মনের শান্তি বড় শান্তি ।

in Beauty of Creativity3 months ago (edited)

sunset-570881_1280.jpg

Source

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে লাইফ রিলেটেড কিছু কথা শেয়ার করবো। আসলে মনের শান্তি যে বড় শান্তি এরকম একটা টপিক চয়েস করেছি, আজকে কিছু কথা লেখার জন্য। আমরা সারাদিন কাজকর্ম করে থাকলেও আমাদের কেমন জানি মনে শান্তি আসে না। মনের শান্তির জন্য আমরা প্রতিনিয়ত টাকা ইনকাম করে চলি। বিভিন্ন রকমের কাজ করে থাকি,ঘুরতে যাই, খেলাধুলো করি। কিন্তু অনেক সময় দেখা যায় এসব করেও মনে শান্তি আসে না। আসলে মনের শান্তি আনার যে উত্তম উপায় কি এটা আমাদের আসলেই জানা নেই। আর এটা আমরাও জানার চেষ্টা করি না স্থির হয়ে বসে। শুধু চারপাশের খোঁজার চেষ্টা করি।তবে তুমি যদি আমরা চারপাশে না খুঁজে স্থির হয়ে বসে নিজেদেরকে প্রশ্ন করি নিজেদের ভিতর আন্ডারস্ট্যান্ডিং বাড়াই। তাহলে কিন্তু আমরা খুঁজে পেতে পারি। আমাদের মনের শান্তির জন্য ছোটাছুটি করে আসলে কোন লাভ নেই। আমাদের মনের শান্তির জন্য নিজেদের বিবেক বুদ্ধিমত্তা বাড়াতে হবে। নিজেদেরকে আন্ডারস্ট্যান্ডিং বানাতে হবে লাইফের বিষয়ে। তাহলেই শুধু একমাত্র সম্ভব মনের শান্তি। আমরা যদি বাইরে মনে শান্তি খুজতে যাই তাহলে আমারা বারবার বিফল হয়ে যাবো। তাই মনের শান্তি বাইরে গিয়ে না বুঝে নিজের ভেতরে খোঁজা উচিত। নিজের ভেতর থেকে এই আবিষ্কারটা যখন আমরা করতে পারবো। কখনোই আমরা প্রাকৃতিক দিক দিয়ে মানসিকভাবে শান্তি পাবো। এতটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তাই তোমারাও যারা এই অশান্তির মধ্যে পড়ে আছো মানসিক শান্তি খুঁজে বেড়াচ্ছো তাদের জন্য এই পরামর্শই থাকবে। স্থির হয়ে বসে নিজের ভিতর এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করো।

Sort:  
 3 months ago 

Hi, @rupaie22

You are not following the rule of the beneficiary.

Set 10% beneficiary to the community account @beautycreativity.

Read more about setting beneficiary here

Join us on Discord

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.25
JST 0.039
BTC 94802.39
ETH 3313.10
USDT 1.00
SBD 3.32