ঐতিহ্যবাহী নৌকা বাইচ

in Incredible India8 days ago
IMG_20240921_183630.jpg

বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি খেলা হচ্ছে নৌকা বাইচ প্রাচীন কাল থেকেই এই খেলার জনপ্রিয়তা অনেক বেশি। অনেক জনপ্রিয় হলেও দিন দিন এই খেলা মানুষের মাঝখান থেকে হারিয়ে যাচ্ছে। আমি যখন ছোট ছিলাম তখন প্রতি বছরই এই নৌকা বাইচ খেলা হত আর দলে দলে মানুষ সেই খেলা উপভোগ করার জন্য যেত। কিন্তু বর্তমান সময়ে আগের মত সেই নৌকা বাইচ খেলা হয় না।

IMG_20240920_172600.jpg
IMG_202409120_172306.jpg
IMG_20240920_172305.jpg

অনেক বছর পর আবারও আমাদের এখানে নৌকা বাইচ খেলার প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। বেশ কিছুদিন হয় খেলা হচ্ছে অতিরিক্ত গরম থাকার জন্য আমি সেই খেলা উপভোগ করতে যাইনি। কিন্তু ইচ্ছা ছিল যাব তাই নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে গত কালকে সেই খেলা উপভোগ করার জন্য যায়। ম্যাচটি ছিল সেমিফাইনাল, তাই অসংখ্য মানুষের ঢল নেমেছে। নদীর এপার ওপার ভরপুর মানুষ এত মানুষের ভিড়ে দাঁড়িয়ে থেকে সঠিকভাবে খেলা দেখায় কষ্টকর হয়ে যাচ্ছিল।

IMG_20240920_192405.jpg

এত মানুষের ভিড়ে নদীর পাড় থেকে খেলা দেখে মজা পাচ্ছিলাম না তাই কিছুটা পানিতে নেমে যায়। যেহেতু ঐতিহ্যবাহী খেলা তাই পরিচিত মানুষের ও বন্ধুদের অভাব ছিল না অনেক বন্ধু থাকলেও আমরা কিছু বন্ধু একত্রিত হয়ে সেই খেলা উপভোগ করতে থাকি।

IMG_20240920_192806.jpg
IMG_20240920_192838.jpg

এমন একটা জায়গায় খেলা হচ্ছে বিকাল মুহূর্তে আবহাওয়া টা অনেক সুন্দর দেখাচ্ছিল আর নদীর ঢেউ যখন আসতেছিল অন্যরকম এক ভালো লাগা কাজ করতেছিল। বন্ধুরা মিলে অনেক আনন্দের সাথে নৌকা বাইচ খেলা উপভোগ করতেছিলাম। অনেক বছর পর, এই খেলা আবারো পুনরাবৃত্তি ঘটেছে সেজন্য সবাই অনেক বেশি আনন্দিত।

IMG_20240920_191921.jpg

যুবক থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত সকলেই সেই খেলা উপভোগ করার জন্য দলবদ্ধ হয়ে এসেছে। এত গরম থাকার সত্ত্বেও মানুষ গরম কে গরম না মনে করে সেই খেলা উপভোগ করতে সবাই অনেক বেশি এক্সাইটেড। অনেক দূর দুরান্ত থেকে মানুষ এসেছে, নদীর এপার থেকে ওপারে মানুষজন আরো বেশি দেখা যাচ্ছিল মনে হচ্ছিল মানুষ যেন এক অন্যরকম ভালোলাগার একটি মাধ্যম খুঁজে পেল।

নৌকা বাইচ খেলা অনেক ব্যয়বহুল একটি খেলা তারপরও মানুষ কোন অংশে সেই খেলাকে ছোট করে দেখে না। নিজের অর্থ খরচ করে অনেকেই দূর-দূরান্ত থেকে নৌকা নিয়ে এসেছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আমাদের এখানেও একজন নৌকা তৈরি করেছে নৌকা বাইচ খেলাই প্রতিযোগিতা দেওয়ার জন্য দুঃখের বিষয় হলো সে পরাজিত হয়েছে। অনেকের আশা ছিল আমাদের গ্রামের নৌকাটাই প্রথম স্থান অধিকার করবে কিন্তু চাইলেই তো হয় না।

যাইহোক বন্ধুরা সব মিলিয়ে অনেক সুন্দর একটি দিন পার করলাম। যদি প্রতিবছরই এরকম নৌকা বাইচ খেলার আয়োজন করা হয় তাহলে খুব বেশি খারাপ হবে না। মানুষ এক অন্যরকম বিনোদন খুজে পাবে আর সেই আশায় থাকবে কবে আসবে সেদিনটা।

Sort:  
Loading...
 8 days ago 

নৌকা বাইচ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খেলা, একটা নৌকার মধ্যে অনেকগুলো মানুষ দল বেঁধে অন্য নৌকার সাথে প্রতিযোগিতা, নদীতে নৌকা বাঁইচ দেখতে অনেক আনন্দ পাওয়া যায়, নৌকা বাসের সময় খুব সুন্দর দৃশ্য দেখা যায়, বন্ধুদের সাথে নিয়ে নৌকা বাইচ দেখার আনন্দ অন্যরকম, ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 7 days ago 

আগের মতো আর নৌকা বাইচ খেলা হয় না ভাই এখন খুবই কম দেখা যায় কিন্তু কম হলেও মানুষের প্রতি অনেক বেশি আসক্ত বলা যেতে পারে।। ধন্যবাদ মতামত করার জন্য ভালো থাকবেন।।

 7 days ago 

নৌকা প্রতিযোগিতা আমার কাছে খুবই ভালো লাগলো। আপনাদের এখানে এরকম কোন প্রতিযোগিতা নেই। আমার দেখার খুব ইচ্ছা দেখব কিভাবে আমাদের এখানে এইরকম কোন প্রতিযোগিতা হয় না। তবে এটা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী খেলা। সুন্দর লেখাটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 days ago 

কিছু কিছু অঞ্চলে এখনো নৌকা বাইচ প্রতিযোগিতা হয়। আমি কখনোই দেখি নাই এই নৌকা বাইচ তবে এবার দেশে গিয়ে যদি কোথাও এই নৌকা বাইচ হয় তাহলে দেখতে যাওয়ার ইচ্ছা আছে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ নৌকা বাইচ দেখতে যাওয়ার আনন্দ গুলো আমাদের কাছে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65811.45
ETH 2675.69
USDT 1.00
SBD 2.88