😂club5050😇 the diary game season-3 ||11-12-2021|| 30% benifisary @hive-138339 🇧🇩

in Steem Bangladesh3 years ago

হ্যালো বন্ধুরা,
আসসালামুআলাইকুম,

শুভ সকাল! কেমন আছেন আপনারা।আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আমি আপনাদের সামনে সারাদিনের ডায়েরি শেয়ার করব আশা করি সকলের ভালো লাগবে।



সকাল


প্রতিদিনের মতো আজকে সকালে ঘুম থেকে ওঠে ব্রাশে টুথপেষ্ট নিয়ে ওয়াশ রুমে গিয়ে কিছুক্ষণ ব্রাশ করার পর হাত মুখ ধৌত করি। এরপর ঘরে এসে গামছা দিয়ে মুখ মুছি।তারপর সকালের নাস্তা করে প্রাইভেট গেলাম। প্রাইভেটে ঘন্টা খানিক বই পড়ার পর বাসায় আসি।বাসায় এসে সকালের খাওয়া-দাওয়া করি।সকালের খাওয়া দাওয়া শেষে গেলাম ধান ক্ষেতে। আমাদের বাসায় কিছু লোক ধান কাটছে। তাদের জন্য খাবার নিয়ে গেলাম।

IMG_20211209_133131.jpg



দুপুর


বাসায় দুপুর হয়ে যায়। এরপর দুপুরে গোসল করি। তারপর দুপুরের খাওয়া-দাওয়ার করার পর বিছানায় গিয়ে সুয়ে পড়ি।সুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যাই।এরপর ঘন্টা খানিক পরে গুম থেকে ওঠে বাহিরে গিয়ে ফ্রেশ হই। তারপর বাবার সাথে বাজারে গেলাম।

IMG_20211208_170756.jpg



সন্ধ্যা


বাবার সাথে বাজারে গিয়ে সন্ধ্যা হয়।তারপর বাবা নামাযে যাই আমি আর আমার বন্ধুসহ বাজারে ঘুরাঘুরি করি।বাজারে ঘুরাঘুরি করার পর দুজনে মিলে হোটেলে গিয়ে নাস্তা করি। নাস্তা করা হলে বাবা আমাকে ফোন দিয়ে বলে যে বাসায় যাব। তারপর আমি আর আমার বাবা সহ বাসায় এসে রাত ৯ টা বাজে। বাসায় এসে ফ্রেশ হয়ে রাতের খাওয়া-দাওয়া করি।এরপর ঘুমিয়ে যাই।

IMG_20211208_185026.jpg

সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এই করোনা মহামারী পরিস্থিতিতে সতর্কতার সহিত আমরা চলাফেরা করব এবং সচেতন থাকব অন্যকেও সচেতন হওয়ার জন্য উৎসাহিত করব।আমার ব্লগটি পরিদর্শন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।

ইতি,

@saad55

Sort:  
 3 years ago 

আপনি খুব সুন্দর ভাবে দিনটি কাটিয়েছেন ।সরিষার ফুলের ছবি সুন্দর ছিলো বেশ।ধন্যবাদ ।

 3 years ago 

অসাধারণ একটা দিন অতিবাহিত করেছেন ভাই।

You have been upvoted by @sm-shagor, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.


Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!

Joining #club5050 for Extra vote.😊

Steem On

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 60993.82
ETH 3387.87
USDT 1.00
SBD 2.49