চিংড়ি ভুনা রেসিপি ।। ১০% বেনিফিশিয়ারি @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু ওয়ালাইকুম,

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

চিংড়ি কার না পছন্দ, ছোট বড় সবার প্রিয় চিংড়ি।
আমার দেখা এমন কেউ আজ অব্দি পাইনি যার কিনা চিংড়ি পছন্দ না। আমি নিজেও চিংড়ি আর ইলিশ মাছ পাগল এক কথায়। এই দুইটি খাবারে থাকলে আমার আর কিছুই লাগে না। চিংড়ি ভুনা হলে তো আমি চিংড়ি ভুনা দিয়েই খাই অন্য কোন খাবারের দিকে আর দেখি না। মায়ের হাতের চিংড়ি ভুনা এতো মজা হতো। আচ্ছা মায়েদের হাতের রান্নায় কি এমন জাদু আছে যে যতই মজা করে রান্না করি না কেন কেন সেই স্বাদ পাই না।
মায়ের হাতের রান্না খুব মিস করি।

বড় চিংড়ি আর ছোট চিংড়ি এর মধ্যে কিছু পার্থক্য আছে। দুইটার স্বাদ একটু আলাদা। আমার কাছে ছোট চিংড়ি গুলোই বেশি মজা লাগে।

আজ আপনাদের সাথে ছোট চিংড়ি ভুনা রেসিপি শেয়ার করবো। আশা করি সবার কাছে ভালো লাগবে।

Screenshot_20220604-191456_Canva.jpg

তাহলে দেখে নেই কি কি লাগছে উপকরন।

উপকরন ও পরিমানঃ

উপকরণ পরিমান
পেঁয়াজ কুচি ৩ টি
কাঁচামরিচ ১০-১২টি
হলুদ গুঁড়া ১ চা চামচ
মরিচ গুঁড়া দেড় চা চামচ
জিরা গুঁড়া হাফ চা চামচ
ধনিয়া গুঁড়া হাফ চা চামচ

20220531_135434.jpg

রন্ধন পদ্ধতিঃ

ধাপ-১

তেল গরম হতে দিবো।

20220531_140721.jpg

ধাপ-২


প্রথমে চিংড়ি গুলোতে হলুদ গুড়া, মরিচ গুড়া আর লবন মিশিয়ে নিবো।

20220531_140653.jpg

ধাপ-৩

তারপর তেল গরম হয়ে এলে চিংড়ি গুলো দিয়ে দিবো হালকা ভাজার জন্য।

20220531_140749.jpg

ধাপ-৪

একপাশ ভাজা হয়ে গেলে উল্টে দিবো আর একপাশ ভাজার জন্য।

20220531_140802.jpg

ধাপ-৫

চিংড়ি গুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিবো।

20220531_141039.jpg

ধাপ-৬

হালকা করে ভেজে নিবো।

20220531_141050.jpg

ধাপ-৭

আদা-রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবন দিয়ে দিবো।

20220531_143745.jpg

ধাপ-৮

কিছুক্ষণ কষিয়ে নিবো।

20220531_143942.jpg

ধাপ-৯

পানি শুকিয়ে গেলে আবারও অল্প পরিমান পানি দিয়ে কষিয়ে নিবো।

20220531_144006.jpg

ধাপ-১০

এবার পানি শুকিয়ে এলে একটু পানি দিবো যেন চিংড়ি গুলো সিদ্ধ আর আর ভুনাও ঠিক মতো হয়ে যায়।

20220531_144146.jpg

ধাপ-১১

পানি একটু শুকিয়ে এলে একটু নেড়ে দিবো।

20220531_144651.jpg

ধাপ-১২

কিছুক্ষন পর তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি ভুনা।

20220531_144853.jpg

কে কে গরম ভাতের সাথে এই ছোট চিংড়ি ভুনা পছন্দ করেন অবশ্যই জানাবেন।

20220531_145244.jpg

আমার তো খুবই প্রিয় এই ছোট চিংড়ি ভুনা তাও আবার গরম ভাতের সাথে। চিংড়ি ভুনা সত্যি খুব মজা হয়েছিল আজ।

20220531_145244.jpg

আমার ব্লগটি পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।
সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন।

আল্লাহ হাফেজ

Sort:  
 2 years ago 

আহ্ রেসিপির ছবি দেখে জিহ্বায় জল চলে আসছে। দুপুরে এমন লোভনীয় রেসিপি দেখে ঠিক থাকা যায় না। তবে একটু বড় সাইজের চিংড়ি হলে টেস্ট আরো বেশি হয়।

 2 years ago 

হুম ভাইয়া সেটা অবশ্য ঠিক কিন্তু এই সাইজের চিংড়ি ও বেশ মজা।

 2 years ago 

চিংড়ি মাছ আমার ভীষণ পছন্দের হোক সেটা বড় বা ছোট । তবে আপনার রেসিপির উপস্থাপনা কিন্তু বেশ ভালোই ছিল আপু ।

 2 years ago 

চিংড়ি মাছটাই হলো মজার মাছ তাই ছোট বড় সব রকমই ভালো লাগে। চেষ্টা করেছি সুন্দর করে রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করতে।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে 🌺

 2 years ago 

চিংড়ি মাছ আমার খুবই প্রিয় একটি মাছ। চিংড়ি মাছ ভুনার রেসিপি আজ আপনি তৈরি করে দেখালেন। কি বলবো আপু সত্যিই আমার এখনই খেতে ইচ্ছা করছে, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মাঝে মাঝে এমন রান্না খেতে ভালোই লাগে।

 2 years ago 

ইলিশ মাছ আর চিংড়ি মাছে দুটো আমারও অনেক পছন্দ এদুটো হলে আর কিছু লাগেনা। আর ঠিকই বলেছেন আপু মায়েদের হাতে মনে হয় সত্যিই জাদু আছে মারা যায় রান্না করে তাই খেতে খুব ভালো লাগে। আপনি আজকে চিংড়ি মাছের মজাদার ভুনা রেসিপি শেয়ার করেছেন আমারতো দেখেই খেতে ইচ্ছা করছে। খুবই চমৎকার কালার হয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে খাবারটি সেইরকম মজা হয়েছে।

 2 years ago 

খুব মিস করি মায়ের হাতের রান্না।
অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

আপনি খুব লোভনীয় ভাবে আপনার চিংড়ির রেসিপিটি তৈরি করেছেন ।আপনার প্রত্যেকটি স্টেপ ছিল একদম ক্লিন এন্ড ক্লিয়ার। আপনি এভাবে পোস্ট করতে থাকলে সামনে আরও ভাল কিছু করবেন বলে আশা করি

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া পোস্টটি পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

অন্যান্য মাছের চেয়ে চিংড়ি মাছ আমার অনেক বেশি ভালো লাগে। আসলে আমি অনেক আগে থেকেই চিংডি অনেক পছন্দ করি। আপনার রেসিপি অনেক লোভনীয় ছিলো।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

চিংড়ি ভুনা রেসিপি বাহ্ দারুন। এধরনের লোভনীয় রেসিপি দেখে তো লোভ সামলানো মুশকিল খেতে ইচ্ছা করছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

বাড়িতে একদিন তৈরি করে খেয়ে ফেলুন ভাইয়া।
অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমার দেখা এমন কেউ আজ অব্দি পাইনি যার কিনা চিংড়ি পছন্দ না।

আমিও এমন কাউকে দেখিনি যার কিনা চিংড়িমাছ পছন্দ না। আপনার মত আমিও চিংড়ি মাছ এবং ইলিশ মাছ খুবই পছন্দ করি। আপনার চিংড়ি মাছ গুলো ছোট হলেও বেশ বড়ই আছে। এই সাইজের চিংড়ি মাছ গুলো আমার ভীষণ ভালো লাগে। আপনার রেসিপি দেখে তো জিভে জল চলে এসেছে। কালার টা বেশ লোভনীয় লাগছে। সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

হুম আপু ছোটও না আবার বড়ও না এমন চিংড়ি বেশি মজা।

 2 years ago 

আপু আপনার রেসিপি দেখেই জিভে জল চলে আসলো। এভাবে চিংড়ি মাছ ভুনা করে খেতে সত্যি অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে রেসিপি তৈরি করেছেন। ধাপগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু

 2 years ago 

চিংরি ভুনার দারুন একটি রেসিপি আপনি শেয়ার করেছেন খুবই চমৎকার হয়েছে আপনার রেসিপিটা এবং খুব গুছিয়ে আপনি প্রতিটা ধাপ উপস্থাপনা করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য

 2 years ago 

আপনার জন্যে ও শুভকামনা ভাইয়া

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.031
BTC 68622.46
ETH 3788.62
USDT 1.00
SBD 3.66