অসুস্থতা সহ্য করতে না পারলে সিদ্ধান্তটা হয়তো এমনই হয়

in Incredible Indialast month

সুস্থতা সৃষ্টিকর্তার দেওয়া বড় একটা নেয়ামত কিন্তু অসুস্থতা সৃষ্টিকর্তার দেওয়া একটা পরীক্ষা। যে পরীক্ষায় অনেকে সুস্থতা পেলেও অনেকের সাথে এর বিপরীত ঘটে। আবার অনেক সময় দেখা যায় অনেকে অসুস্থ থাকার জন্য নিজের প্রতি বিরক্ত বোধ করে আর এই বিরক্ত থেকে অনেকেই ভুল সিদ্ধান্ত নেয় এবং নিজের জীবন নিজেই শেষ করে দেওয়া কথা ভাবে আবার অনেকেই শেষ করে দেয়। ঠিক এরকমই ঘটনাই ঘটে গেল পাশের বাসায় একজনের সাথে।

pexels-photo-5637848.jpegpexwls

সম্পর্কে তিনি আমার দাদি হয়, দেখা হলে অনেক দুষ্টুমি ফাজলামি করতাম ছোট থেকেই তার সাথে ভালো একটা সম্পর্ক ছিল। প্রায় চার-পাঁচ বছর হয় তিনি একটা অসুস্থতার মধ্যে দিয়ে দিন পার করতে থাকে। ওনার এমন একটা সমস্যা হয় যেটা ওনাকে অনেক বেশি কষ্ট দিচ্ছিল। বাংলাদেশের সকল চিকিৎসা করার পরও তার কোনো সমাধান হচ্ছিল না, মানে তার রোগ খুজে পাচ্ছিল না। মূলত তার শরীরের যেকোনো সময় যেকোনো জায়গা থেকে ভয়ানক ব্যথা অনুভব হতো। যেটা উনি কোনভাবেই সহ্য করতে পারত না অনেক ওষুধ খাওয়ার পরে কিছুটা ঠিক হলেও আবারও সেই ব্যথা।

pexels-photo-4021775.jpegpexels

এভাবে করতে করতে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় বাইরে এর চিকিৎসা করবে মানে ইন্ডিয়াতে যাবে। যেমন কথা তেমন কাজ সবকিছু রেডি করে ইন্ডিয়াতে যাওয়ার জন্য। আর এই কয়েক বছরে তাদের প্রায় কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে তাই শেষ ভরসা হচ্ছে ইন্ডিয়া। পরে তারা সবকিছু ঠিক করার পর চলে যায় ইন্ডিয়াতে। আর সেখানে যাওয়ার পর সকল কিছু পরীক্ষা করার পর রোগ ধরা পড়ে এবং তার নতুন চিকিৎসা শুরু হয়। আর ডাক্তার বলে এটা ঠিক হতে মিনিমাম ছয় মাসের বেশি লাগবে কারণ অনেক দেরি করে ফেলেছে। আর তার সমস্যাটা মূলত হয়েছিল আমাদের শরীরের হাড্ডির ভিতরে একটা ক্যালসিয়াম থাকে সেটার হার একদমই কমে এসেছে।

pexels-photo-4227112.jpegpexels

যেহেতু রোগ ধরা পড়েছে তাই সবাই খুশি, এবার নিশ্চয়ই এর সমাধান ঘটবে। এইতো কয়েকদিন আগে তারা ইন্ডিয়া থেকে বাসায় চলে আসে আর সেখানকার ডাক্তারের কথামতো ওষুধ সেবন করতে থাকে। কিন্তু এই ব্যথা টা আরো ভয়ংকর রূপ ধারণ করে যেটা কোনমতেই সহ্য করার মতো না। ডাক্তারও বলেছিল এই ওষুধ খাওয়ার পরে তার ব্যথা বেড়ে যাবে আর তারপর থেকে আস্তে আস্তে ঠিক হবে। কিন্তু এই ব্যাথা এতটাই ভয়ঙ্কর যে সেই মহিলা নিতে পারছিল না।

এইতো গত পরশুদিন তার এত বেশি ব্যথা হচ্ছিল যেটা কোন মতই সহ্য করতে পারছিল না, সারারাতই বাড়ির মানুষকে ঘুমাতে দেয়নি। ঠিক ফজরের পরেই সবাই একটু ঘুমায় আর এই সুযোগেই এই মহিলা গলায় দড়ি দেয়। আর তখনই তার হাজব্যান্ড হঠাৎ করে দেখে সে নাই, তখনই পাশে রুমে যেয়ে দেখে ঝুলে আছে। তখনই শুরু হয় ডাকাডাকি, পরে তাকে নামানোর পর মাথায় পানি ঢালতে ঢালতে একটু নিঃশ্বাস নিতে থাকে। সৃষ্টিকর্তার রহমতে সে জীবিত আছে কিন্তু মৃত মানুষের মত, একদম জ্ঞান হারিয়ে আছে আজ দুইদিন হয়। জানিনা কি ঘটবে পরিস্থিতি বলে হয়তো বাঁচানো যাবে না বাকিটা সৃষ্টিকর্তার হাতে।

Sort:  
Loading...
 last month 

সুস্থতা সৃষ্টিকর্তার অনেক বড় নেয়ামত, অসুস্থ হলে বুঝা যায় সুস্থতা কত বড় নিয়াম, অনেক মানুষের শরীরে এরকম অসুস্থতা আছে যেটা সহজে ভালো হয় না, এবং কোন ডাক্তার সেই সুস্থতার সঠিক চিকিৎসা দিতে পারে না, আপনার ওই দাদীর অসুস্থতার কথা শুনে খারাপ লাগলো, ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

একদম সঠিক বলেছেন অসুস্থ হলে সুস্থতার মর্ম বোঝা যায় তাই মাঝে মাঝে অসুস্থ হওয়াটাও প্রয়োজন কিন্তু কিছু কিছু অসুস্থ সহ্য করার ক্ষমতা সবার থাকে না তখনই অনেক ভুল সিদ্ধান্ত নেয়।।

 last month 

আল্লাহ তায়ালার একটা বড় নেয়ামত হচ্ছে সুস্থতা। তবে আমরা ইচ্ছে করলেই সুস্থ থাকতে পারিনা। আল্লাহ যদি চায় আমাদের সুস্থ রাখতে পারেন। আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে তবে কিছু কিছু সময় আমাদের থেকে একটু ভুল সিদ্ধান্ত হয়ে যান যার কারণে হয়তোবা আমাদের বড় ক্ষতি হয়ে যায়। ধন্যবাদ সুন্দর লেখাটি আমাদের মাঝে উপস্থাপন করেন।

 last month 

একদম সঠিক বলেছেন আমরা চাইলেও সুস্থ থাকতে পারিনা যদি সৃষ্টিকর্তা আমাদেরকে সুস্থতা না দান করে।। খুবই ভালো লাগলো আপনার কমেন্টে পড়ে ভাই ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য ভালো থাকবেন।।

 last month 

সুস্থতা সৃষ্টিকর্তার অনেক বড় নেয়ামত। আপনার পোস্টটি পড়তে গিয়ে মন খুব খারাপ হলো। অসুস্থতা আমাদের জন্য অনেক বড় পরীক্ষা। দীর্ঘদিন অসুস্থ থাকলে শারিরিক এবং মানসিক উভয় পীড়া ভোগ করতে হয়। আল্লাহ পাশের বাসার দাদিকে সুস্থতা দান করুন এবং তার মানসিক ও শারীরিক কষ্ট লাঘব করুন।ধন্যবাদ লেখাটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month (edited)

দাদার কথা পড়তে যেন মনে হল আমার দাদি আমার সাথে এখন কথা বলছে বাড়িতে থাকতে আমি যখনই দাদীর ঘরের সামনে দিয়ে যেতাম তখন একটি করে ডাক দিতাম কোন কারণ ছাড়াই।

আমি মালয়েশিয়াতে আসার পর দাদী পৃথিবী ছেড়ে চলে গিয়েছে তবে তার শেষ কথাগুলো এখনো মনে পড়ে যে শাহিন আমাকে সব সময় ডাকত কারণে-অকারণে।

 29 days ago 

দাদা দাদির সাথে প্রতিটি মানুষের মনে হয় অনেক স্মৃতি লুকিয়ে থাকে যেগুলো মাঝে মাঝে মনে হলো অনেক কষ্ট হয় আমার আমার দাদুর সাথে অনেক স্মৃতি এখনো চোখের সামনে ভাসে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 68872.12
ETH 2524.42
USDT 1.00
SBD 2.53