একজন দক্ষ ইঞ্জিনিয়ার দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ:

in Incredible India2 years ago
প্রিয় ইস্টিমিয়ান

আমার পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।আজ আপনাদের মাঝে একটি ভিন্নধর্মী পোস্ট তুলে ধরার চেষ্টা করছি,বিষয়বস্তুতি হল একজন দক্ষ ইঞ্জিনিয়ার দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

IMG_20230502_124708~2.jpg

বর্তমান আমাদের দেশগুলো এগিয়ে যাচ্ছে ইঞ্জিনিয়ারের হাত ধরে।সেটা হোক সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিরামিক,ইত্যাদি।আমাদের দেশের প্রায় আশি শতাংশ কাজ ইঞ্জিনিয়ার এর হাত ধরে হয়ে থাকে।আমি যেহেতু সিভিল ডিপার্টমেন্টে পড়ি তাই সিভিল ডিপার্টমেন্টের সম্পর্কে কিছু আলোচনা করছি।

একজন সিভিল ইঞ্জিনিয়ার দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একজন সিভিল ইঞ্জিনিয়ার অনেক ধরনের কাজ করে থাকেন যেমন বাড়ী নির্মাণ, বাঁধ নির্মাণ,রেল পথ নির্মাণ সড়ক পথ নির্মাণ ইত্যাদি।আমাদের বসবাস করার জন্য ঘরবাড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আর এই ঘরবাড়ি নির্মাণ করে থাকে একজন সিভিল ইঞ্জিনিয়ার।তার অনেক ধরনের দায়িত্ব ও কর্তব্য থেকে থাকে সে এ দায়িত্ব গুলো সততা ও নিষ্ঠার সঙ্গে করে থাকেন।

pexels-photo-1078879.jpeg
source

একটি প্রজেক্ট নির্মাণ করতে একজন ইঞ্জিনিয়ার কতগুলো দায়িত্ব পালন করে থাকেন তা হল:

  • তিনি নির্মাণকাজের সমস্ত ইঞ্জিনিয়ারিং ডাটা সংগ্রহ করত স্বীয়কৃত জরিপের সহায়তায় একটি সাইট প্ল্যান প্রণয়ন ও তার ড্রয়িং সম্পুর্ণ করবেন।

  • তিনি প্রস্তাবিত কাজের লে-আউট স্থাপন করবেন এবং স্বীয় এলাকার কাজের বাস্তবায়ন পুঙ্খানুপুঙ্খ তদারকি করবেন।

  • তিনি সকল কাজের পরিমাপ গ্রহণ করবেন এবং রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ও তার সহকারীদেরকে তা নিরীক্ষা করতে সহায়তা করবেন।

  • তিনি সকল কাজের চলতি বিল এবং চূড়ান্ত বিল প্রণয়ন করবেন এবং যথাসময়ে তা ঊর্ধ্বতন অফিসারের নিকট জমা দিবেন ।

  • তিনি কাজ শেষ হওয়ার পর পরই সমাপনী প্ল্যান জমা দিবেন।

  • তিনি মাস্টার রোল শ্রমিকদের মাস্টার রোল সঠিকভাবে প্রণয়ন ও রক্ষণাবেক্ষণ করবেন এবং নির্দিষ্ট সময়ে জমা দিবেন।

  • তিনি দৈনিক ভিত্তিতে নিযুক্ত শ্রমিকদের কাজ তদারকি করবেন এবং তাদের রিপোর্ট নিরীক্ষার জন্য প্রেরণ করবেন।

  • সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মূলত রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টরের এজেন্টের মধ্যে লিয়াজো বা সেতুবন্ধক হিসেবে কাজ করবেন।

  • একজন প্রযুক্তিবিদ বা পরিকল্পনাবিদদের প্ল্যান এবং ডিজাইন ক্র্যাফটসম্যান বা সুদক্ষকর্মীদের কাছে ব্যক্ত করতে বা বুঝতে সক্ষম হবেন এবং দক্ষতার সাথে তাদের পরিচালনা ও তদারকি করবেন।

pexels-photo-8961134.jpeg
source

আন্তজাতিকভাবে প্রতিনিয়ত ইঞ্জিনিয়ারের সংখ্যা বাড়তে থাকলেও সকল দেশে নিজের ক্যারিয়ার গড়ে তোলা সহজ বিষয় নয়।আমরা যে যে বিষয় নিয়ে পড়ি না কেন আমরা যদি সেই বিষয়ে যদি দক্ষতা অর্জন করি সেক্ষেত্রে আমাদের যেমন উপকার তেমনি দেশের জন্য উপকার।

আপনাদের মাঝে যেভাবে পোস্ট করা দরকার সেভাবে পোস্ট করতে পারি না, কিন্তু চেষ্টা করব সামনে আরো ভালো কিছু লেখার জন্য।অনেক কথাই বললাম আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

TQ.png

DeviceName
AndroidNokia C21 pro
Camera16px camera
LocationBangladesh, bogura 🇧🇩
Short by@rxsajib

Q.png

Sort:  
 2 years ago 

Amigo es muy cierto un ingeniero civil es muy importante para cualquier obra que se esté realizando ya que el está capacitado para realizar el trabajo en el área que le corresponde. Saludos y bendiciones.🤗

 2 years ago 

Thank you🥰

Loading...

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 97445.74
ETH 3477.06
USDT 1.00
SBD 3.16