||বড় ভাইদের সাথে পিকনিক||

in আমার বাংলা ব্লগ2 years ago

১১-০৩-২০২৩

  • শনিবার
  • হ্যালো বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাই-বোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সালাম জানাই। সকলের সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট ম্যাচে বড় ভাইদের সাথে খাওয়া দাওয়া আয়োজন ।

আশা করি আপনারা আমার আজকের পোষ্ট আপনাদের ভালো লাগবে ।


20230308_003020.jpg

চলুন আর দেরি না করে শুরু করা যাক

আজকে হটাৎ করে এক বড় ভাই বললো আজকে সবারই তো কাজ শেষ সবাই মিলে ছোট খাটো একটা খাওয়া দাওয়ার আয়োজন করা যাক। ওই বড় ভাইয়ের কথাতে সবাই রাজি হয়ে গেলাম। আসলে এই রকম সবাই মিলে এই রকম আনন্দ উল্লাস করার মজাই আলাদা। সবাই মিলে এই রকম আয়োজন আজকেই প্রথম করছি। আমি ঢাকা মধ্য বাড্ডা নতুন একটা বাসাই ২ মাস হলো এসেছি এখানে বড় ভাইয়েরা অনেক আগে থেকেই থাকে। এই দুই মাসের মধ্যে এদের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে সবাই একসাথে হলে অনেক আড্ডা দেই।

20230307_233950.jpg

20230308_002012.jpg


20230308_001957.jpg

20230308_002002.jpg

20230308_003026.jpg

আজকে এক বড় ভাইয়ের কথা মতো সবাই মিলে একটা ছোটখাটো খাওয়া দাওয়া আয়োজনের ব্যবস্তা করলাম সবাই মিলে বিরিয়ানি খাওয়ার সিদ্ধান্ত নিলাম। সবার কাছ থেকে ১০০ টাকা করে আমরা ৮ জনে ৮০০ টাকা দিয়ে দুইটা পাকিস্তানি মুরগী,চাউল,ডাউল আর তেল এই তুলো কিনলাম আর বাকি জিনিস গুলো আমাদের রুমেই ছিলো। এশার নামাজ শেষ করে এসে আমরা ৩ জন রান্নার কাজে লেগে পরলাম। আসলে সবাই মিলে এই রকম নিজে রান্না করে খাওয়ার মজাই আলাদা। মাঝে মধ্যে এমন আয়োজন করলে নিজের কাছেও খুব ভালো লাগে। তো আজকের পোস্ট এখানেই শেষ করছি আবার আপনাদের মাঝে নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি সবসময়।


সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাস্যামস্যাং এ ১৩
ক্যামেরাম্যান@sagor444
w3wordshttps://w3w.co/infants.recruiter.famed
Sort:  
 2 years ago 

আপনার পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো। আসলে আমার মেস লাইফের কথা মনে পরে গেলো। আমরাও এভাবে হুটহাট পিকনিক আয়োজন করতাম। ৮০০ টাকা তুলে দিব্বি দারুন একটি খাওয়া দাওয়ার আয়োজন করলেন। দারুন লাগলো আপনাদের চমৎকার আয়োজন। ধন্যবাদ ভাই আমাদের সাথে চমৎকার পোস্টটি ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

পিকনিক মানেই মজার ব্যাপার আর সেটা যার সাথেই করা হোক। আপনি বড় ভাইদের সাথে পিকনিক করে খুব ইনজয় করেছেন দেখে খুব ভালো লাগলো। তবে সবচাইতে বেশি মজা হয় বন্ধু-বান্ধব মিলে পিকনিক করলে। ধন্যবাদ আমাদের মাঝে উপস্থাপন করার।

 2 years ago 

এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ভাই, নতুন মেসে এসে দুই মাসেই সকল বড় ভাইদের সাথে সুসম্পর্ক গড়ে তুলেছেন এবং তাদের সাথে পিকনিকের আনন্দে মেতে উঠেছেন দেখে খুবই ভালো লাগলো। আর পিকনিকের আয়োজনে মুরগির মাংসের লোভনীয় রেসিপির সাথে ভুনা খিচুড়িও তৈরি করেছেন। খেতে নিশ্চয়ই অনেক অনেক মজার হয়েছিল। আসলে সবাই মিলে এভাবে রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। যাইহোক ভাই, বড় ভাইদের সাথে পিকনিক খাওয়ার মুহূর্তটুকু শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 62685.52
ETH 2436.42
USDT 1.00
SBD 2.51