আমার বিজয় দিবস উদযাপন (দ্বিতীয় পর্ব)। দশ পার্সেন্ট লাজুক খ্যাঁক এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


গতকাল আমি আপনাদের সাথে আমার বিজয় দিবস উদযাপনের কিছু অনুভূতি এবং ছবি শেয়ার করেছিলাম। আজ আমি আপনাদের সাথে আরও কিছু ছবি শেয়ার করবো বিজয় দিবসের। আসলেই ১৬ই ডিসেম্বর দিনটি আমাদের প্রত্যেকটি বাংলাদেশীর জীবনে অত্যন্ত আবেগের একটি মুহূর্ত। আমি মাঝে মাঝে চিন্তা করি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর যারা ছিলেন তাদের অনুভূতিটা কেমন ছিল?

পাক হায়েনাদের থেকে মুক্তি পাওয়ার সেই অনুভূতিটা আমি অনুভব করার চেষ্টা করি। নয় মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর পাওয়া এই মহামূল্যবান স্বাধীনতা এক অমূল্য সম্পদ। এখনো যখন ১৬ই ডিসেম্বর এর ভিডিওগুলি দেখি। তখন মনের ভেতর এক অন্যরকম আনন্দ অনুভব করি। ভিডিও গুলিতে দেখা যায় কেউ হাঁসছে, কেউ কাঁদছে, কেউ কাউকে আলিঙ্গন করছে। আর সকলে মিলে জয়বাংলা ধ্বনিতে আকাশ-বাতাস কাঁপিয়ে তুলছে। যদিও ১৯৭১ সালে আমি ছিলাম না। কিন্তু সেই দিনের অনুভূতিটা আমি অনুভব করার চেষ্টা করি।

মুক্তিযুদ্ধ সম্বন্ধে বেশকিছু গল্প আমি আমার বাবার কাছ থেকে শুনেছি। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমাদের অঞ্চলটা মুক্তিযোদ্ধাদের একটি শক্ত ঘাঁটি ছিল। আমার এক চাচতো ভাই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিল। উনার নাম শহীদ মফিজুল ইসলাম। আমার বাবার কাছ থেকে তার বীরত্বের গল্প শুনেছি। আর অবাক হয়ে তাকিয়ে থেকেছি। মাথার ভিতরে শুধু একটি প্রশ্ন তখন খেলা করছিল। কিভাবে মানুষ এমন দুঃসাহসী হয়ে উঠতে পারে।

এখনো প্রতি ১৬ই ডিসেম্বর আমরা বিভিন্ন ভাবে উদযাপন করে থাকি। নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বিভিন্ন এলাকায়। টেলিভিশনের সবগুলি চ্যানেলে থাকে ১৬ই ডিসেম্বর উপলক্ষে বিভিন্ন আয়োজন। মুক্তিযুদ্ধের উপর নির্মিত সিনেমা আমার বিশেষ পছন্দের। এক সময় জাতীয় প্যারেড গ্রাউন্ডে যে কুচকাওয়াজ হয় ১৬ই ডিসেম্বর সকালে। সেটা আমি দেখার জন্য টেলিভিশনের সামনে বসে থাকতাম। এখন আর সেই কুচকাওয়াজ দেখা হয়না। এখন চেষ্টা করি বাইরে ঘোরাফেরা করে ১৬ই ডিসেম্বর উদযাপনের। সকলের হাসিখুশি মুখ দেখে বিজয় দিবস উদযাপন করি।

IMG_20211216_092456.jpg

IMG_20211216_092952.jpg

IMG_20211216_092451.jpg

স্টেডিয়ামের বাইরে রীতিমতো ছোটখাটো একটি মেলার আয়োজন হয়েছিল। বিভিন্ন রকম সামগ্রী নিয়ে হকারেরা হাজির হয়েছিল। যে সমস্ত জিনিস আমাদের দেশীয় উদযাপনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বাচ্চাদের খেলনার দোকান। হাতে আলপনা আঁকার ব্যবস্থা। সাথে ছিল বিভিন্ন রকম দেশীয় খাবার।


IMG_20211216_104101.jpg

IMG_20211216_104607.jpg

IMG_20211216_104041.jpg

IMG_20211216_104047.jpg

এই ছবিগুলোতে দেখা যাচ্ছে স্কুলের ছেলেমেয়েরা সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণের জন্য অপেক্ষা রত অবস্থায় আছে। সকলে বিভিন্ন রকমের সাজে সেজেছে। একসাথে এত শিশু-কিশোর কে দেখে খুবই ভালো লাগছিল।


IMG_20211216_104922.jpg

IMG_20211216_104704.jpg

IMG_20211216_104657.jpg

এই ছবিতে দেখা যাচ্ছে অতিথিদের সামনে নৃত্যরত একটি দলকে। এই দলটির পরিবেশনা খুবই চমৎকার হয়েছিল। আগত অতিথিরা সবাই খুব উপভোগ করেছিল এদের পরিবেশনা।


IMG_20211216_104224.jpg

এই ছবিতে দেখা যাচ্ছে একটি কারাতে ফাউন্ডেশনের ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দাঁড়িয়ে আছে। আর তাদের প্রশিক্ষক তাদেরকে বিভিন্ন রকম নির্দেশনা দিচ্ছেন।

IMG_20211216_093832.jpg

এটি একদম সকালে অনুষ্ঠান শুরুর মুহূর্ত। অনুষ্ঠানের শুরুতে সমস্ত স্কুলের ছেলেমেয়েরা প্যারেড প্রদর্শন করে। তারপর মূল অনুষ্ঠান শুরু হয়। এখানে প্রত্যেকটি স্কুলের ছেলেমেয়েরা শৃংখলাবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে। এই দৃশ্যটি দেখতে অনেক ভালো লাগে।


আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত যন্ত্রহুয়াই নোভা ২আই
ফটোগ্রাফার@rupok
স্থান লিংক

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok


Polish_20211012_184119287.jpg

আমি রূপক। আমি একজন বাংলাদেশী। আমি বাঙালি। আমি বাংলায় মনের ভাব প্রকাশ করতে ভালোবাসি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকেও ভালোবাসি।

Sort:  
 3 years ago 

একটা কথা ঠিকই বলেছেন ভাই যারা ১৯৭১ সালে ১৬ ই ডিসেম্বরে বিজয়টা দেখেছিল তাদের কেমন অনুভূতি হয়েছিল। সেটা আমিও মাঝে মাঝে অনুভব করার চেষ্টা করি।

এবং স্টেডিয়ামের বাইরের মেলাটা বেশ ভালো লাগছে। আমি যখন মাধ্যমিক বিদ‍্যালয়ে পড়তাম তখন আমিও স্বাধীনতা দিবস, বিজয় দিবসে এইরকম কুজকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম। বেশ আনন্দদায়ক একটি মূহুর্ত ছিল। পোস্ট টা খুব সুন্দর ছিল ভাই।।

 3 years ago 

বিজয় মাসে খুবই সুন্দরভাবে দিনটি আপনি উপভোগ করেছেন। আমাদের সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে খুবই সুন্দর ডিসপ্লে সহ এবং কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল। ঠিক আপনাদের স্টেডিয়ামে কুচকাওয়াজের আয়োজন দেখতে আমার খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দরভাবে ফটোগ্রাফি করেছেন।এবং উপস্থাপনের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করেছেন। আমার জন্য শুভেচ্ছা রইলো।

 3 years ago 

আমার ভাই ও কাল গিয়েছিলো স্টেডিয়াম এর অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকেই পারফরম্যান্স করতে।এক সময় আমু যেতাম স্কুলে তখন এসব খুব উপভোগ করতাম।আপনার ছবিগুলো দেখে সেসব মনে পরে গেলো।

You have been upvoted by @sm-shagor, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.


Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!

Joining #club5050 for Extra vote.😊

Steem On

 3 years ago 

আমাদের সকলের কাছে এই মাহান দিনটি খুবই তাৎপর্যপূর্ণ। আপনার লেখা পড়ে জানতে পারলাম আপনার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, জেনে খুবই ভালো লাগলো। তিনি দেশের জন্য কাজ করেছেন। আপনার চাচাতো ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।
আর আপনার ফটোগ্রাফিগুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এই সুন্দর মুহুর্ত আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

বন্ধু এবং পরিবারের সাথে বিশেষ কিছু উদযাপন করা একটি আনন্দের বিষয়, আমাদের সাথে এই মজার দিনটি ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ

 3 years ago 

আপনার বিষয়বস্তু খুব ভাল, আমি অনেক কিছু শিখেছি, শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

 3 years ago 

মহান বিজয় দিবস উপলক্ষে লেখা আপনার দ্বিতীয় পোস্টটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আপনার পোষ্টের বিভিন্ন ফটোগ্রাফি করা অত্যন্ত সুন্দর হয়েছে। দেখতে অনেক ভালো লাগছে ফটোগ্রাফি গুলো। সবচাইতে বেশি ভালো লাগলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির ফটোগ্রাফিটি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 64781.14
ETH 3119.00
USDT 1.00
SBD 2.53