Better Life with Steem|| The Diary Game|| 25 may 2024

in Incredible India3 months ago

হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি প্রত্যেকে অনেক ভাল আছেন সুস্থ আছেন,, আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি সুস্থ আসি। আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম একটি দিনের কার্যক্রম নিয়ে।

Picsart_24-05-26_17-18-12-937.jpg

বন্ধুরা বর্তমান সময়ে চলছে, অত্যধিক পরিমাণের তাপমাত্রা। বেশ কিছুদিন হয় বৃষ্টির কোন সম্ভাবনাই দেখছি না। আর এই গরম সহ্য করা অনেক কষ্টকর একটি ব্যাপার,, কিন্তু কিছু করার নেই সৃষ্টিকর্তা যা করেন সবার মঙ্গলের জন্যই। যাইহোক গতকালকে ঘুম থেকে উঠি ৮.০০ পর আর ঘুম থেকে উঠে দেখি রোদ উঠে গেছে।

IMG_20240525_164340.jpg

পরে প্রতিদিনের মতোই ফ্রেশ হয়ে নাস্তা করে কিছু সময় বসে থাকি। আর কিছু সময় বসে থাকার পর একটু ক্লিনিকে যাই যেহেতু বাসার কাছেই ক্লিনিক রয়েছে। আর গতকালকে বাচ্চাদেরকে টিকা দেওয়া হচ্ছিল। পরে সেখানে যেয়ে অনেকক্ষণ বসে থাকি আর আঙ্কেলদের সাথে গল্প করতে থাকি। আমি গেলে তারা অনেক খুশি হয় কারণ আঙ্কেল গুলো অনেক মজার মানুষ আর একত্রে বসে মজা করতে বেশ ভালো লাগে।

IMG_20240525_164756.jpg

পরে সেখানে বেশ কিছু সময় কাটিয়ে বাসায় চলে আসি, আর বাসায় আসার পর দেখি অনেক গরম লাগতেছে পরে একটা দই খাই। এই গরমের মধ্যে দই বা আইসক্রিম খেলে শরীর অনেক ঠান্ডা হয়ে যায়, তাই প্রতিদিনই আইসক্রিম বা দই খাওয়ায় হয়। পরে দই খেয়ে বাইরে কিছু সময় বসে থাকি আর গতকালকে একটু বাতাস ছিল। আর হ্যাঁ কিছু সময় পরে বাসার কিছু কাজ করি ভাইয়ের সাথে।

IMG_20240525_164244.jpg

তার কিছু সময় পরে দুপুরের খাবার খেয়ে নেই আর বর্তমান সময়ে অনেক গরম পড়েছে, তাই গোসল একদম বিকালে করি। আর খাবার খাওয়ার পর রুমে চলে আসি আর একটু শুয়ে থেকে ঘুমানোর চেষ্টা করি। কিছু সময় পরেই ঘুমিয়ে যায়, এই গরমে বেশি সময় ঘুম ও হয় না কারণ বিদ্যুৎ কিছু সময় পর পর চলে যায়। আর গরমের মধ্যে বিদ্যুৎ একটু বেশি যাতায়াত করে এটার জন্য আরো বেশি বিরক্তকর লাগে।

IMG_20240525_165038.jpg

আর ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে একটু বসে ছিলাম। এমন সময় একটা ভাই ডাকতে আসে মূলত তার গাড়ি আটকে গেছে। পরে আমি সেখানে যাই আর অনেকেই ছিল, পরে সবাই মিলে তার গাড়িটা উঠিয়ে দেয়। আর গাড়ি উঠিয়ে দিয়ে আমি বাসায় চলে আসি।

IMG_20240525_164836.jpg

বাসায় আসার পর, গোসল করে নেই আর বিকাল মুহূর্তে গরম কিছুটা কমে ছিল। আর গোসল করার পর একটু বাইরে হাঁটাহাঁটি করতে যায়। আর বাইরে কিছু সময় হাঁটাহাঁটি করে একটু দাদুর বাসায় যায়, সেখানে যেয়ে আমার ছোট আঙ্গুলের সাথে বসে অনেকক্ষণ গল্প করি। আর হ্যাঁ তাদের বাসায়ও কাজ চলছে, আসলে বর্তমান সময়ে প্রতিটি বাসায় কাজ চলছে। ভুট্টার কাজ আবার ধানের কাজ চলছে তাই প্রতিটা মানুষ একটু বেশি ব্যস্ত রয়েছে।

পরে আমি দাদু বাসা থেকে বাসায় চলে আসি, আর বাসায় এসে বোনের সাথে একটু বসে থেকে গল্প করে নাস্তা খেয়ে নেয়। আর নাস্তা খাওয়ার পর শুয়ে থেকে ফোন ব্যবহার করতে থাকি। আর এভাবেই আমি আমার গতকালকের দিনটি অতিবাহিত করি।।

Sort:  
Loading...
 3 months ago 

এতদিন বৃষ্টির কোনো সম্ভাবনা আমাদের এখানেও ছিলো না তবে আজ ঝড় উঠেছে ভীষণ। সারা বাংলাদেশেই হয়ত টের পাচ্ছে সেটা। বাচ্চাদের নিয়মিত টিকা দেওয়া আমাদের কর্তব্য। ওদের ভবিষ্যতের কথা চিন্তা করে এটা করা উচিত। এই ট্রাক্টরগুলো অনেক ঝুকিপূর্ণ চালানো।এগুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় না৷ ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 3 months ago 

আমাদের এখানেও ঝড়ের কিছু নমুনা এসেছে আশা করছি এই ঝড়ের কারণে গরম কিছুটা নির্মল হবে।। এটা আপনি একদম সঠিক বলেছেন টিকা দেওয়ার কারণে বাচ্চাদের ভবিষ্যৎ অনেক ভালো হয়।। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে কমেন্ট করার জন্য ভালো থাকবেন।।

 3 months ago 

এই ধরনের ট্রলি গুলোর শব্দ বিরক্তিকর হলেও এই যন্ত্র আবিস্কারের পর কিন্তু আমাদের দেশের চাষীদের অনেক উপকার হয়েছে, আগে এক বিঘা জমি গরু দিয়ে চাষ করতে ২ দিন লাগতো, আর এখন লাগে ২ ঘন্টা। তবে এই ইঞ্জিন যখন বগিতে লাগিয়ে মালাল্মাল নেয় তখন এর শব্দ বিরক্তিকর মনে হয়।

 3 months ago 

সত্যিই গত কয়েকদিন থেকে যে পরিমাণ রোদের তাপমাত্রা ছিল যা বলার মত নয়। আপনাদের ওদিকে দেখতে পেলাম ছোট বাচ্চাদের কে টিকা দেওয়া হচ্ছে। এই গরমে দই খেতে সবারই অনেক ভালো লাগে। গরমের মাঝে কারেন্ট চলে গেলে খুব বিরক্ত করা লাগে।
ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গাড়ি আটকে গেছিল সেখানে গিয়েছেন।

সারাদিনের মুহূর্তগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

প্রতিমাসে একবার করে টিকা দেওয়া হয় আর ক্লিনিক পাশে হয় আমি মাঝে মাঝে সেখানে যেয়ে বসে থাকে আর গল্প করি।। আর হ্যাঁ এই গরমের মধ্যে বিদ্যুৎ গেলে আমার মনে হয় প্রতিটি মানুষই বিরক্ত মনে করা কিন্তু কিছু করার নেই আমাদের বিদ্যুৎ গেলে।।

ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন।।

 3 months ago 

আপনার বাসার পাশে ক্লিনিক সেটা আপনার অনেকগুলো পোস্টে আমি পড়েছিলাম। সেখানে গিয়ে আপনি আঙ্কেল দের সাথে খুব সুন্দর মুহূর্ত পার করেছেন। একদমই ঠিক বর্তমান সময়ে প্রচুর পরিমাণে গরম, আর এই গরমের মধ্যে আইসক্রিম এবং ঠান্ডা দই আমাদের জন্য খুবই উপকারী খেতেও বেশ ভালো লাগে। শরীরের মধ্যে প্রশান্তি পাওয়া যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 3 months ago 

প্রতিমাসে একবার করে ক্লিনিকে বাচ্চাদের টিকা দেওয়া হয় আর ওই সময় আমি যেয়ে আঙ্কেলদের সাথে দুষ্টামি করি অনেক ভালো লাগে।। আর হ্যাঁ গরমের মধ্যে আইসক্রিম খেতে অনেক ভালো লাগে ভিতরটা একদম ঠান্ডা হয়ে যায়।। অসংখ্য ধন্যবাদ জানাই আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন।।

 3 months ago 

আমার মনে হয় আমি ক্লিনিকে গিয়েছি তার বয়স হয়ে যাবে দীর্ঘ সাড়ে চার বছর। কেননা আমার ছোট ছেলে যখন ছোট ছিল তখন ক্লিনিকে গিয়েছিলাম। এরপর আর যাওয়া হয়নি, তবে আপনার সাথে ক্লিনিক এর আংকেল দের একটা ভালো সম্পর্ক আছে। সেটা আমি আপনার অন্য একটা পোস্টে পড়েছিলাম। আর আইসক্রিমের কথা বলবেন না।একটু আগেই খেয়েছি বেশ ভালই লেগেছে ধন্যবাদ। ভাল থাকবেন।

 3 months ago 

ক্লিনিক দূরে থাকলে যেতে ইচ্ছা করে না কিন্তু আমি দেখি আমাদের এখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে।। আর এই ক্লিনিকে কোন টাকা নেওয়া হয় না সেজন্য মানুষ আরও বেশি হয়।।

 3 months ago 

আমাদের বাড়ি থেকে আমাদের ক্লিনিক অনেক দূরে, আর আমাদের ক্লিনিকে প্রতিটা রোগী পাঁচ টাকা দিয়ে। তারপরে ডাক্তারের সাথে দেখা করতে হয় এবং নিজেদের সমস্যা শেয়ার করতে হয়। তাহলেই তারা ভালো মানের ঔষধ দিয়ে থাকে। কিন্তু আপনাদের ওখানে কোন পরিমাণে টাকা লাগে না। জানতে পেরে ভালো লাগলো ধন্যবাদ।

 3 months ago 

আপনাদের ওখানকার মত অনেক জায়গায় টাকার বিনিময়ে সেবা দেওয়া হয় আর যে টাকা নেওয়া হয় সেটা খুবই সীমিত তাই মানুষের দাওয়াত কোন সমস্যা হয়।। আর হ্যাঁ আমাদের ক্লিনিকে কোন টাকা নেওয়া হয় না একদম বিনামূল্যে সেবা দেওয়া হয়।।

 3 months ago 

সরকারের জিনিস টাকা দিয়ে কেন দেয়া হয়। সেটা নিয়েও আমাদের এলাকাতে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন কথা শুনেছি। তবে কেউ সরাসরি সামনে গিয়ে কোন কথা বলে না। যার কারণে হয়তোবা প্রতিনিয়ত এই সমস্যার সৃষ্টি হচ্ছে। একদমই ঠিক বলেছেন যেখানে টাকা নেয়া হয়, সেটা খুব সীমিত। আপনাদের ওখানে টাকা নেয়া হয় না। মানুষ এমনিতেই সেবা নিতে পারে এটা খুবই ভালো একটা ব্যবস্থা।

 3 months ago 

কিন্তু আপু এখানে কিছু নিয়ম আছে আর টাকা না আরো নিয়ম আছে আর এই টাকা দিয়ে ক্লিনিকের উন্নতি করা হয়।। আমি ক্লিনিকের অনেক মিটিংয়ে গিয়েছিলাম সেখানে বলা হয়েছিল ক্লিনিকে যেন টাকা নেওয়া হয়।।

 3 months ago 

বেশ সুন্দর সময় পার করার মাধ্যমে এবং গরম সহ্য করে কেটেছে আপনার আজকের দিনটা। একদম তাই যে মানুষগুলো আমাকে পছন্দ করে তাদের সাথে গল্প করতে কথা বলতে আমরা সবাই পছন্দ করি। আর যেমনটা আপনারও ভালো লাগে আর সেই কারণে ক্লিনিকে গিয়ে আপনার আংকেলদের সাথে অনেকটা সময় কাটিয়েছেন।
কথা কিন্তুু মন্দ বলেন নি এত পরিমাণে গরম করতেছে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাওয়ার মত অবস্থা। তবে আপনি সুস্থ আছেন যেন ভালো লাগলো। দই এবং আইসক্রিম দুটাই গরমের সময় অনেক বেশি ঠান্ডা রাখে বেশি বেশি দই খাবেন দই শরীরের ব্যাকটেরিয়া নষ্ট করে দেয়, এটা শরীরের জন্য অনেক উপকারী।

 3 months ago 

একদম সঠিক বলেছেন আমরা সব সময় আমাদের পছন্দের মানুষের সাথে গল্প করতে ভীষণ পছন্দ করি।। আর হ্যাঁ আমি মাঝে মাঝেই ক্লিনিকে বসে আঙ্কেলদের সাথে গল্প করি অনেক ভালো লাগে।। ধন্যবাদ জানাই আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32