My weekly report (Moderator & Discord in Charge)|| 25 March 2024||

in Incredible India3 months ago

আবারো আমি আমার গত সপ্তাহের কার্যক্রম নিয়ে, আপনাদের সাথে হাজির হয়েছি। তবে সত্যি কথা বলতে নিজের কিছু ব্যক্তিগত সমস্যার কারণে, এই সপ্তাহে আমি সঠিকভাবে কাজ করতে পারিনি। তবুও চেষ্টা করেছি নিজের কাজ গুলোকে সঠিকভাবে সম্পন্ন করার জন্য।

এ সপ্তাহ আগে আমাদের সাথে একজন আপু যুক্ত হয়েছে। উনার সাথে গত কালকে কথা হয়েছে। আশা করি উনি আমাদের সাথে দীর্ঘদিন পথ চলবে। উনি ইন্ডিয়া থেকে বিলং করে, কালকে ম্যাম উনার সাথে বেশ কিছু সময় ধরে কথা বলেছে, আমিও সেখানে যুক্ত ছিলাম।

Screenshot_2024_0324_113358.jpg

হ্যাংআউট

IMG_20240325_085510.jpg

গত সপ্তাহে হ্যাংআউট অনেক সুন্দর ভাবেই অনুষ্ঠিত হয়েছে। কেননা ম্যাম সেখানে যুক্ত ছিল, আসলে ম্যাম থাকলে সব কিছুই ভালো হয়। আর আমরা সবাই মিলে সেখানে অনেক বেশি আনন্দ করেছি। আমার কাছে ওই দিনটা এত বেশি ভালো ছিল, যেটা হয়তোবা বলে বোঝাতে পারবো না।

বিশেষ করে মেয়ে দেখতে গিয়ে যে ঘটনা ঘটেছিল, সেটা নিয়ে আমরা অনেক বেশি আনন্দিত। ওই ঘটনা এত বেশি সুন্দর হয়েছে, যেটা হয়তোবা পরবর্তীতে হবে কিনা আমি ঠিক জানিনা। তবে ওই দিনের এই মুহূর্ত ছিল অনেক বেশি সুন্দর।

"আমাদের কমিউনিটির উন্নতির স্বার্থে, একজন মডারেটর এবং ডিসকর্ড ইন চার্জ হিসেবে আমি কি কি কাজ করেছিলাম।"

নিজের সমস্যার কারণে এ সপ্তাহে আমি তেমন কোন কাজ করিনি। বিশেষ করে ডিসকর্ড এর মধ্যেও তেমন একটা সময় আমি দিতে পারিনি। আসলে প্রিয় মানুষকে হারানোর বেদনা হয়তোবা তারাই বুঝতে পারে। যারা প্রিয় মানুষকে হারিয়েছে, আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে।

অল্প পরিমাণে কাজ করেছি, যেটা আসলে বলার অপেক্ষায় রাখেনা। আমি মনে করি আমার সঙ্গী যারা রয়েছে, তারা আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে। তাই হয়তোবা তারা সবকিছু সঠিকভাবে সামলে নিয়েছে। আমি তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।আমি তেমন কোনো ভেরিফিকেশন ও করতে পারিনি।

আমার বিগত সাপ্তাহের পোস্ট যাচাইকরণের তালিকা:
DatePost Count
👉18-03-202408
👉19-03-202406
👉20-03-202408
👉21-03-202404
👉22-03-202403
👉23-03-202405
👉24-03-202404

একজন ইউজার হিসেবে কমিউনিটির মধ্যে আমার বিগত সপ্তাহের পোস্ট:-

NoDatTitleThumbnail
118-03-2024weekly report
219-03-2024Contest
320-03-2024The Diary Game
421-03-2025The Diary Game
522-03-2024Lifestyle

"Conclusions"

প্রত্যেকটা সপ্তাহে আমি একটা কথা বলে থাকি, নিজেদের এংগেজমেন্ট বৃদ্ধি করুন। আসলে একটা কথা হয়তোবা বার বার বললে ভালো লাগে না। কিন্তু অবশ্যই সেই কথা অনুযায়ী কাজ করলে, তারপর আপনারা তার ফলাফল খুব সহজেই পাবেন, এটা আমি বিশ্বাস করি। পরিশ্রম করলে পরিশ্রমের ফল পাওয়া যায়।

সবাইকে আবারো অনুরোধ করি, নিজের জায়গা থেকে নিজে যতটুকু পারেন ততটুকু কাজ করার চেষ্টা করেন। একটা কথা অবশ্যই মাথায় রাখা উচিত, আমরা যদি একটা জায়গায় সঠিকভাবে কাজ করি, তার ফলাফল পেতে হয়তোবা একটু সময় লাগবে। কিন্তু ফলাফল টা অনেক ভালো হবে, এটা আমি বিশ্বাস করি, সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Loading...
 3 months ago (edited)

ধন্যবাদ আপু, আপনার সাপ্তাহিক কার্যলিপি পড়ে খুবই ভালো লাগলো। বেশি ভালো লাগছে আপু, সাপ্তাহিক হাংআউট টা পড়ে, আসলে ওই সপ্তাহের হ্যাংআউট টা আমার অনলাইনের বেস্ট হ্যাংআউট ছিল। ধন্যবাদ বিশেষ করে দিদিকে ,আসলে দিদি না থাকলে এত সুন্দর হ্যাংআউট জমতো না। আমি আশা করি , প্রতি সপ্তাহে এত সুন্দর হ্যাংআউট ক্লাসটা করার জন্য।

 3 months ago 

ব্যক্তিগত জীবন থেকে সমস্যা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে আসে, তারপরেও আপনি আপনার জায়গা থেকে নিজের দায়িত্ব গুলো সঠিক ভাবে পালন করেছেন এবং সেগুলো খুবই সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন দেখে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে সাপ্তাহিক কার্যলিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

মাঝে মাঝে চিন্তা করি এই ব্যক্তিগত সমস্যা গুলো থেকে যদি পালিয়ে, কোথাও ঘুরে কয়েকটা দিন পার করে আসতে পারতাম। তাহলে বেশ ভালই লাগতো কিন্তু সমস্যা আমাদের মাঝে লেগেই আছে। তারপরেও কাজগুলো সম্পন্ন করতে হবে এটা আমার দায়িত্ব। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 months ago 

ব্যক্তিগত জীবন আমরা যতো এড়িয়ে যেতে চাই না কেনো কখনো পারবো না এবং সমস্যা আমাদের জীবনে আসবে সমস্যা সম্মুখীন হয়ে সমস্যা গুলো সমাধান করার চেষ্টা করতে হবে সমস্যা থেকে পালিয়ে গেলে সারা জীবন সমস্যা জড়িয়ে থাকবে।

এবং নিজের দায়িত্ব গুলো সঠিক ভাবে পালন করতে হবে এবং এটি আপনার একটি দায়িত্ব আপনি দায়িত্ব গুলো খুবই সুন্দর ভাবে পালন করে আমাদের মাঝে শেয়ার করেছেন এটাই বড় আনন্দর বিষয়।

 3 months ago 

প্রতি সপ্তাহের মতো করে এ সপ্তাহেও আপনি আপনার সাপ্তাহিক রিপোর্ট প্রকাশ করেছেন।
ব্যাক্তিগত বিভিন্ন ধরনের সমস্যার মাঝে থাকা সত্বেও আপনি আপনার সাংসারিক দায়িত্বের পাশাপাশি খুব চমৎকার ভাবে কমিউনিটির কার্যক্রমগুলোও ঠিকঠাক ভাবেই পালন করে যাচ্ছেন যা খুবই প্রশংসার দাবিদার।

এত চমৎকার ভাবে সাপ্তাহিক রিপোর্টটা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো এবং সুস্থ থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য।

 3 months ago 

ব্যক্তিগত সমস্যার কারণে অনেক কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারিনি। তবে চেষ্টা করেছি নিজের কাজগুলোকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

 3 months ago 

এই ব্যস্ততার মধ্যেও আপনি আপনার কাজ টাকে গুরুত্ব দিয়েছেন। ঠিক গত সপ্তাহে অনেক আনন্দ করেছি সবাই মিলে আপনাদের সাথে আনন্দ করে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার সাপ্তাহিক কাজগুলো উল্লেখ করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন ।

 3 months ago 

আমরা যদি আমাদের কাজকে বেশি গুরুত্ব না দেই, তাহলে কখনোই এগিয়ে যেতে পারবো না। তাই সঠিকভাবে চেষ্টা করছি নিজের কাজ এবং ব্যক্তিগত জীবন সবকিছু সামলে নেয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে এভাবেই যুক্ত থাকুন আরো অনেক বেশি আনন্দ পাবেন।

 3 months ago 

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সপ্তাহের সাপ্তাহিক রিপোর্টটি খুব সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপনা করার জন্য।।

আপনার অনেক ব্যস্ততার মাঝেও কমিউনিটির কাজ সেই প্রথম থেকে আমি দেখে আসছি খুব সুন্দরভাবে এবং দায়িত্বের সাথে পালন করে যাচ্ছেন আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।।।।

 3 months ago 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সাপ্তাহিক রিপোর্টটি আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। আপনার সম্পূর্ণ পোস্ট পড়ে মনে হল কমিউনিটির সাথে আপনি বেশ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে সবসময় শুভ কামনা রইল।

 3 months ago 

ব্যক্তিগত জীবনের কাজ শেষ করে, যদি কোন কাজ থাকে সেটা হচ্ছে কমিউনিটির। কমিউনিটি শুধু আমার একার নয়, আপনাদের প্রত্যেকের। প্রত্যেকের উচিত নিজেদের এংগেজমেন্ট বৃদ্ধি করার পাশাপাশি কমিউনিটিকে ভালোবেসে কাজ করা। কারণ কমিউনিটি যখন ট্রেন্ডিং পর্যায়ে চলে যাবে, আমাদের অবস্থাও অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 60924.19
ETH 3382.45
USDT 1.00
SBD 2.54