স্কুল শিক্ষকের জন্য তাঁর পদবী হয়ে গেল মার্চেন্ট!!!

in Cric-World 🏏3 years ago


image.png
source

ভারতীয় ক্রিকেটের মহান ব্যাটসম্যান বিজয় মার্চেন্ট। রঞ্জী ট্রফিতে যার গড় ৯৮ এর বেশী (দ্বিতীয় - শচীন তেন্ডুলকার ৮৯)। প্রথম শ্রেণিতে তা আবার ডন ব্র্যাডম্যানের পরেই (৭১.৬৪)। বিশ্বযুদ্ধ ও সংগঠকদের অপেশাদারিত্ব তার জীবন থেকে কম করেও কুড়িটা টেস্ট কেড়ে নিলেও ৪০ বছর বয়সেও তাকে টেস্টে শতরান করতে দেখা গেছে। বিজয় মার্চেন্ট ১০টি সরকারি টেস্টে ৩টি শতরান সহ ৮৫৯ রান করেন ৪৭ গড়ে; ২১টি বেসরকারি টেস্টে ৪টি শতরান সহ ১৫৪৩ রান করেন ৫১.৫৩ গড়ে। প্রথম শ্রেণির খেলায় ৪৫টি শতরান আছে তাঁর ; যার মধ্যে ১১টা ডবল সেঞ্চুরি। তার মধ্যে ১টা ট্রিপল।


image.png
source

সাধারণতঃ রক্ষণাত্মক ব্যাটিং করতেন তিনি। ডবল সেঞ্চুরি গুলির দুটি বাদে সব কটা ইনিংসেই ৫ঘন্টা ব্যাটিং করেছেন। ওই দুটি ইনিংসের একটাতে ৪ ঘন্টা ২৭ মিনিট ব্যাট করে পশ্চিম ভারতীয় রাজ্যেসমূহের বিরুদ্ধে ২১৭ তোলেন ও রুসি মোদির সঙ্গে মিলে ৩৭৩ রান তোলেন। আর একটাতে মাত্র ৩ ঘন্টা ৩৫ মিনিটে ২০৫ করেন ২৩টা ৪ মেরে সাসেক্স এর বিরুদ্ধে ১৯৪৬ সালে। একবার (ডিসেম্বর, ১৯৪৪) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রেড ক্রস ফান্ডের জন্য সিসিআই এর হয়ে খেলতে নেমে বিজয় হাজারের সঙ্গে ৩৮২ রানের জুটি গড়েন। বিপক্ষে মুস্তাক আলী, সি কে নাইডু , রেগি সিম্পসন, ডেনিস কম্পটন ও জো হার্ডস্টাফ ছিলেন সার্ভিসেসের পক্ষে। এই দুই বিজয়ের জুটির পুনরাবৃত্তি ঘটে ১৯৫১-৫২ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে। এটাই তাঁর জীবনের শেষ টেস্ট। সেবারও হাজারের সঙ্গে ২১১ রান যোগ করেন। দুটি ইংল্যান্ড সফরে টেস্ট সহ প্রথম শ্রেণির খেলায় ৬০ এর বেশী গড়ে ৪৬৫৭ রান করেন (১২টি শতরান)। জে.জি.গ্রেগের তৈরী বোম্বে ব্যাটিং ঘরানা যা বিঠ্ঠল ও জয়ের হাত ধরে এগিয়ে চলছিল তা নতুন রূপ নেয় মার্চেন্টের হাতে যা শচীন তেন্ডুলকারের আগে অবধি একই ছিল।

Sort:  

Beautiful dress I think you preparing for diwali

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.11
JST 0.034
BTC 66269.58
ETH 3204.67
USDT 1.00
SBD 4.24