বৃষ্টি ভেজা পাতার কিছু ফটোগ্রাফি।। BOC।। অক্টোবর-২২/১০/২০২২।।

in Beauty of Creativity2 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন । প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন।সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি।

প্রতিদিন নতুন নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে।আমি অধিকাংশ সময় বিভিন্ন ফটোগ্রাফি বেশি শেয়ার করি, কারন ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে। সামনে ভালো ফটোগ্রাফি করার মত কিছু পেলে তা ক্যামেরাবন্দি করতে একদমই ভুল হয়না। আজ আপনাদের সামনে শেয়ার করব বৃষ্টি ভেজা পাতার কিছু ফটোগ্রাফি। যেগুলো আমি কিছুদিন আগে ইকো পার্কে গিয়ে তুলেছিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।

InShot_20221022_152431757.jpg
স্থান: কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

এর আগেও ইকো পার্ক নিয়ে আমি বেশ কিছু পর্ব তৈরি করেছি এবং ভবিষ্যতেও আরো অনেক পর্ব আসবে ইকোপার্ক নিয়ে। তবে এর আগে আমি ইকো পার্ক সম্পর্কে আমি যেসব বর্ণনা দিয়েছি, আজকের পর্বেও তার কোন ব্যতিক্রম হবে না। ফটোগুলো আসলে ওই সময়েই তোলা হয়েছিল যেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছে।

InShot_20221022_152503493.jpg
স্থান: কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

দিনটা ছিল রোববার, আমরা বন্ধুরা মিলে গিয়েছিলাম ইকো পার্কে ঘুরতে। ওই দিন পরিবেশটা খুব সুন্দর এবং রোদ্র উজ্জ্বল একটা দিন ছিল। তবে আমরা পার্কে পৌছাতে না পৌঁছাতে হঠাৎ করে আকাশ ভেঙে বৃষ্টি নেমে পড়লো। এতে করে আমাদের পার্কে ঘোরা অনেকটাই ব্যাহত হল এবং আমরা বন্ধুরা মন খারাপ করে পার্কের একটা জায়গায় বসে সময় কাটাতে লাগলাম। কিছু সময় বৃষ্টি হওয়ার পর বৃষ্টিটা কিছুটা থেমে গেল এবং আমরা সিদ্ধান্ত নিলাম যে পার্কের ভিতরে এবার ঘুরতে বেরোব। যেই কথা সেই কাজ, আমরা পার্কের একটা নির্দিষ্ট সাইড ধরে এগোতে লাগলাম হঠাৎ করেই ইকো পার্কের লেকের পাশে দুই নাম্বার গেটের ঠিক অপজিটে একটা মাঠের ভেতর সুন্দর এই গাছটি দেখতে পেলাম। যেটা ছিল বৃষ্টি ভেজা এবং পুরো গাছ ছিল হলুদ রঙের ফুল দিয়ে ভরা। আসলে গাছটা এতটাই সুন্দর লাগছিল যে, ফটো না তুলে থাকতে পারলাম না। ওই ফটোগুলোই এখন আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে আর বেশি কথা না বলে ফটোগুলো এক এক করে দেখে নেওয়া যাক।

InShot_20221022_152823187.jpg
স্থান: কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

InShot_20221022_152802301.jpg

স্থান: কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

InShot_20221022_152703784.jpg
স্থান: কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

InShot_20221022_152634084.jpg
স্থান: কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

InShot_20221022_152601136.jpg
স্থান: কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

InShot_20221022_152523338.jpg
স্থান: কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

🕉️ধন্যবাদ সবাইকে🕉️

Sort:  
 2 years ago 

বৃষ্টি ভেজা পাতার খুবই চমৎকার ফটোগ্রাফ করেছেন। আপনার ফটোগ্রাফি অসাধারণ ছিল ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর এবং মূল্যবান মন্তব্যের জন্য। আশা করছি বাকি সময় গুলোতেও আপনাকে পাশে পাবো।

 2 years ago 

আপনি অনেক সুন্দর করে বৃষ্টি ভেজা পাতার ফটোগ্রাফি করেছেন। খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

বৃষ্টি ভেজা হলুদ রঙের ফুল ও সবুজ রংয়ের পাতাগুলো বেশ সুন্দর লাগছে। বৃষ্টির ছোঁয়াতে গাছগুলো যানো নতুন রঙে সেজেছে। ধন্যবাদ ভাইয়া বৃষ্টি ভেজা ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

খুব ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ভাই, আপনার করা বৃষ্টি ভেজা পাতার ফটোগ্রাফি আসলেই চমৎকার। আমি আপনার ফটোগ্রাফির প্রশংসা করছি।

 2 years ago 

আপনাদের উৎসাহ গুলোই আসলে আমাকে নতুন এবং ভালো কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার অতি মূল্যবান মন্তব্যের জন্য।

 2 years ago 

অনেক সুন্দর করে বৃষ্টি ভেজা হলুদ পাতার ফটোগ্রাফি করেছেন। খুব অস্বাভাবিক ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

I'm really surprised to see all the photographs of the wet leaf. It’s looked so much beautiful.

 2 years ago 

Thank you brother for your valuable feedback.

 2 years ago 

ভাইয়া আপনারা ইকো পার্কে যাওয়ার আগেই আকাশ ভেঙে বৃষ্টি নেমে পড়লো। ভালই হয়েছে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারনে আমারা অনেক গুলো সুন্দর সুন্দর বৃষ্টি ভেজা পাতার ফটোগ্রাফি দেখতে পেলাম। বৃষ্টি না হলে হয়তো আপনিও সেয়ার করতেন না আর আমাদের ও দেখা হতো না। ফটোগ্রাফি গুলো অসাধারন হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য। 😊

Hi, @rupaie22,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @faisalamin.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

 2 years ago 

Thank you for your support ☺️

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 62668.27
ETH 3332.07
USDT 1.00
SBD 2.46