অন্যের ছোট দোষ গুলা গোপন করতে শিখুন।(কৃতকর্ম ই ফিরে আসে)|| 10% Beneficiaries @shy-fox ||
প্রথমেই সবাইকে জানাই সালাম,আদাব। সৃষ্টিকর্তার রহমতে আশা করছি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলেই ভালো এবং সুস্থ আছি।
❤️ সবার জন্য অবিরাম ভালোবাসা ❤️
আজকে আমি হাজির হয়েছি একটি লিখা নিয়ে।
লিখতে ভালা লাগোটা আমার বহুদিন এর। কেও যদি জিজ্ঞেস করে তোমার লিখার কারণ কি?
তাহলে আমার একটাই উত্তর আসবে তা হলো জানিনা।
তাহলে আজকের লিখাটা শুরু করি।
আজকের লিখার বিষয় হলো " অন্যের ছোট দোষ গুলা গোপন করতে শিখুন "।
★★"ছোট দোষ"★★
- দোষ কী:-,
কোনো কাজে কিংবা কোনো কথায় ভুল করাকে কিংবা যে কাজটি করা উচিত নয় সেই কাজটি করাই হলো দোষ।
আভিধানিক ভাষায় দোষের বিভিন্ন রকমের সংজ্ঞা কিংবা শব্দের অর্থ দেওয়া রয়েছে।শব্দের অর্থ আরো বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু দেওয়া রয়েছে। যেহেতু শব্দের অর্থ এর মধ্যেই বিভিন্নজনে দিয়েছেন। সেই ক্ষেত্রে আমি মনে করি আমার দেওয়ার খুব একটা প্রয়োজন নেই। কারণ যেই জিনিস গুলো একজন তুলে ধরেছেন সেই জিনিসগুলো আমি আবার একই ভাবে তুলে ধরতে চাই না। আমি চাই আপনাদের মাঝে নতুন কিছু তুলে ধরতে।
আমি আজকে ছোট ছোট দোষ গুলো নিয়েই কথা বলব।
কারণ আমাদের চলার পথে, আমাদের জীবনে চলার পথে আমাদের দ্বারা এবং আমাদের প্রত্যেকটা মানুষের দ্বারাই ছোট-বড় বিভিন্ন ভুল হয়ে থাকে। শুধু ছোট ছোট ভুল মানুষ বলতেই নয়, প্রত্যেকটি প্রাণীর দ্বাড়াই কোন না কোন ছোট বড় দোষ হয়ে থাকে।
আমরা আমাদের জীবনের চলার পথে প্রতিনিয়ত বিভিন্ন নতুন কাজের কিংবা বিভিন্ন নতুন জিনিষের মুখাপেক্ষী হই।
সব জিনিস যে আমরা আগে থেকেই চিনি এমনটা হয় না।
কিংবা সব কাজ যে আমরা আগে থেকেই করে থাকি এমনটা হয় না।
এমন অনেক কাজ থাকে যেগুলা আমরা বারবার করলেও কোন না কোন একটা সময়ে সেই কাজে ভুল করে থাকি তার কারণ আমরা মানুষ এবং মানুষ মাত্রই ভুল। সেই ভুল করাটাকেই মূলত দোশ হিসেবে ধরা হয়। কারণ ভুল করা অবশ্যই দোষ এর একটি পর্যায়। কারণ দোষ তখনই হয় যখন কোন কাজে ভুল কিংবা কুকর্ম হয়।
আমরা বিভিন্ন কাজের সময় কিছু ছোট দোষ করে ফেলি যেগুলো আমরা চাইলেও এড়াতে পারি কিংবা অনেক সময় এড়াতে পারি না। কিন্তু আসল কথা হলো আমাদের দ্বারা বিভিন্ন ছোট ছোট ভুল হতেই থাকে এবং আমরা মানুষ এই জন্যই এই গুলো আমাদের হয়। |
---|
★★"ভুল এবং দোষ একই নয়"★★
- ভুল কি
কোন কাজের একটি সু দিক এবং একটি তার বিপরীত দিক থাকে। কোন কাজের সুকাজের বিপরীতে যেই কাজটা আমরা করে ফেলি সেটাই হচ্ছে ভুল।
অথবা কোন একটি কাজ যেভাবে করা উচিত আমরা যখন সেইভাবে না করে অন্য ভাবে করে ফেলি সেইটাকেই বলা হয় ভুল।
- দোষ কি
দোষ এর অপর নাম অপরাধ বলা যায়।
এইটা আমার মতামতের ভিত্তিতে।
আমরা বিভিন্ন সময় এমন কিছু ভুল করে থাকি। যেই ভুল গুলা অনেকটা দোষের পর্যায়ে পরে যায়।
- ভুল এবং দোষ
ভুল এবং দোষ কিন্তু একই না।ভুল হতে পারে সামান্য বা ভুল হতে পারে বড়।কিন্তু সব ভুল দোষ এর পর্যায়ে যায়না।যেমন আপনি ভুল করে কোনো কাগজ ফেলে দিলেন,এটা ভুল।তবে,আপনি কোনো জানা কাজকেও নিজের ভুলের কারণের ক্ষতি সাধন করলেন,তাহলে তা দোষ।দোষের মানে অপকর্ম,কু কর্ম। |
---|
দোষ এবং ভুলের মাঝে পার্থক্য আছে।
★★"অন্যের ছোট দোষকে বাড়ানো উচিত না"★★
আমাদের মাঝে আমরা এমন অনেক মানুষ আছি যারা অন্যের দোষ খুঁজে বেড়াই।যেমন ধরেন আমার কোনো মানুষ একটু অপ্রিয়।অর্থাৎ আমার কাছে তেমন প্রিয় নয়।
এখন সে কোনো ভুল কাজ করে ফেলেছে।
এখন আমার মূল কাজ হবে তার দোষ ধরা।
অন্যের ছোট দোষকে বাড়িয়ে বলার প্রবণতা অনেকের মাঝেই আছে।এই প্রবণতা অত্যন্ত অন্যায়কর্ম। |
---|
★★"অন্যের ছোট দোষ গুলা গোপন করতে শিখুন ""★★
অন্যের ছোট দোষকে গোপন করা শিখা উচিত আমাদের।
কারণ আমাদের সবার মধ্যেই অনেক ছোট বড় অনেক সমস্যা,ভুল, দোষ থাকেই।আমরা নিজেদের জানায়, অজানায় অনেক রকমের দোষ ও হয়তো করে ফেলি।
অনেক দোষ থাকে যে দোষ গুলা আহামরি বড় না কিন্তু দোষের পর্যায়েই পরে।
এখন আমাদের মধ্যে একটা প্রবণতা বেড়ে উঠছে তা হল অন্যের সামান্য দোষকে আমরা গোপন করার বদলে মানুষের সামনে আনি।যেই দোষটা কারো সামনে না আনলেও হত, সেই দোষটা আমরা ইচ্ছাকৃত ভাবে মানুষের আনি।এইটা ঠিক না! |
---|
অন্যের ছোট ছোট দোষগুলাকে মানুষের সামনে আনা ভালো কাজ না।আপনি যদি অন্যের সামান্য ছোট দোষ গুলা গোপন করেন তাহলে দেখবেন আপনার সামান্য দোষ গুলাও অন্যরা লুকাবে।কারণ আমাদের সকলের সৃষ্টিকর্তা সব দেখছেন,তিনি সবসময় সমান এবং ন্যায় বিচারক। |
---|
অন্যেরাও আপনাকেও সেই সম্মানটাই ফিরিয়ে দিবে।
নিজের কৃতকর্ম ই ফিরে আসবে।
সকলকে জানাই আন্তরিক ভাবে ধন্যবাদ।
নিজেদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন।
উত্তম চরিত্রের লোকের একটি বড় বৈশিষ্ট্য হলো তারা সব সময় অন্যের দোষ গোপন রাখে।।
রাসুল সাঃ বলেছেন যে ব্যক্তি অন্যের একটি দোষ গোপন রাখবেন। কেয়ামতের দিন আল্লাহ তার দশটি দোষ গোপন রাখবেন ।
এদিক দিয়ে হাদিসের ব্যাখ্যা অনুযায়ী অবশ্যই নিজের দোষ গোপন রাখতে হলে ,অন্যের দোষ গোপন রাখতে হবে ।এমন তো না যে আমরা সবাই একদম ফ্রেশ মানুষ, আমারাও
কিছু ভুল করে থাকি।।
ধন্যবাদ খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন🌹🌹
আপনার সম্পূর্ন পোস্টটি পড়ে একটি হাদিসের কথা মনে পড়ল। কোন এক হাদীস গ্রন্থে পড়েছিলাম যে ব্যক্তি তার অপর মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন করবে কাল কেয়ামতের দিন আল্লাহ তার দোষ ত্রুটি গোপন করবেন। সুন্দর শিক্ষনীয় এই পোষ্ট টি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।