ক্লে দিয়ে হলুদ গোলাপ ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমি আমার প্রথম ক্লে আর্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসলে এই কাজটা আমার নিজের না। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আসার আগেও ক্লে নামক শব্দটার সাথে আমার পরিচয় ছিল না। কিন্তু আল্লাহর অসীম কৃপায়, আমার জীবন সঙ্গী এসব বিষয়ে খুব পটু। এই কাজটি তারই। যেহেতু তার অনুমতি রয়েছে, তাই আমি তার কাজটি এখানে প্রকাশ করতে যাচ্ছি।


IMG-20241019-WA0008.jpg

প্রয়োজনীয় উপকরণ

বিভিন্ন রঙ্গের ক্লে।
IMG-20241019-WA0001.jpg

কাজের ধাপ ১


IMG-20241019-WA0002.jpg

প্রথমেই ক্লে দিয়ে পাতলা করে চ্যাপ্টা গোল আকৃতি তৈরি করা হয়। দেখতে রুটির মতো।

কাজের ধাপ ২


IMG-20241019-WA0005.jpg

গোলকরে প্রস্তুত করে পাতলা, চ্যাপ্টা রুটির মতো দেখতে সেগুলোকে সন্নিবেশিত ভাবে বসিয়ে গোলাপের পাপড়ির অংশ তৈরি করা হয়।

কাজের ধাপ ৩


IMG-20241019-WA0006.jpg

এরপর সবুজ রঙের ক্লে দিয়ে বৃত্তাংশ তৈরি করে ফুলের সাথে জুড়ে দেয়া হয়েছে।

কাজের ধাপ ৪


IMG-20241019-WA0007.jpg

সবুজ রঙের ক্লে দিয়ে এবার পুষ্প বৃন্ত তৈরি করা হয় এবং তা ফুলের সাথে জুড়ে দেয়া হয়।


ফাইনাল প্রেজেন্টেশন


IMG-20241019-WA0008.jpg


IMG-20241019-WA0000.jpg

প্রথমবারের মত ক্লে আর্টের ছবি তুলেছে বলে সে ভালোভাবে ধাপগুলো ক্যামেরাবন্দী করতে পারেনি। ফাইনাল প্রেজেন্টেশনের জন্যও ছবিগুলো ঠিকভাবে ক্যামেরায় ধারণ হয়নি। বিষয়গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশাকরি।

আমার সম্পর্কে
আমি মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছি। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছি। বিবাহিত এবং আল্লাহ একটি পুত্র সন্তানের জনক করেছেন, আলহামদুলিল্লাহ।
Sort:  
 2 months ago 

ক্লে দিয়ে অসাধারণ একটি হলুদ গোলাপ তৈরি করেছেন। ক্লে দিয়ে তৈরি জিনিস গুলো দেখতে অসাধারণ লাগে।গোলাপ তৈরীর প্রত্যেকটি ধাপ বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ আপু।

 2 months ago 

ক্লে দিয়ে অসাধারণ একটা গোলাপ ফুল তৈরি করেছেন ভাই। দেখতে অবিকল অরিজিনাল গোলাপের মতই লাগছে। সুন্দর একটা আর্ট ওয়ার্ক করেছেন।

আরও আর্ট করতে থাকুন।


ক্ষুদে স্বাস্থ্যবার্তা

ব্রেইন স্ট্রোকের (Brain stroke) পর যদি কেউ বেচে যায় এবং তার শারীরিক কোন ডিসএবিলিটস (not disable) না থাকে, তাহলে পরবর্তীতে স্ট্রোকের হাত থেকে বাচার জন্যে তার কি ধরণের ব্যায়াম করা প্রয়োজন?

The Stroke Journal এ প্রকাশিত একটা স্ট্যাডি রিপোর্ট এ বিষয়ে কিছুটা তথ্য আমাদের কাছে তুলে ধরেছে। এটাতে দেখানো হয়েছে যে, মধ্যম মাত্রার ব্যায়াম এর তুলনায় নিয়মিত বিরতিতে উচ্চ মাত্রার ব্যায়াম, যেটাকে বলে এইচ আই আই টি (HIIT- High Intensity Interval Training), করলে স্ট্রোক সারভাইভাররা বেশী উপকৃত হয়। এইচ আই আই টি হচ্ছে ৬০ সেকেন্ড উচ্চ মাত্রার ব্যায়াম করে পরবর্তী ৬০ সেকেন্ড হালকা ব্যায়াম করা। এভাবেই উচ্চ মাত্রা-হালকা-উচ্চ মাত্রা-হালকা ভাবে ব্যায়াম করা!

এ বিষয়ে আরও জানতে চাইলে WebMD এর এই আর্টিকেলটা পড়তে পারেন।

 2 months ago 

কাজটি আসলে আমার স্ত্রীর। সে শুনে খুব খুশি হবে নিশ্চয়ই। ধন্যবাদ ভাই এই সুন্দর মন্তব্য এবং স্বাস্থ্যবার্তার জন্য।

 2 months ago 

ক্লে দিয়ে তৈরি করা জিনিস গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আজ আপনি খুব চমৎকার একটি গোলাপ ফুল তৈরি করেছেন ভাইয়া। ভীষণ সুন্দর হয়েছে আপনার তৈরি করা গোলাপ ফুল টি।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনাকেও ধন্যবাদ আপু এমন সুন্দর মন্তব্যের জন্য। আমার স্ত্রী শুনে খুশি হবে। কাজটি তার কিনা!

 2 months ago 

হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক৷ আপনি সেই বন্ধুত্বের প্রতীককে ক্লে দিয়ে ক্রাফট করেছেন৷ খুবই নিখুঁত কাজ হয়েছে৷ এইভাবে করলে পাপড়িগুলোও চমৎকার হয়। আর আপনারও তাই হয়েছে৷ মিষ্টি হলুদ গোলাপ৷

 2 months ago 

ধন্যবাদ দিদি। আমার স্ত্রী শুনে বেশ খুশি হবে। কাজটি তার করা। তার অনুমতি নিয়েই আপলোড করেছি। আর হলুদ রঙ যে বন্ধুত্বের প্রতীক তা জানা ছিলো না৷ জেনে ভালো লাগলো।

 2 months ago 

তাঁকে আমার তরফ থেকে ভালোলাগা ও অভিনন্দন জানাবেন৷ খুবই সুন্দর করেছেন তিনি৷

 2 months ago 

অবশ্যই জানাবো দিদি।

 2 months ago 

ক্লে ব্যবহার করে যে কোন ধরনের ফুল তৈরি করলে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্লে দিয়ে হলুদ গোলাপ ফুল তৈরি করেছেন। আপনার তৈরি করা ফুল টি অসাধারণ হয়েছে।আর‌ আপনি ফুল তৈরি করার প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো।

 2 months ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর উৎসাহিত মন্তব্যের জন্য।

 2 months ago 

বর্তমানে অনেকেই দেখছি ক্লে দিয়ে চমৎকার ডাইপ্রজেক্ট তৈরি করে দেখতে খুব ভালো লাগে। আপনি আজকে হলুদ কালারের ক্লে দিয়ে গোলাপ ফুল তৈরি করেছেন দেখতে সুন্দর লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

ধন্যবাদ ভাই৷ আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো।

 2 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে ক্লে দিয়ে হলুদ গোলাপ ফুল তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে যেকোনো ধরনের হাতের কাজ দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। সুন্দর ভাবে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাই। শুনে বেশ খুশি হলাম।

 2 months ago 

গোলাপের মধ্যে হলুদ গোলাপ আমার অনেক বেশি পছন্দ। আপনি ক্লে দিয়ে খুবই সুন্দর একটা হলুদ গোলাপ তৈরি করেছেন। মুগ্ধ হয়ে গেলাম আপনার আজকের ডাই প্রজেক্ট দেখে। হলুদ গোলাপটা বেশ চমৎকার হয়েছে। এত সুন্দর একটা ফুল তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

ধন্যবাদ আপু আপনার প্রশংসনীয় মন্তব্যের জন্য।

 2 months ago 

ক্লে দিয়ে চমৎকার গোলাপ ফুল তৈরি করেছেন দেখতে অসাধারণ সুন্দর লাগছে ভাইয়া বিশেষ করে গোলাপ ফুলের পাপড়ি গুলো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।

 2 months ago 

কাজটি আসলে আমার বউয়ের। সে শুনে খুব খুশি হবে যে আপনার পছন্দ হয়েছে। ধন্যবাদ ভাই। ভালো লাগলো জেনে।

 2 months ago 

আপনি তো দেখছি অনেক সুন্দর দেখতে একটা হলুদ কালারের গোলাপ ফুল তৈরি করেছেন ক্লে ব্যবহার করে। আপনার তৈরি করা এই গোলাপ ফুল দেখতে একেবারে বাস্তবিক মনে হচ্ছে। এরকমভাবে অনেকগুলো গোলাপ ফুল তৈরি করে ঘরে সাজানো হলে দেখতে একেবারে বাস্তবিক মনে হবে। এই ধরনের কাজগুলো আমার অনেক বেশি পছন্দের।

 2 months ago 

ধন্যবাদ আপু এমন সুন্দর প্রশংসনীয় মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 97876.97
ETH 3483.25
USDT 1.00
SBD 3.26