস্থাপন করতে পারবেন না। তাই কোন টপিকস এর উপর ব্লগ লিখতে হলে সেই টপিকস উপর যথেষ্ট জ্ঞান থাকে আমাদের এখন তো জরুরি।

১০ প্রশ্ন: ধরুন প্রতি steem কয়েনের মূল্য0.50 আপনি একটি পোষ্ট$7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত$[USD] কেউরেশন রেওয়ার্ড পাবেন?

উত্তর: কিউরেটরদের যেহেতু SP দেওয়া থাকে সাধারণত। আমি যদি$7 এর ভোট প্রদান করি তাহলে তার অর্ধেক$3.5 সমমূল্যের SP পাব। আবার অন্যদিকে steem কয়েলের মূল্য$.50 হয় সে ক্ষেত্রে আমি SP পাবে=(3.5÷50)=7SP

১১ প্রশ্ন: সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?

উত্তর: পোস্ট পাবলিশ হওয়ার পাঁচ মিনিট পর এবং ছয় দিন বারো ঘন্টার আগে ভোট দিতে হবে। তাইলে সর্বোচ্চ কুররেশন রেওয়াড হওয়া যাবে।

১২ প্রশ্ন: নিজে কেউরেশন করলে বেশি আর্ন হবে। নাকি@Heroism এর ডেলিগেশন করলে বেশি আর্ন হবে?

উত্তর: আমার কাছে যদি স্টিম পাওয়ার কম থাকে আর এই কম স্টিম পাওয়ার দিয়ে কোন পোস্টে ভোট দিয়ে থাকি তাহলে হয়তো এক বা দুই সেন্ট এর রিওয়ার্ড পেতে পারি। না হয় তার থেকে কম রেওয়ার্ড পেতে পারি কিন্তু আমরা@Heroism কে ডেলিগেশন করে থাকি তাহলে@Heroism তার ক্ষমতার বিশাল গুনে বাড়িয়ে কোয়ালিটি সম্পূর্ণ পোস্টে ভোট দিবে। এই ভোট থেকে যে কেউরেশন রেওয়ার্ড আর্ন হবে তা থেকে আমরা ডেলিগেশন SP ভিত্তিতে আমাকে রেওয়ার্ড দিয়ে দিবে। এই কারণে নিষসন্দেহে@Heroism কে ডেলিগেশন করলে বেশি আর্ন করা যাবে।

আজ এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি।

Sort:  
 last year 

লেভেল 3 থেকে আপনি অনেক কিছু অর্জন করেছেন ভাইয়া তা আপনার পোস্ট দেখে বুঝতে পারলাম। এবিবি স্কুলের প্রতিটি ক্লাস আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি ক্লাস মনোযোগ সহকারে করবেন। ধন্যবাদ আপনাকে আপনার জন্য অভিনন্দন রইল।

 last year 

লেবেল তিনের টপিক গুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যে যত বেশি ভালো হবে আয়ত্ত্ব করতে পারবে নিজের জন্যই ভালো হবে। আশা করি আপনি খুব ভালোভাবে লেভেল ৩ বুঝতে পেরেছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। আশা করছি পরবর্তীতে লেভেল গুলো খুব ভালোভাবে পার করবেন।

 last year 

দাদা আপনার পোষ্টের লেখাগুলো পড়ে মনে হচ্ছে, আপনি লেভেল 3 বেশ ভালোভাবে আয়ত্ত করতে সক্ষম হয়েছেন। আমি আশা করি, আপনি খুবই দক্ষতার সাথে সামনের লেভেল গুলো পাস করতে সক্ষম হবেন।

 last year 

আপনি তো দেখতে দেখতে লেভেল থ্রি পার করে ফেলছেন। লেভেল থ্রি থেকে আপনি অনেক কিছু অর্জন করেছেন দেখে অনেক ভালো লেগেছে। লেভেল থেকে অনেক কিছু শিখার আছে আমাদের সকলের যা পরবর্তীতে স্টিমিট প্ল্যাটফর্মে কাজ করতে অনেক সুবিধা হয়। অনেক শুভকামনা রইল আপনার জন্য এভাবে এগিয়ে যান আশা করি আপনি সফল হবেন।

 last year 

জাস্টিফাই কোডিং ও হেডার কোডিং গুলো শো করতে হবে ভাই, বাকি সব ঠিক আছে।

 last year 

আপনি তো দেখছি খুব সুন্দর ভাবে লেবেল থ্রির পরীক্ষা দিয়েছেন। আশা করি এভাবে আপনি প্রত্যেকটা ক্লাস সম্পূর্ণ করে ভেরিফাইড মেম্বার হয়ে যাবেন এবং আমাদের সাথে একসাথে ভালো ভাবে কাজ করবেন প্রতিনিয়ত। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.027
BTC 60678.52
ETH 2339.38
USDT 1.00
SBD 2.48