সিউয়ার পাইপের উপাদান নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ:

in Incredible Indialast year
HI EVERYBODY

আমার পক্ষ থেকে জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভাল আছেন। আমি আজ আপনাদের মাঝে যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব সে বিষয়টি হলো:
সিউয়ার পাইপের উপাদান নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ :

pexels-photo-770224.jpeg
source

এর আগেও আমি সিউয়ার পাইপ নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু তখন হয়তো অনেকে সিউয়ার মানেটা কি বুঝতে পারেননি তাই বিষয়টি আবার তুলে ধরলাম।

সিউয়ার : সিউয়ার হলো ভূগর্ভস্থ পাইপ, যার ভিতর দিয়ে সিউয়েজ অপসারিত হয় ।
সিউয়ারেজ : পানিবাহিত ব্যবস্থায় ভূগর্ভস্থ সিউয়ার পাইপের মধ্য দিয়ে সিউয়েজ বা পয়ঃমলকে শোধনাগারে বা উপযুক্ত স্থানে নেয়ার ব্যবস্থাকে সিউয়ারেজ বা সিউয়েজ নিষ্কাশন ব্যবস্থা বলে ।

সিউয়ার পাইপ বিভিন্ন উপাদানে তৈরি হতে পারে। কংক্রিটের পাইপ, ইস্পাতের পাইপ ইত্যাদি। এ ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে, কোন উপাদানের তৈরি পাইপ স্থাপন করা হবে। মোটামুটি বেশির ভাগ সুযোগ-সুবিধা যেন পাইপ থেকে টেকসই ও যথোপযুক্ত হয়। তাই সিউয়ার পাইপের উপাদান নির্বাচন করার জন্য নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করতে হবে, যথা-

pexels-photo-11370711.jpeg
source

১। স্থায়িত্ব :

সিউয়েজের মধ্যস্থ অম্ল বা অন্য কোনো রাসায়নিক পদার্থের প্রভাবে কিংবা তড়িৎ রাসায়নিক প্রক্রিয়ায় সিউয়ার পাইপ ক্ষয়ে যেতে পারে। এতে ক্রমে ক্রমে পাইপ ফুটো হয়ে যায়। তাই এসব বিরূপ অবস্থার মধ্যে পাইপকে টিকে থাকার মতো স্থায়িত্ব গুণসম্পন্ন হতে হয়।

২। সামর্থ্য :

সিউয়ার পাইপকে বেশির ভাগ ক্ষেত্রে মাটির নিচে স্থাপন করা হয়। ফলে এর উপর দিয়ে চলাচলকারী ভারী যানবাহনসহ বিভিন্ন প্রকার চাপ পড়ে। এ ছাড়া অনুপ্রস্থ চাপ এর পরিমাণও কম নয়। অনেক ক্ষেত্রে নরম ও আলগা মাটিতে পাইপ স্থাপন করার দরুন মাটি বসে যেতে পারে। তাই পাইপ যথেষ্ট শক্ত না হলে পরিবহন ও কান্ডোর সময় নড়াচড়ার দরুন এটা ভেঙে যাওয়া খুবই স্বাভাবিক। সিউয়েজ উদ্ভূত গ্যাস পাইপ থেকে বের হয়ে যাওয়ার ব্যবস্থায় ত্রুটি থাকলে কিংবা পর্যাপ্ত না হলে পাইপের অভ্যন্তরে গ্যাসের পরিমাণ বৃদ্ধি পেয়ে এতে যথেষ্ট চাপ প্রয়োগ করতে থাকে। অতএব, সেক্ষেত্রে পাইপকে যথেষ্ট মজবুত হওয়া বাঞ্ছনীয়।

pexels-photo-1381938.jpeg
source

৩। আর্থিক সুবিধা :

পাইপটি যে উপাদানে তৈরি হবে তা খুব দামি হলে সেটি ক্রয় করা কষ্টসাধ্য হবে। উপরন্তু সিউয়েজ' নিষ্কাশন ব্যবস্থায় অর্থ সংকুলান সম্ভব হবে না। পূর্ণ ক্ষমতায় প্রবাহিত হলে বিভিন্ন সেকশনে ১০০ কিউসেক সিউয়েজ পরিবহনের খরচ নির্ধারণ করা হয়। তাই পাইপটি জয় করতে যেন আর্থিক সুবিধা পাওয়া যায়। সেদিকে খেয়াল রেখে পাইপ নির্বাচন করতে হবে।

৪। অপ্রবেশ্য প্রকৃতি :

সিউয়ার পাইপকে পানি বা অন্য যেকোনো তরল পদার্থের পক্ষে অপ্রবেশা গুণসম্পন্ন হওয়া উচিত। অন্যথায় পাইপ থেকে সিউয়েজ চুইয়ে চুইয়ে বেরিয়ে এসে বাইরের পরিবেশকে দূষিত করবে কিংবা ভূগর্ভস্থ পানি পাইপের মধ্যে প্রবেশ করে সিউয়েজ এর পরিমাণ বৃদ্ধি করবে।

৫।পাইপ স্থাপন ও জোড়া দেয়ার সুবিধা :

পাইপ স্থাপনের কাজ যেন অতি সহজে সম্পাদন করা যায় এবং এটি যে উপাদানের তৈরি তাতে ঘোড়া দেয়ার কাজে যেন কোনরূপ বেগ পেতে না হয়। বরং সফলতার সাথে জোড়া দেয়া হলে জোড়াস্থান যেন মজবুত ও শক্তিশালী এবং বাহিরের পানি অপ্রবেশ্য হয় তাই কাম্য।

pexels-photo-357440.jpeg
source

৬। মেরামতের কাজে সুবিধা :

যে উপাদানের পাইপ পরবর্তীকালে প্রয়োজনে মেরামত করতে বা কোনো খণ্ডকে বা সম্পূর্ণ অংশকে পরিবর্তন করতে সহজ হয়, সে উপাদানের পাইপ ব্যবহার করাই বাঞ্ছনীয়।

৭। ঘর্ষণজনিত প্রতিরোধ :

পাইপের ভিতরের পৃষ্ঠে ঘর্ষণজনিত প্রতিরোধের ফলে সিউয়েজের প্রবাহকে কমে গিয়ে পাইপ ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে পারে। এমন উপাদানের পাইপ বাছাই করতে হবে, যাতে ঘর্ষণজনিত প্রতিরোধ কম হয়।

আছি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

TQ.png

DeviceName
LocationBangladesh, bogura 🇧🇩
Short by@rxsajib

Q.png

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.028
BTC 76323.20
ETH 2986.08
USDT 1.00
SBD 2.62