খাবারের রিভিউ সেই সাথে ফটোগ্রাফি।||10% Beneficiaries @shy-fox||


প্রথমেই সবাইকে জানাই সালাম,আদাব। সৃষ্টিকর্তার রহমতে আশা করছি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলেই ভালো এবং সুস্থ আছি।


❤️ সবার জন্য অবিরাম ভালোবাসা ❤️


IMG_20211224_104216.jpg


ছবি তোলা লেখালেখি করার পাশাপাশি আমার আরো একটি কাজ খুবই ভালো লাগে। তা হল খাওয়া-দাওয়া করা, বিভিন্ন রেস্টুরেন্টে ভিন্ন ভিন্ন স্বাদের খাবার এর স্বাদ গ্রহণ করা। যা আমি প্রায় সময় করে থাকি। সেই রকম একটি দিন আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব।


সিরিয়াল গ্রিলারের প্রবেশদ্বার


IMG_20211224_104150.jpg

https://w3w.co/motels.rubble.deranged

DEVICE : POCO X3 NFC


এই রেস্টুরেন্টটি চট্টগ্রামের মোটামুটি নামি দামি একটি রেস্টুরেন্ট বলা চলে এবং আমাদের চট্টগ্রামে এই রেস্টুরেন্ট খুবই জনপ্রিয়। সেই কারণেই আমার মাঝে মধ্যে আসা হয়। বন্ধু-বান্ধবদের সাথেই বেশিরভাগ সময় রেষ্টুরেন্টগুলো ঘোরাঘুরি করা হয়। এটি হলো এই রেষ্টুরেন্টের প্রবেশদ্বার। দেখেই বুঝা যায় অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট।


রেস্টুরেন্ট এর একদিকের সোফাতে আমি


IMG_20211224_104228.jpg

https://w3w.co/motels.rubble.deranged

DEVICE : POCO X3 NFC


রেস্টুরেন্টে ঢুকে একটি খালি সিট দেখে বসে পরলাম আমি। বসে পরা মাত্রই বন্ধুকে বললাম আমার একটি ছবি তুলে দিতে। রেস্টুরেন্টের লাইটিং মোটামুটি ভালই লেগেছে আমার কাছে। যে কারণে ছবিগুলো ভালোই সুন্দর আসছিল।


ইন্টেরিয়র


IMG_20211224_104207.jpg

https://w3w.co/motels.rubble.deranged

DEVICE : POCO X3 NFC


এই রেস্টুরেন্টটির ইন্টেরিয়র টি অনেক সুন্দর। আমার কাছে রেস্তোরার ইন্টেরিয়র সুন্দর লেগেছে। তারা পুরো ইন্টেরিয়রটি কাঠ দিয়ে সাজানোর চেষ্টা করেছে এবং বিভিন্ন ওয়ালমেট ও ছিল কাঠের তৈরি। চেয়ার এর পরীবর্তে সোফা ব্যবহার করেছে যা অবশ্যই আরামদায়ক এবং পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত এবং অনেক ভালো লাইটিং আশা করি বুঝতে পারছেন কতটা দারুন একটি রেস্টুরেন্ট।


মেনু কার্ড


IMG_20211224_104404.jpg

https://w3w.co/motels.rubble.deranged

DEVICE : POCO X3 NFC


আমি এই মেনু কার্ড থেকে খাবার অর্ডার করেছি,
বারবিকিউ চিকেন উইংকস
এবং
ফায়ার ক্রেকার প্রন
এবং
কোক।
দাম:- ১৮০+২৫০+৪০+৪০=৫১০ বিডিটি।


স্পুন ডেকোরেশন


IMG_20211224_104356.jpg

https://w3w.co/motels.rubble.deranged

DEVICE : POCO X3 NFC


এই স্পুন ডেকোরেশন টি আমার কাছে ভাল লেগেছে। বিভিন্ন রেস্টুরেন্ট এ এমনিতেই টেবিলের পাশের একটি কোনোএকটি জায়গায় কোনরকমে চামচ, ছুড়ি সবকিছু রেখে দেয়। কিন্তু ওরা ওদের এই ব্যাপারটি খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে।খাওয়ার আগে মানুষ যেটা দেখবে সেটা হচ্ছে সৌন্দর্য।


কনটাক্টলেস মেনু


IMG_20211224_104347.jpg

https://w3w.co/motels.rubble.deranged

DEVICE : POCO X3 NFC


এই রেষ্টুরেন্টের এই কন্টাক্টলেস মেনু তৈরী করা হয়েছে করোনাকালীন সময়ে। যাতে এক মেনুতে অনেকের হাত না লাগে।করোনাকালীন সময়ে দূরত্ব বজায়ের কথা বলা হয়েছে।বারবার ওয়েটারদের যেনো এসে মেনু দিতে না হয় সেই কারণে এটি স্ক্যান করলেই পুরো মেনু চলে আসে এবং সেই মাধ্যমে এবং সেখানে সুন্দরভাবে অর্ডার করা যায়। যেটা আমি মনে করি এই করোনার সময়ে খুবই ভাল একটি উদ্যেগ নিয়েছেন। এবং তারা যুগের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করেন এটা প্রশংসনীয়।


খাবার সামনে আমি


IMG_20211224_104337.jpg

https://w3w.co/motels.rubble.deranged

DEVICE : POCO X3 NFC


এই ছবিটি আমি মূলত আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলের সঙ্গে শেয়ার করার জন্যই তুলেছিলাম। আমার সামনে যে খাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এর আগে আমি এই রেষ্টুরেন্টের এই খাবারগুলো ট্রাই করে দেখি নি। সেই কারণে আমি আগেই বলতে পারছিলামনা খাবারগুলোর স্বাদ কেমন হবে। কিন্তু খাবার গুলো দেখে এবং খাবার গুলোর ঘ্রাণের মাধ্যমে আমার মনে হচ্ছিল যে খাবারগুলো অনেক দারুন খেতে হবে।


খাবার


IMG_20211224_104307.jpg

https://w3w.co/motels.rubble.deranged

DEVICE : POCO X3 NFC


অর্ডার করা খাবারগুলো।


ফায়ার ক্রেকার প্রন


IMG_20211224_104324.jpg

https://w3w.co/motels.rubble.deranged

DEVICE : POCO X3 NFC


এইটার দাম নিয়েছে আড়াইশো টাকা অর্থাৎ আমি যদি হিসেব করি তাহলে হচ্ছে ছয়টা চিংড়ি মাছের দাম পরেছে আড়াইশো টাকা। কিন্তু আমার কাছে কেন জানি না এই চিংড়ি মাছ গুলো অনেক বেশি ছোট মনে হয়েছে। আমি বুঝাতে চাইছি আড়াইশো টাকা দিয়ে এত ছোট ছোট ছয়টা চিংড়ি মাছ খাওয়ার কোনো মানে হয় কিনা আমি জানি না। তবে হ্যাঁ এটা ঠিক যে এটার টেস্ট টা ভালো। তবে আড়াইশো টাকা হিসেবে তেমন ভালো আমি বলতে পারছিনা।


বারবিকিউ চিকেন উইংগস


IMG_20211224_104315.jpg

https://w3w.co/motels.rubble.deranged

DEVICE : POCO X3 NFC


এইটার স্বাদ একেবারেই আলাদা ছিলো।এতো মজার ছিলো আমার সময় থাকলে আমি আরো একটা অর্ডার দিয়ে খাইতাম।এটা ঝাল,টেস্ট সব কিছুর ছিল একদম একশ পার্সেন্ট পারফেক্ট।
এতো বজার উইংগস আমি অনেকদিন পর খাইলাম।


ফায়ার ক্রেকার প্রন খাওয়ার সময়


IMG_20211224_104257.jpg

https://w3w.co/motels.rubble.deranged

DEVICE : POCO X3 NFC


যেহেতু এত দাম দিয়ে কিনেছি সেহেতু সব খেয়ে শেষ করাই আমার কাছে মনে হয়েছে বুদ্ধিমানের কাজ হবে। সেই কারণে আমি খাচ্ছিলাম আর আমার বন্ধু আরও কিছু অর্ডার করেছিল। সে সেই খাবারগুলোর জন্য অপেক্ষা করছিল আর সেই ফাঁকে আমার একটা ছবি তুলে ফেলল।


ফায়ার ক্রেকার প্রনের সাথে সস


IMG_20211224_104247.jpg

https://w3w.co/motels.rubble.deranged

DEVICE : POCO X3 NFC


এই সসটি প্রথমে দেখে ভেবেছিলাম এটা হয়তো সাধারণ টমেটো সস। কিন্তু মুখে দেওয়ার পর বুঝলাম এটা এটা তাদের নিজেদের তৈরি করা সস এবং খেতে অনেক মজা ছিল।


উইংগস এবং কোক


IMG_20211224_104238.jpg

https://w3w.co/motels.rubble.deranged

DEVICE : POCO X3 NFC


এই বারবিকিউ উইংগসের সাথে কোক খাওয়ার মজাটাই আলাদা।


আজকের বিষয়ঃ খাওয়া-দাওয়া


সকলকে জানাই আন্তরিক ভাবে ধন্যবাদ।
নিজেদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন।



Sort:  

ভাইয়া অনেক সুন্দর একটা পোস্ট শেয়ার করেছেন। খাবারের রিভিউ সেইসাথে ফটোগ্রাফি। সুন্দর সুন্দর খাবার পরিবেশন দেখে নিজেরই জিভে পানি চলে আসলো। অনেক সুন্দর খেয়েছেন তা দেখেই বোঝা যাচ্ছে। একা একা খেলেন ভাইয়া বললেন না একবারও। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা রিভিউ পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।

 2 years ago 

অসাধারণ একটি রেস্টুরেন্টে রিভিউ দিয়েছেন ভাই, প্রতিটা ধাপে এত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দেখতে খুব সুন্দর লাগছে। বিশেষ করে খাবারগুলোর আইটেম খুবই স্পেশাল মনে হচ্ছে। আপনার খাবার গুলো দেখে জিভে জল চলে আসলো। এভাবে একা একা খাওয়া কিন্তু ঠিক না, একা একা খাইলে দরজা বন্ধ করে খেতে হয়। হাহাহাহা.... । অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে এত সুন্দর একটি রেস্টুরেন্টে রিভিউ শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

শুধু আপনি না ভাই অধিকাংশ লোকই খাওয়া দাওয়া করতে পছন্দ করে। হোটেল টার ইন্টেরিয়র তো খুবই সুন্দর। এবং খাবারের ছবিগুলো দারুণ তুলেছেন। খুবই লোভনীয় লাগছে।

এবং সেই সাথে উপস্থাপনা টাও দারুণ হয়েছে। ধন্যবাদ ভাই আমাদের সাথে বিষয়টি শেয়ার করার জন্য।।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

খাবারের ছবি দেখেই জিভে পানি এসে যাচ্ছে। রেস্টুরেন্টগুলোর খাবারের স্বাদ অত্যন্ত সুস্বাদু হলেও দামটা বরাবর একটু বেশি থাকে। তবে এই রেস্টুরেন্টের খাবারের দাম আমার কাছে মোটামুটি সহনীয় পর্যায়ের মনে হল। সেইসঙ্গে আপনার তোলা ছবিগুলোও চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে

আপনি মনোযোগ দিয়ে আমার পোস্টটি পড়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। খাবারের দাম তত একটা বেশি না।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.12
JST 0.028
BTC 66304.75
ETH 3568.69
USDT 1.00
SBD 2.59