Diy Project (রঙিন কাগজ দিয়ে সূর্য তৈরি)

in আমার বাংলা ব্লগlast year
  • ১৪-১২-২০২২

  • বুধবার

আসসালামু আলাইকুম


হ্যালো আমার বাংলা ব্লগ বাসি। আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি বাংলাদেশ থেকে @sagor444 আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমার চমৎকার একটি আয়োজন নিয়ে। আমি সব সময়ই চেষ্ঠা করি আপনাদের কে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। ডাই প্রজেক্ট আমার ভীষণ ভালো লাগে এজন্য আজকে আবারও ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। ডাই প্রজেক্ট করতে ভীষণ আনন্দ উপভোগ করি। আজকে আমি আপনাদের সাথে ডাই প্রজেক্ট শেয়ার করবো। তো আমি রঙিন কাগজ দিয়ে সূর্য তৈরি করা দেখাবো। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।‌

20221214_223401.jpg


চলুন আর দেরি না করে শুরু করা যাক।

প্রয়োজনীয় উপকরণঃ--

20221214_212249.jpg

  • রঙিন কাগজ

  • কেচি

  • আটা

  • পেন্সিল


সূর্য তৈরীর প্রক্রিয়া চলছে

20221214_215622.jpg

20221214_215600.jpg

20221214_220016.jpg

20221214_220236.jpg


প্রথমে আমি রঙিন কাগজ গোল করে কাটবো। তারপর চোখ বানানোর ছোট ছোট করে গোল গোল করে কেটে নেবো। তারপর এইগুলা আটা দিয়ে সুন্দর করে লাগিয়ে দেবো।

সূর্য তৈরীর প্রক্রিয়া চলছে

20221214_215650.jpg

20221214_215529.jpg

20221214_221459.jpg


এবার মুখ আর জিব্বাহ বানানোর জন্য গোল কাগজের অর্ধেক কেটে নিলাম আর জিব্বাহ এক মাথা গোল করে ছোট করে কেটে নিলাম। তারপর চার রকমের কাগজ চিকন চিকন করে লম্বা ফালি করে কেটে নিবো।এই চিকন চিকন লম্বা কাগজগুলো গোল কাগজের চার দিকে মাঝ থেকে ভাঁজ করে লাগিয়প দিবো।

সূর্য তৈরীর প্রক্রিয়া চলছে

20221214_222925.jpg

20221214_223404.jpg


এবার সবকিছু লাগানো ঠিকঠাক হয়ে গেলে সুন্দর করে চোখটা পেন্সিল দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিবো। তো হয়ে গেল আমার সূর্য বানানো।

আশাকরি আপনাদের সবার রঙিন কাগজ দিয়ে সূর্য তৈরি দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

1000004042.jpg

সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাস্যামস্যাং এ ১৩
ক্যামেরাম্যান@sagor444
Sort:  
 last year 

সত্যিই diy প্রজেক্ট করে বেশ আনন্দ পাওয়া যায়।আপনার diy টি সুন্দর হয়েছে।বিশেষ করে সূর্যের মুখশ্রী বেশ কিউট দেখতে লাগছে,ধন্যবাদ আপনাকে।

 last year 

জি আপু ডাই প্রজেক্ট বানাতে অনেক আনন্দ লাগে। এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। কাগজের তৈরি জিনিস গুলো দেখতে বেশ ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

জি ভাই রঙিন কাগজ দিয়ে যে কোনো জিনিস তৈরি করলে অনেক সুন্দর দেখায়। এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

আপনাকে আমি আগেও বেশ কয়েকবার বলেছি, আজকে আবারো বলছি। একটু নিয়মিত হন। প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বাহানা দিয়ে এভাবে ইনএক্টিভ থাকার কোন মানেই হয় না। থাকলে অ্যাক্টিভলি ভাবে কাজ করুন এতে আপনার অসুবিধা হবে আমাদের সুবিধা হবে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 63799.64
ETH 3130.40
USDT 1.00
SBD 3.97