ডেন্টাল চিকিৎসা এবং আমাদের সাধারণ একটি ভুল - জেনারেল রাইটিং
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সাথে আমি জেনারেল রাইটিং শেয়ার করব। মূল বিষয়বস্তু হচ্ছে দন্ত চিকিৎসা এবং অভিভাবকদের ভুল।

আমি আগে যে ফার্মেসিতে কাজ করতাম, সেখানে একজন ডেন্টাল ডাক্তারের চেম্বার আছে। তিনি অনেক বছর ধরেই এখানে চেম্বার করছেন। তার রোগীর সংখ্যাও অনেক। বিশেষ করে আমাদের আশেপাশে ডেন্টাল ডাক্তার খুব একটা পাওয়া যায় না। আমাদের এলাকাতেই অনেকগুলো চেম্বার রয়েছে ডেন্টাল চিকিৎসার জন্য। কিন্তু ওই ডাক্তার ছাড়া অন্য কোন চেম্বারে ডাক্তার নেই। তারা হয় কম্পাউন্ডার ছিল, না হয় ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট ছিল। যার কারনে তাদের কারো নামের আগেই ডাক্তার শব্দটি লেখা নেই।
ডাক্তারের কাছে বয়স্ক রোগীরা যেমন দাঁত ঠিক করতে, দাঁতের পুডিং করতে, রুট ক্লিন করতে; ইত্যাদি ইত্যাদি কাজে আসে। তেমনি ছোট বাচ্চাদেরকেও অভিভাবকরা নিয়ে আসে দাঁত তোলার জন্য। আমার দীর্ঘ অভিজ্ঞতায় আমি যা দেখেছি, বেশিরভাগ বাচ্চারাই সর্বপ্রথম যখন আসে তারা ভয়ে ভিতরে যেতে চায় না। ভিতরে গেলেও কান্নাকাটি করে। এমত অবস্থায় ডাক্তার ওই বাচ্চার দাঁত তুলেন না। গার্ডিয়ানদেরকে বলেন বাচ্চাকে বুঝিয়ে শুনে শান্ত করে নিয়ে আসার জন্য। কোন অবস্থাতেই কান্নারত অবস্থায় কোন বাচ্চার দাঁত উনি তুলেন না।
সব সময় যেমনটা হয়, বাচ্চাদেরকে বুঝিয়ে শুনিয়ে, আইসক্রিমের লোভ দেখিয়ে রাজি করানোর পর যখন তার তার দাঁত তোলা হয় সেই বাচ্চা হাসতে হাসতে চেম্বার থেকে বের হয়। এর ব্যতিক্রম কখনো হয়নি।
এক বাচ্চার কথা আমার মনে আছে। তাকে যখন প্রথম এই চেম্বারে নিয়ে আসা হয়েছিল, সে কোন অবস্থাতেই দাঁত তোলার জন্য রাজি হচ্ছিল না। তার অভিভাবক অনেকক্ষণ সময় ব্যয় করে শেষ পর্যন্ত চেম্বার থেকে সেদিনের মত চলে যান। পরদিন আবার তাকে নিয়ে আসা হয়। এই দিন চেম্বারে রোগী একটু কম ছিল। ডাক্তার নিজেও আগের দিনের মতোই তাকে বোঝানো শুরু করলেন। এক পর্যায়ে সে রাজি হল এবং তার দাঁত তোলা হল। সে চেম্বার থেকে হাসতে হাসতে বের হলো।
তখন তার অভিভাবক তাদের আগের ভুলটি স্বীকার করলেন এবং তা আমাদের কাছে খুলে বললেন। এর আগে বুঝতে না পেরে তারা এক কম্পাউন্ডারের কাছে নিয়ে গিয়েছিলেন মেয়ের দাঁত তোলার জন্য। একপ্রকার জোর করেই মেয়েটির দাঁত তুলে ফেলে সেই কম্পাউন্ডার। মেয়েটি তখন প্রচন্ড ব্যথা পেয়েছিল। সেই অবস্থা থেকে তার মধ্যে এক ধরনের ট্রমা তৈরি হয় যা সে ভাঙতে পারছিল না। এই কারণে সে আগের দিন এবং এদিনও রাজি হচ্ছিল না। কিন্তু ডাক্তারের মধুর ব্যবহার তাকে মুগ্ধ করে এবং সে রাজি হয়। সৌভাগ্যবশত তার ট্রমাও কেটে যায়।
আমরা অনেক সময় এই ধরনের ভুলগুলো করে থাকি। কেউ না জেনে কিংবা কেউ টাকা বাঁচানোর জন্য একজন প্রফেশনালের কাছে না গিয়ে কোনভাবে কাজ শিখেছে বা কাজ জানে এমন লোক দিয়ে কাজ করায়। এতে কখনো কখনো হিতে বিপরীত হতে পারে। কখনো কখনো ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনা। এর দায়ভার তাকেই নিতে হবে যে কাজ করাতে গিয়েছিল। জেনে হোক না জেনে হোক কখন প্রফেশনাল নয় এমন লোক দিয়ে কাজ করানো উচিৎ না। বিশেষ করে জটিল কাজগুলো। এই বিষয়ে আমাদের সচেতন হতে হবে।

Link: https://x.com/akib_66/status/1916145564242137485?t=Al9st-wBJqcb0a7YIFf_Yw&s=19
গত পোস্টের পর থেকে অফিসিয়াল দুই একাউন্টে একটি টুইট-ই হয়েছে।