"নারী শিক্ষার গুরুত্ব এবং কর্মজীবন সর্ম্পকিত পর্যালোচনা নিয়ে || ১০%প্রিয় লাজুক খ্যাকের জন্য

আসসালামু আলাইকুম
আজ,১৬ অক্টোবর ২০২১ইং
রোজঃ শনিবার

প্রিয় বন্ধুরা,

কেমন আছেন আপনারা সবাই? সকলেই নিশ্চয়ই ভালো আছেন।আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।আজ আমি নারী শিক্ষার গুরুত্ব এবং কর্মজীবন সর্ম্পকিত পর্যলোচনা নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো।


Source

নেপোলিয়ন বলেছিলেন, " তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব"। নেপোলিয়নের এই উক্তির মাধ্যমে আমরা সবাই বুঝতে পারি নারী শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ। একজন শিক্ষিত নারী দেশ ও জাতির জন্য কল্যানকর।একজন শিক্ষিত মা তার সন্তানের খাদ্য ও পুষ্টির ব্যাপারে সজাগ থাকেন।তাছাড়া সন্তানদের তিনি সঠিক শিক্ষায় শিক্ষিত করে থাকেন।
আমাদের সমাজের অর্ধেক জনগোষ্ঠীই নারী।নারীদের বাদ দিয়ে কোনো উন্নয়ন সম্ভব হবে না।নারীদের শিক্ষার ফলে তারা বর্তমানে সব দিক দিয়ে পুরুষদের সাথে সমান তালে এগিয়ে চলছে। প্রায় সকল ক্ষেত্রে নারীরা অংশ নিচ্ছে ও যথাযথ দ্বায়িত্ব পালন করছে।জাতীয় জীবনের উন্নয়নেও মেয়েরা কোনোভাবেই পুরুষদের থেকে কম নয়।

তাইতো কবি নজরুল বলছেন-
" বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর"।
কিন্তু এতো কিছুর পরও আমাদের সমাজে নারীরা অবহেলিত। সর্বক্ষেত্রেই তারা সমান মর্যাদা পায় না।তাদের ফেলনা জিনিস হিসেবে ফেলে রাখা হয় ঘরের কোণে আমাদের সবার উচিৎ সকল গোঁড়ামি ভেঙে নারীদের শিক্ষিত করা,তাদের সমান মর্যাদা দেওয়া।

করোনা মহামারীর এই দুর্যোগের সময়ে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব।আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার পোস্ট শেষ করছি।সবাইকে ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

নেপোলিয়ন বলেছিলেন, " তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব"

একদম ঠিক আপু মা শিক্ষত হওয়া অতি জরুরি। কারন একজন মায়ের থেকে একজন বাচ্চা অনেক কিছু শিখে থাকেন।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।আমার পোস্টটি পড়ে ভালো মন্তব্য লেখনীর মাধ্যমে তুলে ধরার জন্য।

 3 years ago (edited)

আপনি যদি আমার বাংলা ব্লগ এর ডিসকর্ডে যুক্ত না হয়ে থাকেন তাহলে অতি দ্রুত যোগ দিন। সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় যেকোনো ধরনের সহায়তা পাবেন।

দাদা আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে সঠিক পথ দেখিয়ে দেয়ার জন্য।আমি কিভাবে ডিসকর্ডে যুক্ত হব।আমাকে ডিসকর্ডের লিংক দিলে ভালো হত।

 3 years ago 

এটা হচ্ছে আমাদের ডিসকর্ড লিংক-

https://discord.gg/5aYe6e6nMW

 3 years ago 

নারী শিক্ষার বিষয়ে খুব ভালো আলোচনা করেছেন। আমাদের বর্তমান সমাজে নারী শিক্ষা বেশ অনেকটা এগিয়েছে। একজন শিক্ষিত মা ই পারে একটি শিক্ষিত জাতি তৈরি করতে। খুব ভালো লিখেছেন।।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।ভালো মন্তব্য লেখনীর মাধ্যমে প্রকাশ করায়।

 3 years ago 

একটি শিক্ষিত মা ই পারে একটি শিক্ষিত জাতি প্রদান করতে। আপনি খুবই সুন্দর ভাবে একটি বিষয় তুলে ধরেছেন। নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম।

ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার পোস্টটি পড়ে ভালো মন্তব্য লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন।

অনেক সুন্দর নারী শিক্ষার গুরুত্ব নিয়ে পর্যালোচনা করেছেন।তবে একটা কথা সত্য একটি শিক্ষিত মা পারেই একটি শিক্ষিত সমাজ গরাতে। ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 67203.60
ETH 3513.52
USDT 1.00
SBD 3.20