রেনডম ফটোগ্রাফি পোস্ট। ১০% সাইফক্স।

in আমার বাংলা ব্লগ3 years ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


কিছু দিন আগে আমি কয়েকটি পর্যটন স্পটে ঘুরতে গিয়েছিলাম। যায়গা গুলো ছিলো অত্যনত সুন্দর। আমি দুটি জায়গা ঘুরে বেশ কয়েকটি স্পট দেখেছি। প্রতিটি জায়গা ছিলো খুবই সুন্দর। সবগুলো জায়গার অনেক ছবি আমি তুলেছি। সেখান থেকে কিছু ছবি আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো।

IMG_20220323_230534.jpg

স্থান-সিলেট জাদুকাটা নদী

এই ছবিটি জাদুকাটা নদী থেকে আমি তুলেছি। নদীটি আমার কাছে খুবই ভালো লেগেছিলো। দেখেই মনে হচ্ছিলো নদীতে ঝাপ দিই। আমি এমনিতেই নদী অনেক পছন্দ করি।

IMG_20220323_230509.jpg

IMG_20220323_230436.jpg

স্থান-সিলেট নীলাদ্রি লেক

এই জায়গাদুটো হচ্ছে নিলাদ্রি লেক এর ভেতরে। সিলেট যে জায়গা গুলোতে আমি ঘুরেছি তার মধ্যে নিলাদ্রি লেক অন্যতম। পরিস্কার নীল পানির এই লেক যে কাউকে মুগ্ধ করবে।

IMG_20220323_230407.jpg

এই ছবিটি আমি সিলেট এর একটি বাগান থেকে তুলেছি। বাগানটি খুবই সুন্দর ছিলো।

IMG_20220206_161911.jpg

স্থান-সিলেট এয়ারপোর্ট সংলগ্ন

আকাশ দিয়ে উড়ে যাচ্ছে একটি প্লেন। হঠাৎ করে তাকিয়ে দেখি মাথার একটি প্লেন উড়ে যাচ্ছে। কি মনে করে যেনো একটি ছবি তুলে ফেললাম।

IMG_20220323_230255.jpg

স্থান-রাঙ্গামাটি কাপ্তাই লেক

এই ছবিটি কাপ্তাই লেক থেকে গোধুলী লগ্নে তোলা একটি ছবি। এই ছবিটি আমার খু্বই পছন্দের।

IMG_20220323_230221.jpg

IMG_20220323_230157.jpg

IMG_20220323_230124.jpg

স্থান-সাজেক

এই তিনটি ছবি সাজেক থেকে তোলা। আমি বাংলাদেশের যে জায়গা গুলোতে ঘুরেছি তার ভেতর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই সাজেক। এখানে পাহাড় আর মেঘের মিতালি দেখতে পাবেন। যদিও শীতকাল হওয়ায় আমি কুয়াশা ছাড়া তেমন কিছু দেখতে পাইনি।

IMG_20220323_230040.jpg

স্থান-ফরিদপুর

এই ছবিটিও আমার খুব ভালো লেগেছে। আসলে গোধূলি সময়ের ছবি আমার কাছে সবসময়ই ভালো লাগে। আমার মনে হয় এই সময়ের ছবি গুলো সবসময়ই সুন্দর হয়।

আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।

ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  
 3 years ago 

ওয়াও ভাইয়া অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সত্যি আমার কাছে দেখতে অনেক চমৎকার লাগছে। ‌ সত্যি আপনার প্রশংসা করতে হয়। বিশেষ করে আমার কাছে আপনার তোলা প্রথম ছবিটা অনেক সুন্দর লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

অসাধারন একটি ফটোগ্রাফিক পোস্ট আমাদের মাঝে তুলে ধরেছেন ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলা দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম বিশেষ করে গাঁদা ফুলের বাগান সূর্য ডোবার দৃশ্য এবং প্রথম ছবিটা সুন্দর উপস্থাপনা করেছেন সাথে শুভেচ্ছা রইলো ভাইয়া

 3 years ago 

আসলে দৃশ্য গুলো সুন্দর হওয়ার জন্য ছবিও সুন্দর হয়েছে।

সবগুলোর মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে যাদুকাটা নদী। আমি ইউটিউবে অনেকবার যাদুকাটা নদীর ভিডিও দেখেছি। যতবার দেখেছি ততবারই বিস্মিত হয়েছি।

প্রথম ছবিটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। স্বচ্ছ পানি মাঝখানে নৌকা অনেক সুন্দর একটি পরিবেশ। এসব জায়গায় ঘুরতে গেলে মন এমনিতেই ভালো হয়ে যায়। সবগুলো ফটোগ্রফি অনেক ভালো হয়েছে ভাই।শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 3 years ago 

এই নদীর পানি আসলেই খুব স্বচ্ছ । দেখলেই মনে হয় ঝাপ দিয়ে পরি।

 3 years ago 

আসলে সিলেট দেখার মত জায়গা। জাদুকাটা নদী বেশ অপরূপ সৌন্দর্য লাগছে। আপনার ফটোগ্রাফি দেখে এখনই যেতে মন বলছে নীলাদ্রি লেক। ফুলের ছবি গুলো অপরূপ সৌন্দর্য ভাবে ফুটিয়ে তুলেছেন ক্যামেরার মাধ্যমে। আসলে আমারও খুব ভালো লাগলো গোধূলি সময়ের ছবি চমৎকারভাবে ফুটে ওঠেছে।

 3 years ago 

সিলেট গেলে অবশ্যই নিলাদ্রি লেক এ যাবেন। খুব চমৎকার একটি জায়গা।

 3 years ago 

ভাই আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুবই সুন্দর হয়েছে ফটোগ্রাফি গুলো অসাধারণ ফটোগ্রাফি। বিকেল বেলা সূর্য অস্ত যাবার ফটোগ্রাফি এবং এয়ারপ্লেন উরে যাওয়ার দৃশ্য আমার খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল।

 3 years ago 

বিকেল বেলা সূর্য অস্ত যাবার ছবি আমার কাছে সবসময়ই ভালো লাগে। আর প্লেনের ছবিটা এমনিতেই তুলেছিলাম।

 3 years ago 

কি অসাধারণ সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন ভাইয়া। যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ফটোগ্রাফি গুলো কিভাবে প্রশংসা করবো তার ভাষা খুজে পাচ্ছি না। খুবই চমৎকার চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। কাপ্তাই লেকে গোধূলি লগ্নের ছবিটি সত্যিই অসাধারণ সুন্দর হয়েছে। আর এই অসাধারণ সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আমি ভালো ছবি তুলতে পারি না। তারপরেও যখন আপনারা প্রসংশা করেন তখন ভালোই লাগে। ধন্যবাদ আপনাকে।

পাহাড়ি অঞ্চল দেখতে আমার খুবই ভালো লাগে। পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য যেন আমাদের মন ভরিয়ে দেয়। আপনার প্রতিটি রেন্ডম ফটোগ্রাফি ছিল অত্যন্ত সুন্দর এবং পাহাড় কেন্দ্রিক। পাহাড়ে প্রকৃতিস্থ আমাদের মন ভরিয়ে দেয় প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমাদের অন্য রকম একটা অনুভূতি জাগ্রত করে দেয় মনের মাঝে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করে নেবার জন্য।

 3 years ago 

আপনার চমৎকার কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ফুল, গোধূলি লগ্ন, ও সাজেক ভ্যালির ছবিগুলো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। অনেক সুন্দর করে আপনি ফটোগ্রাফি গুলো করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য

 3 years ago 

দৃশ্য গুলো ভালো হলে ছবি এমনিতেই ভালো হয়। সেজন্য হয়তো ছবিগুলো ভালো হয়েছে।

 3 years ago 

যাদুকাটা নদীর দৃশ্যটি খুবই মনোরম লাগছে ভাইয়া, আপনার ধারণ করা ছবিটি দেখেই আমার এখান থেকেই ইচ্ছা করছে নদীতে ঝাঁপ দেই, কারন আপনার মত আমিও নদীর খুবই পছন্দ করি।
আপনার বাকি ফটোগ্রাফিক গুলোও দারুন হয়েছে ভাইয়া, আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে আপনি খুবই সুন্দর ভাবে প্রাকৃতিক সৌন্দর্য টাকে ফুটিয়ে তুলেছেন যা আমাকে মুগ্ধ করেছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর সব ফটোগ্রাফি আমাদের উপহার দেয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

নদীটি দেখে আমারও এমন মনে হয়েছিলো। কিন্তু শীতকাল হওয়াতে সেটা করতে পারিনি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 62151.48
ETH 2421.34
USDT 1.00
SBD 2.57