The Diary Game | 18th January, 2025| Attending at a Post-Marriage Ceremony|

in Steem For Bangladeshlast month

আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি সাধারণত আমার ডায়েরি গেম পোস্ট করি না। আমি একটি ফার্মেসিতে কাজ করি এবং একারণে আমার দৈনন্দিন জীবনে খুব বেশি বৈচিত্র আসেনা। তবুও আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার প্রতিদিনের দৈনন্দিন জীবনে যদি কোনো ব্যতিক্রম ঘটনা ঘটে সেটা আমি ডাইরি গেম আকারে প্রকাশ করব। যেভাবে আমি ছোটবেলায় আমার নিজের ডায়েরি ম্যানটেইন করতাম। এজন্য আমি আমার ইউনিক হ্যাশট্যাগ তৈরি করেছি, #diarysa.


IMG_20250118_155515_817.jpg

গত শুক্রবারে আমাদের এক প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে আমাদের পুরো পরিবারকে দাওয়াত দেওয়া হয়। বাংলাদেশে সাধারণত দুটি উপায়ে বিয়ে-পরবর্তী অনুষ্ঠান আয়োজন করা হয়। একটি হচ্ছে, বরপক্ষ এবং কনেপক্ষ একসাথে কোন একটি কমিউনিটি সেন্টারে গিয়ে বিয়ে-পরবর্তী অনুষ্ঠান পালন করে। অপরটি হচ্ছে, প্রথম দিন বরপক্ষ কনেপক্ষের বাড়িতে যাবে এবং তারপর দিন কনেপক্ষ বরপক্ষের বাড়িতে আসবে। বাংলাদেশে বিয়ের অনুষ্ঠানগুলো সাধারণত সাপ্তাহিক ছুটির দিনে অর্থাৎ শুক্রবারে হয়ে থাকে। আমাদেরকে বরপক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল।

IMG_20250118_153613_343.jpg

শুক্রবার আমাদের এখান থেকে বরপক্ষ, কনেপক্ষের বাড়িতে যায়। সেখানে বিয়ে এবং বিয়ে-পরবর্তী অনুষ্ঠান সম্পন্ন হয়। পরদিন শনিবার কনেপক্ষ বরপক্ষের বাড়িতে আসে৷ জায়গার অভাবে অবশ্য বরপক্ষ অনুষ্ঠানের আয়োজন একটি রেস্টুরেন্টে করে। আমার প্ল্যান ছিল যাব না। কারণ যে সময় অনুষ্ঠান হওয়ার কথা, সে সময় আমি ছুটি পাব না। যদিও আমার দাওয়াত ছিল এবং আমার বাবা-মা সেখানে অংশগ্রহণ করেছিল। কিছুক্ষণ পর আমার কয়েকজন বন্ধু আমাকে ফোন করে এবং সেখানে যাওয়ার জন্য বলে। তারা জানায় তারা আমার জন্য অপেক্ষা করছে।

IMG_20250118_155520_946.jpg

তখন আমি ফার্মেসির মালিককে বিষয়টি বললাম এবং তিনি আগে থেকেই জানতেন আমার দাওয়াত ছিল। তখন তিনি আমাকে বললেন,"তুমি তাহলে যাও।" তিনি তার মোটরসাইকেলটি আমাকে দিলেন যাওয়ার জন্য। আমি বাসায় এসে প্রস্তুত হয়ে বিয়ের অনুষ্ঠান যেখানে হচ্ছিল সেখানে চলে যাই। খাওয়া-দাওয়া শেষ করে বন্ধু-বান্ধবদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিই। জায়গাটি আমি চিনতাম না। আমি জানতাম না জায়গাটিতে মোটরসাইকেল পার্কিং করার ব্যবস্থা রয়েছে। যাইহোক আমি সেনা শপিং কমপ্লেক্সের পার্কিং জোনে মোটরসাইকেল পার্কিং করেছিলাম। খাওয়া-দাওয়া এবং আড্ডা পর্ব শেষ করে আমি আবার আমার কর্মস্থলে ফিরে আসি।

IMG_20250118_160109_101.jpg

সাধারণত আমার কর্মস্থলে প্রতিদিন একই রুটিনে কাজ হয়। ব্যতিক্রম কিছু খুব একটা ঘটনা। যার কারণে আমি কর্মস্থল সম্পর্কে ডায়েরি গেম বানাতে পারিনা। এই ঘটনাটি স্মৃতিতে রাখার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।

নিজের সম্পর্কে
আমি মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছি। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছি। বিবাহিত এবং আল্লাহ একটি পুত্র সন্তানের জনক করেছেন, আলহামদুলিল্লাহ।
Sort:  
 last month 

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a nice article with us. Hope you stay active and keep engaging with everyone. If need any help then join our discord https://discord.gg/ksmVErs5.



DescriptionInformation
Plagiarism Free
AI contentHuman
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Community beneficiaries
Voting CSI8.2
Period2025-01-23
ResultNo Club

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95787.87
ETH 2804.41
SBD 0.67