বর্ষার দিনে গ্রামের অনেক স্মৃতি মনে পড়ে
বন্ধুরা আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে কিছু স্মৃতিচারণ তোমাদের সাথে শেয়ার করবো। আসলে ছোটবেলায় আমি গ্রামে বড় হয়েছি। আর এই গ্রামে বড় হওয়ার সময় হাজারো স্মৃতি রয়েছে। অনেক বছর গ্রামের বর্ষাকাল আমি দেখেছি। বর্ষার সময় একটা অন্যরকম মজা হতো। তবে বিগত অনেক বছর ধরেই শহরে থাকার কারণে গ্রামের সেই স্মৃতিগুলো শুধু স্মৃতির পাতায় রয়ে গেল। বর্ষার সময় গ্রামের বর্ষাকাল উপভোগ করতে অনেক ভালো লাগতো। শহরে এসে বদ্ধ ঘরে থেকে বর্ষার সেই সৌন্দর্য উপভোগ করা যায় না। বিগত দুই দিন ধরে বেশ ভালই বৃষ্টি হচ্ছে আমাদের এইখানে। শুধু এখানে জানলা দিয়ে তাকিয়ে এই বৃষ্টি গুলোই দেখছি। আর গ্রামের সেই কথাগুলো মনে পড়ছে। যখন গ্রামে থাকতাম বৃষ্টির মধ্যে ফুটবল খেলতে বেরিয়ে যেতাম মাঝে মাঝে মাছ ধরতে যেতাম বর্ষার আগমন দেখে ছুটে বাড়ি চলে আসতাম। তারপর বর্ষার সময় খালে নৌকা করে ঘুরে বেড়াতাম বন্ধুদের সাথে শাপলা তুলতে যেতাম অনেক অনেক স্মৃতি জমা রয়েছে গ্রামে থাকাকালীন সময়ে। গ্রামে আমাদের টিনের বাড়ি ছিল। বর্ষা যখন হতো খুব জোরে আওয়াজ হতো। এগুলো এখন খুব মিস করি শহরে আসার পরে। কারণ সেই সবকিছু এই শহরে থেকে আর দেখা যায় না। যাইহোক,আজ বর্ষার সময় এই স্মৃতিগুলোই মনে পড়ে যাচ্ছিলো। তাই তোমাদের সাথে শেয়ার করলাম।