ইচ্ছাশক্তি মানুষকে অনেক দূরে নিয়ে যায়

in Incredible Indialast year
pexels-photo-6808521.jpegpexels

প্রতিটি মানুষের মধ্যে স্বপ্ন থাকে আর প্রতিটি মানুষ চায় তার স্বপ্ন বাস্তবায়ন করতে, অনেকে করতে পারলেও অনেকেই মাঝপথে হাল ছেড়ে দেয়। কিন্তু একটা জিনিস মনে রাখা উচিত জীবনে যে কোন কিছু অর্জন করার জন্য বাধা অবশ্যই আসবে আর সেই বাধা অতিক্রম করেই জীবনের স্বপ্নগুলো পূরণ করতে হবে।

জীবনে কোন কিছু অর্জন করা সহজ কিছু নয়, কিন্তু সহজ মনে করেই আপনাকে চলতে হবে। যদি আপনি প্রথমেই ভেবে নেন, এই কঠিন পথ আপনি পাড়ি দিতে পারবেন না যদি এরকম ভাবেন তাহলে মনে রাখবেন আপনি হেরে গেলেন। যে কোন কিছু অর্জন করার জন্য সর্বপ্রথম আপনার ইচ্ছাশক্তি থাকতে হবে, সাহস থাকতে হবে, মনের জোর রাখতে হবে, তাহলে আপনি সেটি করতে পারবেন।

free-photo-of-people-hiking-in-mountains.jpegpexels

জীবনে প্রতিটি কাজের জন্য ইচ্ছাশক্তি থাকা উচিত কারণ ইচ্ছা মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে। তাই মনের মধ্যে ইচ্ছা রাখতে হবে আর কাজ করে যেতে হবে। দুর্বলতা মানুষকে অনেক সহজ কাজ কঠিন করে দেয় তাই কোন কাজে নিজেকে দুর্বল মনে করা যাবে না।

আমরা প্রতিটি মানুষ স্বপ্নে দেখলেও সেটা বাস্তবায়নের পেছনে হয়তো সবাই সময় অতিবাহিত করি না, শুধু স্বপ্নই দেখে থাকি। আর সেটা বাস্তবায়ন করার কোন ইচ্ছা শক্তি আমাদের মধ্যে আসে না। তাই আমি বলি এরকম স্বপ্ন না দেখাই ভালো। আপনি এমন স্বপ্ন দেখবেন সেটা যেন বাস্তবায়ন করতে পারেন সেটা যত কঠিনই হোক না কেন। শুধু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে গেলেই একজন মানুষ কখনো স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবে না, সেটার জন্য পরিশ্রম করতেই হবে।

pexels-photo-327533.jpegpexels

জীবনে যে মানুষগুলো সফলতা অর্জন করেছে তারা কিন্তু একদিনও সেটি অর্জন করেনি তিলে তিলে সেটা অর্জন করে নিয়েছে। আর সেটা অর্জন করার পেছনে তাদের অনেক ইতিহাস রয়েছে কতটা কষ্ট কতটা পরিশ্রম করে তারা সেই জিনিসটা অর্জন করেছে। যদি আমরা তাদের মত কষ্ট পরিশ্রম করতে পারি অবশ্যই তাদের মত আমরা জীবনে সফলতা অর্জন করতে পারব।

আমরা স্বপ্ন বা সফলতার আসা সবাই দেখলেও সেটা বাস্তবায়ন কিন্তু সবাই করতে পারিনা। আমাদের মধ্যে অনেকেই রয়েছে তারা মাঝপথেই থেমে যায়। আর সেই মানুষগুলো একটা সময় পর অনেক বেশি আফসোস করে। আর এজন্যই বলা হয়ে থাকে "করিয়া ভাবিও কাজ ভাবিয়া করিও না" এইজন্য যেকোনো কাজ করার পূর্বে আমাদের চিন্তা ভাবনা করা উচিত তারপর সেটার পেছনে সময় দেওয়া উচিত।

জীবনকে ভালো জায়গায় নিয়ে যেতে হলে অবশ্যই আমাদের রুটিন মাফিক ভাবে চলতে হবে, সবকিছু সময় অনুযায়ী চলতে হবে। আর রুটিন ভাবে না চললে আপনি জীবনে সাকসেস বা স্বপ্ন পূরণ করতে পারবেন কিনা এটা সন্দেহীন।

Sort:  
Loading...
 last year 

সকল ক্ষেত্রেই সাকসেস হতে হলে অবশ্যই নিজের এনার্জি ও ইচ্ছাশক্তি থাকা দরকার। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি আর্টিকেল আমাদের কাছে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।

 last year 

একদম ভাই নিজের মধ্যে এনার্জি ও ইচ্ছা শক্তি থাকলে আমরা অনেক কিছুই করতে পারি।। আর যদি মনের মধ্যে ভয় থাকে তাহলে আপনি অনেক সহজ জিনিসও করতে পারি না।।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 115609.69
ETH 4486.38
SBD 0.86