ব্যস্ততায় কাটানো একটি দিন।

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


গত কয়েকদিন ধরে মনটা বেশ খারাপ। তবে মন যত খারাপই থাকুক না কেন। মানুষের জীবন কখনো থেমে থাকে না। জীবন তার আপন গতিতে এগিয়ে চলে। তেমনি আমাকেও চলতে হচ্ছে। যে মানুষটা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় তার অধ্যায়ের সেখানেই শেষ। তবে পেছনে তার যে সমস্ত স্বজনেরা জীবিত রয়ে যায়। তাদের জন্য বেশ কিছু কাজ রয়ে যায়। সেই সমস্ত কাজেই কিছুটা ব্যস্ত সময় অতিবাহিত করছি। আজকে দিনটা অনেক ব্যস্ততায় কেটেছে।

IMG_20230205_174815.jpg

গতরাতে ভালো ঘুম না হওয়ার কারণে আজকে শরীরটাও বেশ খারাপ লাগছিল। তবে শরীর যত খারাপই লাগুক না কেন নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করতেই হয়। সেজন্যই শরীর খারাপ লাগে সত্ত্বেও আজকের দিনটা যথেষ্ট ব্যস্ততায় কাটাতে হয়েছে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে গিয়েছিলাম খালা বাড়িতে। সেখানে আগে থেকেই পরিকল্পনা করে রাখা ছিল যে বেলা ১১ঃ০০ টার দিকে আমি এবং আমার আরো কয়েকজন আত্মীয় মিলে বাজারে যাব। বাজারের বিরাট বড় একটা ফর্দ আগে থেকেই তৈরি করা ছিল। সেই বাজারটা কিভাবে করা হবে সেটা নিয়ে আগের রাতে সমস্ত পরিকল্পনা করা হয়েছে।

IMG_20230205_174810.jpg

সেই পরিকল্পনা মোতাবেক পরদিন সকালে সবার ১১টার দিকে বাজারে যাওয়ার কথা। কিন্তু আমাদের শেষ পর্যন্ত বাসা থেকে বের হয়ে বাজারে যেতে যেতে প্রায় বারোটা বেজে গিয়েছিল। বাজারে পৌঁছে আমরা প্রথমে গিয়েছিলাম ফরিদপুর শহরের যেখানে হাট বসে সেখানে। উদ্দেশ্য ছিল সেখান থেকে টাটকা কিছু জিনিসপত্র কেনা। সেই সাথে সেখানকারী একটি বড় পাইকারি দোকান থেকে বাদবাকি বাজার গুলো করে নেয়া। যাইহোক বেলা বারোটার দিকে সেখানে পৌঁছে আমরা প্রথমে একটি দোকানে গিয়ে সেখানে লিস্টের যে সমস্ত জিনিস পাওয়া যাবে সেগুলো দিতে বললাম। তারা জানালো তাদের কিছুটা সময় লাগবে। আমরা তখন তাদেরকে সমস্ত মালামাল প্রস্তুত করতে বলে অন্য কেনাকাটার দিকে মনোযোগ দিলাম।

IMG_20230205_174824.jpg

আমাদের লিস্টে ঘী কেনার কথা উল্লেখ করা ছিলো। কিন্তু ঘি কোথা থেকে কিনব সেটা বুঝতে পারছিলাম না। কারণ বাজারে যে সমস্ত ঘি কিনতে পাওয়া যায় তার বেশিরভাগই ভেজাল ঘি। বেশ কিছুক্ষণ চিন্তাভাবনার পর ঠিক করলাম মিষ্টি দোকান থেকে ঘি কিনব। কারণ মিষ্টির দোকানগুলিতে প্রতিদিন প্রচুর পরিমাণে দুধ ব্যবহার হয়। তারা সেই দূর থেকে ঘি তৈরি করে। তাদের ঘি তুলনামূলক বাজারের অন্য ঘি থেকে ভালো। পরিচিত এক মিষ্টির দোকানে গিয়ে ঘি এর দাম জিজ্ঞেস করলে সে জানালো সাধারণত তারা ১৪০০ টাকা কেজি বিক্রি করে। তবে পরিচিত হওয়ার জন্য আমাকে বলল আপনার আপনারা নিলে কেজি পড়বে ১৩০০ টাকা।

IMG_20230205_174858.jpg

যেহেতু বাজারের অন্য ঘি এর উপর আমার একেবারে আস্থা নেই। তাই তাকে বললাম ঠিক আছে তাহলে আমাকে এক কেজি ঘি দিন। তিনি তখন তার কর্মচারীকে ঘি দিতে বললে কর্মচারী মেপে দেখে সেখানে এক কেজি ঘি নেই। পরিমাণে কিছুটা কম আছে। আমি তখন বললাম যতটুকু আছে সেটাই দিন। কারণ ঘি টা দেখে মনে হচ্ছিল বেশ ভালো হবে। যাইহোক ঘি কেনা শেষ হওয়ার পর গুড়া মশলা কেনার জন্য আমরা বাজারের প্যাকেট মসলা না কিনে একটি মিলে গেলাম। সেখান থেকে তাদের ভাঙানো গুড়া মশলা কিনলাম। যেই মিলে মসলা কিনতে গিয়েছিলাম। আমি অনেক আগে থেকে তাদের কাছ থেকে মসলা কিনে থাকি। তাদের মসলা বাজারের অন্যান্য প্যাকেট মসলা থেকে অনেক ভালো।

IMG_20230205_174754.jpg

যাইহোক এভাবে আস্তে আস্তে লিস্ট ধরে সবকিছু কেনাকাটা শেষ করলাম। সব প্রায় একই জায়গায় পাওয়া যায় যাওয়ার কারণে আমাদের বাজার শেষ হতে খুব বেশি সময় লাগলো না। আমাদের সমস্ত বাজার করা শেষ হয়ে গেলো। কিন্তু সমস্যা হচ্ছিল আমাদের কাছে অনেকগুলো ব্যাগ হয়েছিল বাজারের। হাটের দিন হওয়ায় আমরা যেখান থেকে সবকিছু কিনেছিলাম সেখানে রিক্সা বা অটো রিক্সা কোন কিছুই আসতে পারছিল না। যার ফলে কিভাবে এত মালামাল নিয়ে রাস্তা পর্যন্ত যাব সেটা চিন্তা করছিলাম।

IMG_20230205_174757.jpg

তখন আমাদের দোকানদার পরামর্শ দিল আপনারা পাশের রাস্তায় গিয়ে দাঁড়ান। আমি লোক দিয়ে সেখানে মালপত্র পাঠিয়ে দিচ্ছি। ওখান থেকে আপনারা সহজে রিক্সা বা অটো রিক্সা পেয়ে যাবেন। তার এই আইডিয়াটা আমার খুব পছন্দ হলো। তখন আমরা পাশের রাস্তায় গিয়ে দ্রুত একটি অটো রিক্সা ঠিক করে ফেললাম। তারপর সবাই মিলে সেই সমস্ত মালপত্র উঠিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসার উদ্দেশ্যে যাওয়ার পথে মনে মনে চিন্তা করছিলাম আর কি কি বাকি রয়ে গেলো? আর সেগুলো কখন কিনতে যাব? এসব চিন্তা করতে করতে অল্প সময় আমরা বাসায় পৌঁছে গেলাম। পরে বিকালে বাদবাকি কেনাকাটা শেষ করেছিলাম।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানফরিদপুর বাজার

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  
 2 years ago 

অনেক ব্যস্ততার মধ্য দিয়ে দিনটি পার করেছেন তাহলে। বাজারের লিস্ট আগেই পরিকল্পনা করে রেখেছিলেন সেজন্য একটু সহজ হয়েছে। বাজারে গেলে আসলেই অনেক ব্যস্ততা আর তাড়াহুড়োর মধ্যে শেষ করতে হয়। একটি কথা ঠিক বলেছেন বর্তমান বাজারে ভেজাল দ্রব্যের পরিমাণ বেড়ে গিয়েছে। তবুও নিজের বুদ্ধিমাত্রা কাজে লাগিয়ে ভেজাল দ্রব্য মুক্ত জিনিস কিনতে হবে। মিষ্টির দোকান থেকে ঘি কিনেছেন এটা একটা অভিজ্ঞতা হলো আমার। বুঝতে পেরেছি ভাই এত বাজার কিসের জন্য খালাতো ভাইয়ের মৃত্যুতে মিলাদ মাহফিল আশা করি। আপনার খালাতো ভাইয়ের জান্নাতুল ফেরদৌস পান সেই দোয়া করি।

 2 years ago 

যে মানুষটি পৃথিবী থেকে চলে গেছে সে হয়তো চলেই গেছে। কিন্তু আত্মীয়-স্বজনরা সবাই তার শূন্যতা অনুভব করছে। আসলে জীবন জীবনের মতই চলে। হয়তো জীবনের গতি আগের মত থাকে না। তবুও জীবন চালাতে হয়। কিংবা নিজের দায়িত্বে ফিরতে হয়। যাইহোক ভাইয়া বাজার করার অভিজ্ঞতা জেনে ভালো লাগলো। আসলে মাঝে মাঝে ভালো জিনিস খুঁজতে গেলে অনেকটা সময় লেগে যায়। অবশেষে ভালো মানের ঘি পেয়েছেন জেনে ভালো লাগলো।

 2 years ago 

মানুষ কে পৃথিবী হতে যেতে হবে এটাই নিয়ম। সে নিয়মে একদিন চলেও যায়। আর তারপর তার পরিবার পরিজন হয শোকে কাতর। শত শোকের মাঝেও আপনি এক ব্যস্তময় দিন কাটালেন। সকাল বারোটায় বাজারে যেয়ে এত এত কেনা কাটা কত যে ঝামেলার সে শুধু আপনিই অনুভব করেছেন। আবার ঘি নিয়ে আরেক ঝামেলা। তবু দোয়া রইল আপনার প্রতি আপনি শত ঝামেলা আর শোক কাটিয়ে অনেক তাড়াতাড়ি ষ্বাভাবিক জীবনে ফিরে আসেন।

 2 years ago 

ভাইয়া সমস্ত পোষ্ট টা পড়ে বুঝতে পারলাম দিনটি আপনার খুব ব্যস্ততার মাধ্যমেই গেছে। এত গুলো বাজার করেছেন, পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলাম। ঘি,মসলা, এগুলো কিনার মাধ্যমে বুঝলাম আপনার বাজার করার ভালই অভিজ্ঞতা রয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এটা ঠিক বলেছেন ভাইয়া,মানুষ চিরদিন জীবিত থাকে না।কিন্তু যে চলে যায় সে হয়তো ভালোই যায় কিন্তু বাকি আত্মীয়দেরকে সমস্যার ভিতরে রেখে যায়।এটাই জগতের নিয়ম।যাইহোক পরিকল্পনা অনুযায়ী বাজার করেছেন জেনে ভালো লাগলো।দেখে নেওয়াটা বুদ্ধিমানের কাজ করেছেন, ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 53948.70
ETH 2245.46
USDT 1.00
SBD 2.29