"Better Life With Steem || The Diary game || 15 December "

in Incredible India8 months ago

White Modern Travel Poster_20231216_160514_0000.png

বন্ধুরা গতকাল শুক্রবার ছিল বাসায় তেমন কাজ ছিল না। তাই মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করতেছিল। যেহেতু শুক্রবার কোন কাজ নেই তাই ঘুম থেকে একটু দেরিতে ওঠা হয়। উঠে প্রতিদিনের মতো ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে নেই, তারপর একটু হাঁটতে বের হই।

IMG_20231215_135505.jpg

বাড়ি থেকে বের হয়ে দেখতে পাই তিনটা কুকুরের বাচ্চা। কুকুরের বাচ্চা ছোট থাকতে দেখতে অনেক সুন্দর লাগে তাদের চেহারাটা অসম্ভব সুন্দর আর শরীরের স্বাস্থ্য গঠন সব মিলিয়ে অনেক বেশি ভালো লাখে দেখতে। যখন আস্তে আস্তে বড় হয় তাদের চেহারাগুলো বিভিন্ন রকম হয়ে যায়। ছোট থাকতে যতটা ভালো লাগে বড় হলে ততটা ভাল লাগে না যেটা আমার কাছে মনে হয়।

IMG_20231215_135809.jpg

বেশ কিছু সময় বাইরে ঘোরাঘুরি করে চলে আসি বাসায়। যেহেতু শুক্রবার ছিল নামাজে যেতে হবে তাই আগে থেকেই প্রস্তুত নিয়েছিলাম। আর একটু পরেই আযান দিয়ে দেই। পরে গোসল করে মসজিদে যাওয়ার জন্য রওনা দিলাম।

নামাজ পড়ে এসে আমি একটু শুয়ে পড়ি আর তখনই মনে পড়ে যায়, আমাদের রেজাল্টের কথা। আপনারা সকলেই জানেন বর্তমানে আমাদের কমিউনিটিতে টিম গঠন করা হয়েছে আর আমরা সেই ভাবে কাজ করি। আর সাপ্তাহিক শেষে এর রেজাল্ট দেওয়া হয়। আজ রেজাল্ট তাই সকাল থেকেই মনের মধ্যে ভয় কাজ করতে ছিল। ঠিক যখন আমাদের SSC পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগ মুহূর্তে যতটা ভয় লাগতেছিল ঠিক ততটাই আজকেও লাগতেছিল।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9wgLLTAUgnbNoK4FjWW5ik86s8R8Hm45Qkvnv1JKeYXdma5cric6u4xvzEYGGV3v3bwREgUzgVy2uPaTr3JyY7PRUdV33NE.png

ছবিটি আমাদের এডমিন ম্যামের পোস্ট থেকে নেওয়া

পরে আমি discord ঢুকি আর announcement দেখি যে আমাদের রেজাল্ট দিয়েছে। আমি পোস্টটা ওপেন করতে ভয় পাচ্ছিলাম কি যে হবে রেজাল্ট। পরে পোস্ট ওপেন করি আর দেখি আমরা উইনার হয়েছি দেখে এতটাই আনন্দিত লাগছিল যেটা কাউকে বলে বোঝানোর মত না। আমি দীর্ঘ সময় সেই পোস্টের মধ্যে ছিলাম আর দেখতে ছিলাম সত্যি কি উইনার হয়েছি।

পরে আমি আনন্দ ভরা মন নিয়ে খেতে যায়। খাওয়া দাওয়া করে এসে discord ঢুকি আর আমাদের ক্যাপ্টেন মানে @sampabiswas দিদিকে মেনশন দেই আর আনন্দে বলি আপনি কি হারিয়ে গেছেন, একটু বের হন দেখি ? সত্যি মনের মধ্যে অনেক বেশি আনন্দ লাগতেছিল যে আমরা উইন হয়েছি।

IMG_20231215_150805.jpg

পরে আমি বিকালের দিকে বাসা থেকে একটু বের হয়। বাড়ির পাশে একটা চাতাল রয়েছে সেখানে যাই আর দেখি আমার ভাগ্নে ও ভাতিজি দুজনে ব্যাডমিন্টন খেলছে। পরে আমি বেশ কিছুক্ষণ তাদের খেলা উপভোগ করলাম। ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে গেছে।

IMG_20231215_135341.jpg
IMG_20231215_135315.jpg

পরে আমি সেখান থেকে বাসায় আসি ভাগ্না কে নিয়ে। আর ভাগ্না আর আমি বিকালের নাস্তা করে নেই। ভাইগ্না খাচ্ছিল আর আমাকে খাইয়ে দিচ্ছিল। মামা ভাগনা বেশ কিছুক্ষণ বিছানায় দুষ্টামিও করি। পরে আমি পড়তে বসি কারণ ইতিমধ্যেই ৭টা বেজে গেছে। আর এভাবেই আমার গত কালকের দিনটি আনন্দে কেটে যায়।।

তো বন্ধুরা আজকের মত এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPg5AGi6JHyAxwmCHXKLdxAsYWGpHaDW6c8HYGEuww6XbyXYUpwpQxUUkwJHAb...5wRivmeJ45A6bmo2m6AEeKoe47iujbfgomZJQartTBqJ1nr4MuYRgqKPZCJgKypoudkutYmw32P2uXuKXwFwx3ZgYJtJHYimj4uKqQG7JFHWxAECRKQrgJZcnS.png

Sort:  
 8 months ago 

আপনি গত শুক্রবার দিনটি অনেক সুন্দর ভাবে অতিবাহিত করেছেন। শুক্রবার ছুটির দিন থাকায় আপনি দেরিতে ঘুম থেকে উঠেছেন। ঘুম থেকে উঠে অনেকগুলো কুকুরের বাচ্চাকে দেখেছেন। শুক্রবারে আবার সুন্দরভাবে গোসল করে আপনি নামাজে গেছেন তা দেখে খুব ভালো লাগলো। আপনার আগামী দিনগুলো এভাবে ভালো কাটুক এই শুভকামনা রইল।

 8 months ago 

শুক্রবার দিনটি আমি অনেক আনন্দে কেটেছি।। আর হ্যাঁ কুকুরের বাচ্চা গুলো দেখতে অনেক সুন্দর ছিল।।।

ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।।

আপনি শুক্রবারের দিনটি অনেক সুন্দর ভাবে অতিবাহিত করেছেন, সারাদিন কোন ব্যস্ততা ছিল না, সকালে প্রাইভেট না থাকার কারণে ঘুম থেকে দেরি করে উঠেছেন।
এবং কালকে অনেক আনন্দিত ছিলেন যে, টুর্নামেন্টের তিন নাম্বার দল উইনার হয়েছে, যার গর্বিত সদস্যদের মধ্যে আপনি একজন।
বিকেলবেলা আপনার ভাগ্নে ও ভাতিজি ব্যাডমিন্টন খেলেছে আর আপনি তাদের খেলা উপভোগ করেছেন, সন্ধ্যার পরে ভাগ্নের সাথে নাস্তা করেছেন।
এভাবেই আপনি সুন্দর একটি দিন অতিবাহিত করেছেন। আপনার পরবর্তী দিনগুলো আরো ভালো কাটুক, ভালো থাকবেন সুস্থ থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 8 months ago 

শুক্রবার সাধারণত কাজ কম থাকে তাই অনেক বেশি ভালোলাগা ও কাজ করে।। আর আমার ভাগ্নে ভাতিজিরা প্রতিদিন ব্যাডমিন্টন খেলে।।

ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।।

 8 months ago 

পরীক্ষার ফলাফল বের হওয়ার আগে সবার একটু নার্ভাস লাগে। এটাও এক প্রকার প্রতিযোগিতার ফলাফল যেটা আমরা সপ্তাহ জুড়ে করছি তার রেজাল্ট
আসলে সত্য যে ভালো রেজাল্ট করলে মনের ভিতরে আনন্দটা অন্যরকম থাকে। আপনি বলছেন কুকুরের বাচ্চা ছোটবেলায় দেখতে অনেক সুন্দর লাগে তার একটি কারণ হলো তারা যখন মায়ের দুধ খায় তখন পর্যাপ্ত পরিমাণ খাদ্য পেয়ে থাকে আর এই কারণে তাদের স্বাস্থ্য শরীরের গঠন অনেক সুন্দর লাগে।

প্রতিটি পশু পাখি ছোটবেলা থেকেই মায়াবী চেহারায় জন্মগ্রহণ করে ‌।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম আমাদের কাছে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাল থাকবেন।

 8 months ago 

জি ভাই পরীক্ষার রেজাল্ট ভালো হলে সত্যি মনটা আনন্দ।। আর হ্যাঁ ছোট বেলায় যে কোনো প্রাণী দেখতে অনেক সুন্দর।।

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।।

 8 months ago 

টুর্নামেন্টে জেতার আনন্দ নিয়ে আপনার গতকাল দিনটি পার হয়েছে। শুক্রবার ছুটির দিন থাকায় খুব ভরে ঘুম থেকে আপনাকে উঠতে হয়নি। একটু দেরিতে উঠে নাস্তা খেয়ে আপনি বাহিরে চলে গেলেন। তিনটি কুকুর ছানা দেখে বেশ মুগ্ধ হলেন। আমিও ছোট ছোট কুকুর ছানা দেখতে খুব পছন্দ করি। কিন্তু ওরা যখন বড় হয়ে যায় তখন আর দেখতে ভালো লাগে না। বিকেলে আপনি ভাগ্নে-ভাগ্নীর ব্যাডমিন্টন খেলা উপভোগ করলেন। এভাবে সারাটা দিন আপনি ছুটির আমেজে কাটিয়ে দিলেন। আপনার ছুটির দিনের দিনলিপি পড়লাম ।ভালো লাগলো পড়ে।

 8 months ago 

জ্বি আপু ছোট থাকতে কুকুর বা বিড়াল দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর যদি সৌন্দর্যটা বড় হওয়ার পরও থাকতো তাহলে আরো বেশি ভালো হতো।

 8 months ago 

আমাদের এই অঞ্চলের কুকুরগুলোই বড় হলে দেখতে ভালো লাগে না। বাহিরের দেশে উন্নত জাতের কুকুর ও বিড়াল আছে। ওরা অনেক বড় হলেও ওদেরকে দেখতে অনেক কিউট লাগে। এজন্য ওদেরকে ঘরে সবাই রাখে। যদিও কুকুর ঘরে রাখা আমাদের ধর্মে নিষিদ্ধ। তবে নিরাপত্তার খাতিরে বাহিরে রাখা জায়েজ। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্যের জন্য।

 8 months ago 

আপনি একদম সঠিক বলেছেন আমাদের দেশের যে প্রাণীগুলো আছে সেগুলো ছোট থাকতেই ভালো দেখায়।। আর বাইরের দেশের প্রাণী গুলো বড় হলেও অনেক সুন্দর লাগে।

 8 months ago 

শুক্রবার ছুটির দিন তাই ছুটির দিনে অনেক মানুষ চিন্তা করে অনেক কিছু। আপনিও ঠিক চিন্তা করেছিলেন গতকাল ছুটির দিন কোন কাজ নেই তাই ঘুম থেকে একটু দেরিতে উঠবেন এবং আপনি প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে একটু বাহিরে ঘুরতে গিয়েছিলেন। এবং সেখানে আপনি তিনটে কুকুরের বাচ্চা দেখতে পান এবং তার ছবিও আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এটা আসলে সত্য কথা যে ছোট থাকতে যতটা সুন্দর তাদের দেখায় বড় হওয়ার পরে তাদেরকে খুব বেশি ভালো দেখায় না।

সুন্দর একটি দিন পার করেছেন আপনার পোস্টটি দেখে বোঝা যাচ্ছে যাইহোক ভালো এবং সুস্থ থাকবেন শুভকামনা রইল আপনার জন্য।

 8 months ago 

ছুটির দিন মানে অন্যরকম একটা ভালো লাগা।। আর হ্যাঁ ভাই কুকুরের বাচ্চাগুলো ছোট থাকতে অনেক ভালো লাগে।।

ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।।

 8 months ago 

আপনার শুক্রবারের দিনটি অনেক ভালো কেটেছে, পড়ে অনেক ভালো লাগলো। সত্যি সপ্তাহে এই একটা দিন যে দিনটায় আমরা অবসর পাই। একটু নিজেকে সময় দিতে পারি, পরিবারের লোকজনদের সাথে সময় কাটাতে পারি। সব মিলিয়ে দিনটি দারুণ কাটে আমাদের সকলের। আপনিও তার ব্যতিক্রম নন।

কমিউনিটিতে চলমান প্রতিযোগীতার রেজাল্ট এর জন্য আপনি যতটা উদগ্রীব ছিলেন আমিও ঠিক তেমনটাই ছিলাম। নামাজ পরে এসেই আগে মোবাইল হাতে নিয়ে রেজাল্ট দেখেছি। আলহয়ামদুলিল্লাহ আমাদের টিম এই সপ্তাহে ১ম হয়েছে।

সব মিলিয়ে আপনাকে ধন্যবাদ ভাই আপনার সারাদিনের কার্যক্রম শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 8 months ago 

শুনে ভালো লাগলো কমিউনিটির রেজাল্টের অপেক্ষায় আপনিও ছিলেন।। সত্যি রেজাল্ট দেখার পর আমি অনেক বেশি আনন্দিত হয়েছিলাম যে আমরা আমাদের কর্মের ফল পেয়েছি।

Loading...

কুকুরের বাচ্চাগুলো সুন্দর দেখতে হয়েছে আর স্বাস্থ্যও বেশ ভালো। আমারও তাই অভিমত, কুকুর বা বিড়ালের বাচ্চাগুলো ছোটবেলায় দেখতে যতটা ভালো লাগে, বড় হয়ে যাওয়ার পর দেখতে আর অতটা ভালো লাগে না। আমাদের টিমের জয়ের পিছনে আপনার অবদান ছিল সবচেয়ে বেশি। আমরা গতকাল আমাদের টিমের জয়ের খবর শুনে কমবেশি সকলেই আত্মহারা ছিলাম।

 8 months ago 

আমরা সকলেই অনেক পরিশ্রম করেছিলাম আর তার ফল হিসাবে আমরা উইন হয়েছি। আর এটা দেখে আমরা সকলেই অনেক আনন্দিত আর যেটা আমরা সবাই মিলে ভাগাভাগি করেছি।।

ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।।

 8 months ago (edited)

আমিও পশুপ্রেমি একজন মানুষ। ছোটবেলায় আমিও কুকর ছানা পুষতাম, এজন্য পরিবারের লোকজন দ্বারা বহুবার লাঞ্চিত হয়েছি।কারণ, এটা শুধু আমিই পছন্দ করতাম, পরিবারের আর কেউ পছন্দ করতেন না।যাইহোক আপনার আনন্দমুখর দিনলিপিটি আমাদের সাথে ভাগ করার জন্য ধন্যবাদ ভাইয়া। আরেকটি কথা, আমাদের টিম বিজয়ী হয়েছে, এতে আমি প্রচন্ড খুশি। এই বিজয়ী হওয়ায় আপনার অবদান অনেক বেশি। আপনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 8 months ago 

শুধু ভালো লাগলো আপনি একজন পশু প্রেমিক মানুষ আর ছোটবেলায় পুষতেন। আর হ্যাঁ পরিবারের সকল পছন্দ এক রকম হবেনা ভাই।। জি ভাই আমাদের টিম বিজয়ী হয়েছে সেজন্য আপনার সকলেই অনেক খুশি।।

 8 months ago 

শুক্রবার ছুটির দিন ছিল তাই আপনি ঘুম থেকে উঠে দেরি করেছেন। সকালে নাস্তা খেয়ে একটু বাহিরে বের হলেন । তারপর তিনটি কুকুর ছাড়া দেখে মুগ্ধ হলেন । কুকুরছানার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল। এবং কুকুর ছানার গুলো দেখতে বেশ সুন্দর ছিল। তারপর বিকেলে আপনি ভাগ্নে-ভাগ্নীর ব্যাডমিন্টন খেলা উপভোগ করলেন।
ভাগ্না আর আপনি বিকালের নাস্তা করে নেই। ভাইগ্না খাচ্ছিল আর আপনাকে খাইয়ে দিচ্ছিল।

আপনার সারাদিনে ডেইরি আমি পরে খুব ভালোই লাগলো থ্যাঙ্ক ইউ।

 8 months ago 

যেকোনো বাচ্চায় ছোট থাকলে অনেক বেশি সুন্দর লাগে। আর বড় হওয়ার সাথে সাথে তাদের পরিবর্তন শুরু হয়ে যায়।।

ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।।

 8 months ago 

তবে এটা খুব একটা সঠিক কথা বলেছেন। অনেক বাচ্চারা আছে ছোট থাকতে অনেক কিউট দেখেয়। কিন্তু বড় হলে অন্যরকম পরিবর্তন দেখা যায়।

থ্যাংক ইউ আমার কমেন্টের উত্তর দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60497.39
ETH 2637.52
USDT 1.00
SBD 2.56