জেনারেল রাইটিংঃ Better Late Than Never.
কি এক প্রসঙ্গে আমি চমৎকার একটি বাণী শুনেছিলাম। খুবই ভালো লেগেছে আমার।
Better late than never.
এটি ঠিক কার উক্তি আমার জানা নাই। এটা ইংরেজিতে একটি প্রবাদ বাক্য হিসাবে ব্যবহার হয়। সে যাইহোক, এই লানটি আমার ভীষণ পছন্দ হয়েছে এবং এই লাইন থেকে আমি প্রায়ই অনুপ্রেরণা নিয়ে কাজ করি। কত সুন্দর, কত অর্থবহ, কত গভীর একটি লাইন এটি। যদি বাংলা করি অর্থ কিছুটা এমন দাঁড়াবে,
"কখনও না করার চেয়ে দেরিতে করা ভালো।"
আরেক অর্থে রয়েছে,
কখনও না পৌছানোর চেয়ে দেরিতে পৌছানো ভালো।
দুটিই অর্থই সুন্দর এবং অনেক গভীর। আমরা অনেক কাজ সময় থাকতে করিনা বা করতে পারিনা। এজন্য পরে অনেক হতাশ হই, আফসোস করি। কিন্তু কখনই ভাবি না যে আমার দেরি হলেও কাজটা শুরু করা উচিৎ। আমার ব্যক্তিগত জীবনেও এমন অনেক ঘটনা রয়েছে। কিন্তু যখন থেকে এই লাইনটা মনে রেখেছি, তখন থেকেই আমি অনুসরণের চেষ্টা করছি। যেমনঃ আমি স্টিমিটে একাউন্ট খুলেছিলাম প্রথমে ২০১৯ সালে। যা আমি আমার পরিচিতি পোস্টে উল্লেখ করেছিলাম। এক পর্যায়ে আইডিটা আমি হারিয়ে ফেলি। কিন্তু আবার এখানে যুক্ত হই এই বছরের মাঝামাঝি। একটাই চিন্তায়, তা হচ্ছে দেরি করে হলেও শুরু করা উচিৎ ছিল।
মাঝের বেশ কিছু সময় আমি ইউটিউবের পিছনে নষ্ট করেছি। এখন ভাবী, সময়টা এখানে দিলে আরও ভালো করতে পারতাম। কিন্তু চিন্তা হচ্ছে, দেরিতে হলেও যেহেতু শুরু করেছি, এটাই আমার জন্য ভালো।
দেরিতে পৌছানোর ঘটনাটা আরও গভীর। আমরা মাঝেমাঝে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করি। আমাদের দেশে ঈদের সময় এটা প্রায়ই হয়। আর তখন দূর্ঘটনাও বেশি ঘটে এজন্য। আমরা ভাবী না যে দেরি করে যাওয়াও একবারে না যাওয়ার চেয়ে ভালো। এখানে কিন্তু দূর্ঘটনায় মৃত্যুর কথা বুঝিয়েছি। আবার, অনেক আত্মীয় কিংবা বন্ধু কিংবা শুভাকাঙ্ক্ষীর সাথে আমাদের অনেকদিন সাক্ষাৎ হয় না, যোগাযোগ হয়না। আমরা চিন্তা করি, এতদিন যোগাযোগ নেই; এখন যদি করি তবে কি মনে করবে?" এই ভেবে যোগাযোগ করিনা। কিন্তু আমরা যদি এই চিন্তা করি যে, একদমই না করার চেয়ে দেরিতে করাও ভালো তবে তখন থেকেই সম্পর্ক উন্নয়ন শুরু হয়। যা আমাদের ভবিষ্যতের জন্যই মঙ্গলজনক। কোন আত্মীয়ের বাড়িতে যাওয়ার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
এজন্য আমি এই কথাটা অনুসরণ করি। চাইলে আপনিও করতে পারেন। একদমই না করার চেয়ে দেরিতে করাই ভালো। আরেকটা কথা। $PUSS কেনার ক্ষেত্রেও একই কথা খাটে। একদমই না কেনার চেয়ে দেরিতে কেনাও ভালো। দিনশেষে আপনারই লাভ হবে।
|