ফিরে আসছে সেই নস্ট্যালজিয়া রেসিং গেম ‘রোড র্যাশ’
সময়টা নব্বই এর দশক। তখন হাতে কয়েকজনের বাড়িতে কম্পিউটার ছিল। আর এই কম্পিউটারে তখন উইন্ডোজ এক্সপি ভার্সন। আর তাতে দরকারি কিছু সফটওয়্যারের পাশাপাশি দেওয়া থাকতো কিছু ইনবিল্ড গেম। এই ইনবিল্ড গেম ছাড়া অন্য গেম খেলতে হলে, তবে আলাদা ‘ইন্সটল’ করতে হত। ১০০ ভাগের মধ্যে ৯০ ভাগ লোকই জে গেম সব থেকে বেশী ইন্সটল করতো তা হল ‘রোড র্যাশ’। গরমে স্কুলে ছুটি হোক কিংবা পাড়ার মোড়ে সাইবার ক্যাফে সব জায়গাতেই তখন একটায় গেম জায়গা করে নিয়েছে। বাইক নিয়ে খলা রাস্তায় রেস, মারামারি, পুলিশ ধরতে এলে তাকে লাথি মেরে ফেলে দেওয়া এই করে একটার পর একটা লেভেল ক্রস। নস্ট্যালজিয়া এই গেম নব্বই এর দশকে কোনও বাচ্চায় ভুলতে পারবে না।
২০০৩ সালেই শেষ হয়েছিল এই গেমের এর যাত্রা। এরপর কেটে গিয়েছে দীর্ঘ ১৪ বছর। এই ১৪ বছর পর ফিরে এলো এই নতুন মোড়কে ‘রোড রেডমশান’ নামে। যদিও ২০০৯ তে এই গেমের পিসি ভার্সন বাজারে এসেছিল। এই গেমের গ্রাফিক্স তখন এতটাও উন্নত ছিল না। একটু ডেভলপ করে গেমটি ২০১৩তে পুনরায় এলেও সেই আগের মত জায়গা করে নিতে পারেনি এই গেমটি। পরবর্তীতে এই গেমের ডেভলপার সংস্থা কিকস্টার, পিক্সেল ড্যাস স্টুডিওস,ডার্ক সি এই গেম নিয়ে কাজ করতে থাকে। ২০১৭ তে একদম নতুন রুপে নতুন গ্রাফিক্সে ফিরিয়ে নিয়ে আসে। এই গেমের টিজার লঞ্চ হওয়ার পর থেকে এই গেম ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গিয়েছে। এই গেম এক্সবক্স এবং পিসিতে খেলা যাবে। এই গেম রিলিজ হওয়ার খবর বাজারে আসার পর থেকে পুনরায় সেই নস্ট্যালজিয়া যেন ফিরে আসছে বলে মনে করছে নব্বই এর দশকের অনেক গেম লাভাররা।
nice post
Tnx
plz post er title e ($ Steemit lover group A) ei ta likhe diben jate amra feed e apnader post cinte pari
Acha bhai.. onek post e korechi but kau response e kore na atai khub koster
hi I'm new at steemit. But I have a group. We want to make the group bigger. If you like, you can join our steemit or whatsapp or youtube group. We'll be back to help you. and you will help us. So join our whatsapp group now and give your full detiles. Example as where you live,whats your name okk????????
Our whatsapp group=
https://chat.whatsapp.com/6G3V9CI2OH27bKRog8gThG
it is my steemit link please flow me...
https://steemit.com/@alimuddin
Welcome to steemit
nice
vote + comment + follow back
http://steemit.com/@foysal411
Done