Important Notice For NFTs Creator || Pricing For NFTs || Tron Fan Club

in Tron Fan Club2 years ago

বাংলা ভার্সন - Bengali Version


সবাইকে সুস্বাগতম,


হ্যালো টিএফসি ফ্যান
আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার আজকের এই ব্লগটি এনএফটি ক্রিয়েটরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ, আমি এই পোষ্টের মাধ্যমে এনএফটির জন্য মূল্য নির্ধারণ কিভাবে করতে হবে সেটি আলোচনা করবো। আশা করি, এর ফলে আপনারা অনেক বেশি উপকৃত হতে পারবেন এবং আপনার এনএফটি-টি সহজেই বিক্রির উপযোগী করে তুলতে পারবেন।

তো চলুন শুরু করা যাক:-

Notice Black and Yellow Stripes Urban Instagram Post.png

This Thumbnail Created With:- Canva Pro



বর্তমানে আমাদের ট্রোন ফ্যান ক্লাবের অধিকাংশ ব্যবহারকারী এনএফটি ক্রিয়েটর। তারা প্রতিনিয়ত আমাদের সুন্দর সুন্দর আর্ট উপহার দিচ্ছেন। এই আর্টের কোয়ালিটি নিয়ে কোনো অবকাশ করার সুযোগ নেই। প্রতিটি আর্টের কনসেপ্ট যেমন নিখুঁত, ঠিক তেমনি কালার কম্বিনেশন ও দূর্দান্ত। এই আর্টগুলো অনেক বেশি সন্মান প্রত্যাশা করে। কিন্তু আমাদের লিমিটেড পাওয়ার থাকার ফলে নির্দিষ্ট পরিমাণ সাপোর্ট দিতে পারি।

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অনেক সুন্দর ও কোয়ালিটিফুল আর্ট করার পর ও তাদের এনএফটি বিক্রি করতে পারতেছেন না। এর কতগুলো কারণ আমি খুঁজে খুঁজে বের করেছি। এই ভুলগুলোর কারণে আপনাদের এনএফটিগুলো বিক্রি হচ্ছে না। এই ভুলগুলো যদি সংশোধন করা যায়, আশা করি খুব সহজেই ওইসব এনএফটি বিক্রি করা সম্ভব হবে।

নিচে কারণগুলো উল্লেখ্য করলামঃ-

  • মাত্রাতিরিক্ত দাম দেওয়া।

আমাদের এনএফটি ক্রিয়েটরদের মধ্যে আমি একটা কমন জিনিস খুঁজে পেয়েছি। তারা সবাই তাদের এনএফটি-তে অনেক বেশি দাম নির্ধারণ করে রাখে। শুরুতেই যদি একটি আর্টের দাম ৪০০$ দেওয়া হয়, তাহলে সেটা কেনার প্রবণতা খুব কম মানুষেরই থাকে। বর্তমান সময়ে মানুষ শখের বশে এনএফটি ক্রয় করে না। এনএফটি ট্রেডার সংখ্যা অনেক বেশি। এইসব ট্রেডারগণ এনএফটি ক্রয় করার পর অল্প লাভে এইসব এনএফটি বিক্রয় করে দেয়। কিন্তু যখন শুরুতেই কোনো এনএফটির দাম ৪০০$ বা তার বেশি হয়, তখন সেই ট্রেডার ওইসব এনএফটি কিনতে আগ্রহ দেখায় না।

আমি অনেক বড় বড় কালেকশনের এনএফটি দেখেছি, যাদের শুরুতে দাম ছিলো মাত্র ২-৫$। কিন্তু পরবর্তীতে তার দাম ১ মিলিয়ন ছাড়িয়ে গেছে। এর কারণ হচ্ছে, অধিক পরিমাণে এইসব এনএফটি ট্রেড হয়েছে। প্রথমে যে ২$ দিয়ে কিনেছিলো, সেই ট্রেডার ৫$ দামে বিক্রি করে দেয়। আবার যিনি ৫$ দিয়ে কিনেছিলো, সে ১৫$ দিয়ে বিক্রি করে দেয়। এভাবে পর্যায়ক্রমে তা চলতে থাকে।

image.png

আমি শুরুতেও বলেছি প্রতিবার এনএফটি ট্রেডিং এর ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থ ট্রেডিং কমিশন হিসেবে এইসব এনএফটি ক্রিয়েটরদের ওয়ালেটে যুক্ত হয়। এতে করে একজন ক্রিয়েটর কোনো অংশেই ক্ষতিগ্রস্থ হয় না, বরং প্রতিবার ট্রেডিং এইসব ক্রিয়েটর লাভবান হতে থাকে।

আশা করি, এর পরবর্তীতে আপনারা আপনাদের এনএফটিতে মূল্য নির্ধারণ করার সময় সচেতন হবেন। গভীর চিন্তা ভাবনা করার পরেই দাম বসিয়ে দিবেন। এমন দাম নির্ধারণ করবেন, যাতে করে অন্যদের কেনার সামর্থ্য থাকে এবং আপনার আর্টের কোয়ালিটির সাথে মানানসই হয়। আর একটা কথা মনে রাখবেন, এনএফটি ক্রিয়েটরগণ কোনো অংশেই ক্ষতিগ্রস্থ হয় না।

English Version


Greetings,


Hello dear TFC fans.
Hope everyone is doing well. Alhamdulillah I am also very well. This blog of mine today is going to be very important for NFT creators. Because, through this post I will discuss how to determine the price for NFT. Hopefully, you will be able to benefit a lot from this and make your NFTs easily marketable.

So let's get started:-

Notice Black and Yellow Stripes Urban Instagram Post.png

This Thumbnail Created With:- Canva Pro



Currently, most of our Tron Fan Club users are NFT creators. They are constantly gifting us with beautiful art. There is no compromise with the quality of this art. As the concept of each art is perfect, so is the color combination and awesomeness. These arts demand a lot of respect. But due to our limited power, we can provide a certain amount of support.

There are many of us who are unable to sell their NFTs after making lots of beautiful and quality art. I have found several reasons for this. Your NFTs are not selling because of these mistakes. If these mistakes can be corrected, hopefully it will be possible to sell those NFTs very easily.

I mentioned the reasons below:-

  • Overcharging.

I found one common thing among our NFT creators. They all set very high prices on their NFTs. If an art is initially priced at $400, very few people are likely to buy it. Nowadays people do not buy NFTs as a hobby. The number of NFT traders is huge. These traders after buying NFTs sell these NFTs at a small profit. But when an NFT is initially priced at $400 or more, the trader is not interested in buying those NFTs.

I've seen many large collections of NFTs that started at just $2-5. But later his price exceeded 1 million. The reason for this is that these NFTs have been traded in large quantities. The trader who originally bought for $2 sells for $5. And the one who bought for $5, sold for $15. In this way it continues in phases.

image.png

As I mentioned in the beginning, every time NFT trading is done, a certain amount of money is added to the wallet of these NFT creators as trading commission. By doing this, a creator does not suffer in any part, rather these creators continue to profit every time they trade.

Hopefully, after this you will be aware when pricing your NFTs. Set the price only after thinking deeply. Set a price that is affordable to others and commensurate with the quality of your art. One more thing to remember, NFT creators are not harmed in any way.



sagor bordar.png

Untitled-1s.jpg

A Few Words About Myself: -


I am Md. Abu Hena Sarkar. And my nickname is Sagor. I am an independent conscious boy. That always puts freedom first. I love writing, reading, photography, videography, analysis, and learning about the unknown. I am a sociable boy.

sagor bordar.png

Contact With Me:--

Facebook | Twitter | Discord | Youtube

sagor bordar.png

tfc banner.png


We're die-hard fan of Tron Blockchain


tfc-v.3-.gif

Sort:  

The post is very important for NF cricketers.I overpriced almost all of my art.Later I will take care when pricing.thank you so mutch for the post.take love Brother♥

ধন্যবাদ ভাই আপনাকে বাংলা ভার্সনে পোস্টটি তুলে ধরার জন্য।এবং আপনি বিষয়টা ক্লিয়ারলি ব্যাখ্যা করেছেন সাথে ভুল গুলো নোটেড করে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে।

I thought about this a lot. I can't decide the exact price even I would have set a price of my own choice. Learned a lot from your post today. It will even be more beneficial. Surely everyone will now be aware of setting a price for themselves.

ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করেছেন। আজ দীর্ঘদিন যাবৎ বিষয়টা নিয়ে আমি চিন্তা করতেছিলাম। আমি যখন প্রথম প্রথম আর্ট করি তখন ১০০০০$ পর্যন্ত দাম নির্ধারণ করতাম। বিষয়গুলো এখন মনে করতেছি ভাই। সঠিক দাম নির্ধারণ না করলে কোন দিনও এনএফটি বিক্রি হবে না। আরো অনেক আগে পোস্টটি পাইলে অনেক ভালো হতো। মনের অন্তস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাই ভাই গুরুত্বপূর্ণ বিষয়টা শেয়ার করার জন্য।

অনেক উপকৃত হলাম ভাই। আশা করি এর পর থেকে এই বিষয়টি মাথায় রেখেই দাম নির্ধারণ করবো৷ ধন্যবাদ আপনাকে ভাই।

Very important notice

 2 years ago 

অনেক সুন্দর এবং শিক্ষনীয় একটি পোস্ট। অনেক সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন এবং আশা করি আপনার পোস্ট থেকে অনেকেই উপকৃত হবে এবং তাদের আর্ট গুলো খুব সহজে এবং ভালো দামে বিক্রি করতে পারবে।

 2 years ago 

Thank you very much for your very important points in your post. I learned a lot after reading the post.

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.038
BTC 95135.46
ETH 3281.35
USDT 1.00
SBD 3.37