Better Life With Steem || The Diary game || 20 April 2024||

in Incredible India6 months ago
Picsart_24-04-21_15-40-53-735.jpg

আলহামদুলিল্লাহ নতুন একটা সকালের দেখা পেয়ে, সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেছিলাম। সকাল থেকেই শরীরটা প্রচন্ড ব্যথা অনুভব করেছি তবে বুঝতে পারিনি জ্বর আসবে। অতিরিক্ত কাজ করার কারণে এমন হচ্ছে ভেবে। ওই দিকে গুরুত্ব না দিয়ে, সংসারের কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম।

সকালবেলা সবাইকে নাস্তা বানিয়ে খাইয়ে দিয়েছিলাম। কিন্তু আমার কোন কিছুই খেতে ইচ্ছে করছিল না। একটু পর পর কাজ তার উপরে প্রচন্ড গরম, যার কারণে শরীরের অবস্থা আরো বেশি খারাপ হওয়া শুরু করেছে। ভাত রান্না করার জন্য সবকিছু রেডি করে মাত্র চুলায় আগুন জ্বেলে ছি, হঠাৎ করেই অনুভব করলাম প্রচন্ড মাথা ঘুরাচ্ছে। ভাবলাম গরমের কারণে এই অবস্থা হচ্ছে, তাড়াতাড়ি করে গিয়ে মাথা ঠান্ডা পানি দিলাম।

গরমের কারণে বারবার গলা শুকিয়ে যাওয়ায়, বারবার ঠান্ডা পানি খেয়ে নিয়েছিলাম। কোন কিছুই খেতে ইচ্ছে করছিল না। তাই কিছু না খেয়ে সংসারের কাজগুলো, রান্নাবান্না সবকিছু সম্পূর্ণ করে, দুপুরবেলা গোসল করেছিলাম।

IMG_20240420_153851_862.jpg
IMG_20240420_153851_956.jpg

অতিরিক্ত কাজ করার কারণে শরীর অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে। এদিকে শাশুড়ি বাড়িতে নেই, ওনার বাবার বাড়িতে গিয়েছে। তাই সব কাজ নিজেকে সামলাতে হয়েছে। দুপুর বেলা সবাইকে ভাত খাওয়ানো হলে, আমি নিজে কিছু না খেয়ে শুয়ে পড়েছিলাম। ভেবেছিলাম কিছুক্ষণ রেস্ট করলে, হয়তোবা শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে।

আবার উঠে গিয়ে ছেলেদেরকে দুপুরের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আমি মাত্র শুয়ে পড়লাম আর সাথে সাথে অনুভব করলাম প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর এসে গেছে। এই গরমের মধ্যে জ্বর আরো বেশি খারাপ লাগছে, কি করবো বুঝতে পারছিলাম না। একটু পর দেখলাম কথাও বলতে পারছি না, গলা একেবারেই ভেঙে গেছে।

IMG_20240420_153857_619.jpg

ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম মাত্র তিনটা বাজে, মনে মনে চিন্তা করলাম এখন গেলেও ডাক্তার পাবো না। তাই কিছুক্ষণ ভেরিফিকেশন করার জন্য কমিউনিটির মধ্যে প্রবেশ করলাম। কিন্তু পোস্ট তেমন একটা ছিল না, তাই কিছু কমেন্ট করে বের হয়ে আসলাম। এরপর ঘরের কিছু কাজ ছিল, সেগুলো সম্পূর্ণ করে ছোট ছেলেকে নিয়ে, ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম।

IMG_20240420_153857_581.jpg
IMG_20240420_153856_770.jpg

গাড়ির অবস্থা খুবই খারাপ, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি পেলাম, তাও আবার ভাড়া দিগুন, কি আর করব বুঝতে পারছিলাম না। জ্বরের জন্য দাঁড়িয়েও থাকতে পারছি না। তাই দ্বিগুন ভাড়া দিয়ে বাজারে পৌঁছালাম। ডাক্তারের কাছে গিয়ে দেখলাম ডাক্তারের দোকান খোলা ডাক্তার নেই, এর পরে কল করলাম ডাক্তার বলল ১০ মিনিট অপেক্ষা করুন আমি আসছি।

IMG_20240420_153851_561.jpg

কারেন্ট না থাকার কারণে গরমে পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তার উপরে জ্বর, কিছুক্ষণ বসার পর অনেকটা বিরক্তি কাজ করছিল, আবার ডাক্তারের কাছে কল করলাম বল্লেন আসছে। কিছুক্ষণ পরে উনি এসে জ্বর মেপে দেখলেন 103 ডিগ্রি জ্বর। এরপর এন্টিবায়োটিক আর নাপা ঔষধ দিয়েছেন, আমি ওষুধ নিয়ে ঝালমুড়ি মামার দোকানে গিয়েছিলাম ঝাল মুড়ি নেয়ার জন্য। মুখে কোন কিছুই ভালো লাগছে না। তাই ৩০ টাকার ঝালমুড়ি নিলাম, এরপর পাঁচটা কোন আইসক্রিম নিয়ে। একটা রিকশা নিয়ে বাড়িতে চলে আসলাম।

IMG_20240420_153901_148.jpg

বাড়িতে এসে কোনরকম ঝালমুড়ি খেয়ে, সাথে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম এরপর ঔষধ খেয়ে নিলাম। গরম যেন কমছে না আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। তারপরে এত বেশি লোডশেডিং মানুষের অবস্থা খুবই খারাপ। একটু পরে দেখলাম শাশুড়ির বাড়িতে চলে এসেছে। আসার সময় অনেকগুলো পিঠে নিয়ে এসেছেন। আজকে আমার মামাতো দেবরের শ্বশুরবাড়ি থেকে পিঠা আসার কথা ছিল। পিঠাগুলো দেখতেও সম্ভব সুন্দর খেতেও বেশ মজা।

কিছুক্ষণ পরে মাগরিবের আজান হয়ে গেল, এরপর আমি ভেরিফিকেশন শুরু করলাম। ভেরিফিকেশন করার পরে ছেলেদেরকে রাতের খাবার খাইয়ে দিলাম। এরপর আবার ভেরিফিকেশন করে, তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করলাম। শরীরের অবস্থা খুব খারাপ, যার কারণে তাকাতেও পারছিলাম না, প্রচন্ড মাথা ব্যথা। এভাবেই আমার গতকালকে দিনটা পার হয়ে গেল। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 6 months ago 

এখন অনেকেরই জ্বর হচ্ছে এই প্রচন্ড গরমের কারণেই হয়তোবা। আমার ছেলেও ৩/৪দিন জ্বরে ভুগলো।
তবে জ্বর শুরু হওয়ার প্রথম দিনই এন্টিবায়োটিক খাবেন না। এটা খুবই ক্ষতিকর।
এন্টিবায়োটিক যত এভোয়েড করা যায় ততই ভালো।
জন নিয়ে কাজের চাপ একটু নিজের উপর কম নেবেন। যতক্ষণ আপনি কাজ করবেন ততক্ষণ আপনাকে সবাই কাজ করাবে। এটাই সংসারের নিয়ম।
তবে নিজেকে ভালোবেসেই কাছ থেকে সরে আসতে হবে যখন শরীর বেশি খারাপ থাকবে।
দ্রুত সুস্থ হয়ে ওঠেন এই প্রার্থনা করি।

 6 months ago 

প্রথমেই বলে দেই আবহাওয়া পরিবর্তনের জন্য শরীর খারাপ ঠান্ডা জ্বর হইবে এটা স্বাভাবিক। কারণ দিনে প্রচন্ড গরম পড়ে দেখবেন রাতে কিন্তু আবহাওয়াটা একটু শীতল শীতল এই কারণে অনেক মানুষ এই অসুস্থতা মুখে পড়বে। অসুস্থ হলেই সাথে সাথে নিজ ডাক্তারের সাথে একটু পরামর্শ করে নিবেন কারণ এই ধরনের জ্বর খুবই খারাপ হয়ে থাকে পরবর্তীতে হসপিটালেও ভর্তি হাওয়া লাগতে পারে আপনাদের কাজ তো আপনাদেরই করতে হবে কারণ আপনারা মেয়ে ছেলেরা যতই সাহায্য করুক না কেন আপনাদের একটু বেশিই কাজ করতে হয় এটা আমি মানি কারণ আমার মা যখন অসুস্থ হয় তার আমাদের জন্য খাবার রান্না করা লাগে অসুস্থ অবস্থায় তার সাথে অল্প অল্প সাহায্য করে দিলেও তারপরও দেখা যায় বেশিরভাগ কাজ সেই করে। অসংখ্য ধন্যবাদ অসুস্থতা নিয়েও আমার আমাদের আপনার দিনলিপি উপহার দেওয়ার জন্য।

 6 months ago 

গরমের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ছে ঠান্ডা জ্বর এবং এগুলোর কারণে হসপিটালে রোগী সংখ্যা বাড়ছে দোয়া করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন। ধন্যবাদ আপু আপনার একটি মূল্যবান দিন আমাদের সাথে শেয়ার করার জন্য

Loading...
 6 months ago 

বর্তমানে গরমের পরিমাণ এতই বেশি বেড়ে গেছে যা বলার মত নয়। এই গরমে অতিরিক্ত গা ঘেমে যাওয়ার কারণে শরীরে লবণের পরিমাণ কমে যাচ্ছে। এজন্য আমাদের অবশ্যই প্রতিদিন স্যালাইন পানি খাওয়া উচিত। আপনি অসুস্থ জেনে খুব খারাপ লাগলো। অসুস্থ থাকার পরেও বাসার কাজগুলো সব সেরে নিয়েছেন।

সারাদিনের কার্যক্রম গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 6 months ago 

I'm sorry to hear that you've been feeling unwell. It sounds like you've had a challenging day especially with the fever and discomfort. It's important to take care of yourself and seek medical help when needed. I hope you feel better soon and that things start looking up for you. Take care

 5 months ago 
  • আপনার প্রতিটা পোস্ট পড়লে বোঝায় যায় যে আপনি কতটা দায়িত্ববান। শরীরের অসুস্থতাকে পাত্তা না দিয়ে সংসারের সকল দায়িত্বগুলো অনায়াসে পালন করে যাচ্ছেন।

  • কোন আইসক্রিম হলো আমার সব থেকে প্রিয় আইসক্রিম। তবে জ্বরের মধ্যে আইসক্রিম খাওয়াটা উচিত হয়নি আপনার।

  • আপনার লেখাটা পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 5 months ago 

দায়িত্ব এমন একটা জিনিস যেকোনো পরিস্থিতির উপর নির্ভর করে পালন করতে হয়। আপনিও তুমি ঠিক বলেছেন জ্বরের মধ্যে আইসক্রিম খাওয়াটা আমার উচিত হয়নি। যার কারণে বর্তমান সময়ে গলা ব্যথাটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আপনাকে ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62404.06
ETH 2426.64
USDT 1.00
SBD 2.65