রঙিন একটি ফুল গাছ অংকন।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
🤗হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি ।
ছবি অংকন করতে আমার অনেক ভালো লাগে এটি আমার সব থেকে ভালোলাগার একটি কাজ। আমি ছবির মাধ্যমে সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য ও তার সাথে ফুল পশুপাখি সবকিছু অঙ্কন করতে অনেক বেশি পছন্দ করি। বিশেষ করে প্রকৃতির সৌন্দর্য তুলে ধরতে পারলে আমার অনেক ভালো লাগে তাই আমি যখনই অবসর সময় পাই তখনই আমার ছবি অঙ্কন করতে মন চায়। ঠিক তেমনি আজকে অবসর সময় বসে থাকতে থাকতে হঠাৎ করে মনে হলো যে একটি ফুল গাছ অঙ্কন করি। ফুল গাছ অঙ্কন করে তা রং দিয়ে ফুটিয়ে তুললে এটি মনে হয় যেন অনেক সুন্দর একটি ফুল। তাই আমি খাতা পেন্সিল ও রং নিয়ে বসে পড়ি আমার পছন্দের একটি ফুল গাছ অঙ্কন করার জন্য। আজকে ফুল গাছ অঙ্কন করে আপনাদের সবার মাঝে তুলে ধরলাম আশা করি সবার ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
১.সাদা কাগজ
২. পেন্সিল
৩. রাবার
৪. রং
ধাপ -১
ফুল গাছ অংকনের জন্য প্রথমে আমি সাদা পাতায় পেন্সিল দিয়ে বড় একটি ফুল অঙ্কন করে নিলাম।
ধাপ -২
এবার আমি ফুলটি চারপাশে কিছু পাতাঙ্কন করে দিলাম ও তার উপরেই আরো দুইটি ছোট ছোট ফুল অঙ্কন করে দিলাম।

ধাপ -৩
ফুলটির চারপাশে আমি আরো অনেকগুলো ডাল-পালা অঙ্কন করে নিলাম ও ডালগুলোতে ছোট ছোট ফুলের করি অঙ্কন করে দিলাম।
ধাপ -৪
ফুলের কলি ও ফুলগুলো চারপাশে আমি আরো ছোট ছোট ফুল অঙ্কন করে তা চারপাশে পাতা অঙ্কন করে দিলাম।
ধাপ -৫
এবার আমি ফুলের চারপাশে আরো অনেকগুলো ফুল, পাতা ও ফুলের কলি অংকন করে দিলাম।

ধাপ -৬
অঙ্কন করা ফুল ফুল গাছগুলোর সবগুলো ডাল আমি কালো রং দিয়ে রং করে দিলাম।

ধাপ -৭
বড় ফুলটির চারপাশের পাতা গুলোকে আমি সবুজ রং দিয়ে রং করে দিলাম।
ধাপ -৮
এবার আমি ফুলের চারপাশে অঙ্কন করা ছোট ছোট কিছু ফুল কমলা রং দিয়ে রং করে ফুটিয়ে তুললাম।
ধাপ -৯
অংকন করা ফুলটির ভিতরে যতগুলো পাতা আছে আমি সবগুলো পাতাকে সবুজ রং দিয়ে রং করে দিলাম।
শেষ ধাপ
সবার শেষে, বাকি ফুলগুলো আমি লাল রং দিয়ে রং করে ফুল গাছ কি অঙ্কন করা এখানে শেষ করলাম।
বন্ধুরা, আজকে আমার অংকন করা ফুল গাছটি সবগুলো ধাপ আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
Hi, Greetings, Good to see you Here:)