বিচ্ছিন্ন যত শিশুতোষ ছড়াগুলি - স্বরচিত
আসসালামুআলাইকুম। কেমন আছেন আপনারা? এই রৌদ্রদগ্ধ দিনগুলোতে আমার হঠাৎ করেই কিছু ছন্দ লিখতে মন চাইলো। আর যেহেতু আমার এগারো সপ্তাহ বয়সী ছেলেটি এখন আমার সাথেই আছে, তাই ছন্দগুলোও কেমন যেন তার মত শিশুতোষ হয়ে উঠেছে। অর্থহীন। সেগুলোই তুলে ধরলাম আপনাদের সাথে। অবশ্যই আমার ছেলের জন্য দোয়া করবেন।
পাতাগুলি চারদিকে ছড়িয়ে।
হাতি এসে দিয়ে গেল মাড়িয়ে,
গৃহস্ত কাঁদছে মাটিতে গড়িয়ে।
টুনি এসে তাকে ধরল জড়িয়ে,
লোকে গেল হাতির পিছে দৌড়িয়ে,
হাতি এলো তাদেরকে তাঁড়িয়ে,
বিশ্বাস করো, বলিনি কিছু বাড়িয়ে।
লম্বা লম্বা বাঁশ, তার চিকন চিকন ডাল
বাঁশ কাটতে গিয়ে দাদুর হলো যে কাল!
সেখানে ছিলো সাপের বাসা, তারপরেই খাল।
সাপ দিয়েছে ছোবল, তাতে দাদুর দশা বেহাল।
ইশ! দাদু যদি না ধরত জেদ, চাচার সাথে কাল।
এখন দাদু পান চিবোতো, হতো না এমন হাল।
দাদু এখন সুস্থ আছে, শুনে আমি দিচ্ছি ফাল,
দাদুর সাথে খেলবো আবার, আসুক সকাল।
মাঝ নদী, ঝড় নেই, নৌকা বয়ে যায়
তাতে বসে আছে মানুষ, মাঝি দাঁড় বায়।
ধীরে ধীরে, খুব ধীরে, নৌকা আগায়।
কে এলো? কে এলো? - রব ওঠে পাড়ায়!
কোলাহল, জনগণ তীরে এসে দাঁড়ায়।
এসেছে নববধূ, বর হাত বাড়ায়।
আলীমের ছেলে সে, পাড়াবাসী জানায়।
নববধূ নেমে এসে নতুন গৃহে পা বাড়ায়।
মেঠোপথ চলে গেছে আঁকাবাকা
ভরদুপুরে পথ থাকে ফাঁকা।
গরুর গাড়ি যায়, তার চার চাকা।
মেঠোপথে থাকে কৃষাণের ছবি আঁকা।
এই পথ চলে গেছে বহুদূর।
থেমেছে কোথা, নেই সদুত্তর।
এই পথ স্বাক্ষী কত কিছুর।
এই পথে হেঁটে গেছে কত বাহাদুর।
এই গেল চাষী।
তাকে মোরা ভালোবাসি।
তার মুখে থাকে হাঁসি।
সে আমাদের চাষী।
সে ফলায় সোনার ফসল।
তার দিতে হয় মুষল।
কেউ করেনা বিনিময় কুশল।
সবাই ভোগ করে তার সুফল।
ছড়াগুলো এমন ভাবে লেখার চেষ্টা করেছি যাতে মনে হয় আমি আমার বাচ্চাকে চেনাচ্ছি এসব। এটা আমার মনের কল্পনা হতে পারে। কিন্তু বাস্তবতা আরও দূরে। যাইহোক, ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
|
কলা গাছের কবিতাটা অনেকটাই তালগাছ কবিতার মত ভাইয়া। আমার তো কবিতাটা পড়তেই তালগাছ কবিতার কথা মনে পড়ে গেল। দারুন ভাবে কবিতা লিখেছেন। ভীষণ ভীষণ ভালো লাগলো ভাইয়া ধন্যবাদ।
হুম। কিছুটা প্রভাব আছে কলাগাছ কবিতায় তালগাছ কবিতার। ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো।
অনেক সুন্দর ছোট ছোট কবিতা লিখেছেন আপনি। কবিতাগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে । আপনার সন্তানের জন্য দোয়া করি। সব সময় যেন আপনার সন্তান সুস্থ থাকে সেই দোয়া রইল। কবিতা গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।
ধন্যবাদ এবং ধন্যবাদ। আমিও আপনার এবং আপনার পরিবারের সুস্থতা কামনা করি।