ফটোগ্রাফি// রুই মাছ দিয়ে গোল বেগুন ভাজা

in Incredible Indialast year

গোল বেগুন তার সাথে রুই মাছ ভাজা। তার সাথে যদি একটু পাতলা ডাল হয়। তাহলে তো দুপুরের খাবারটা অনেক বেশি জমে উঠে। ঠিক তেমনি আজকেও আমাদের খাবারের আয়োজনে এমন কিছুই ছিল। আজকের দুপুরের খাবারটা অনেক মজাদার ছিল।

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন।আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।

ফটোগ্রাফি// রুই মাছ দিয়ে গোল বেগুন ভাজা

IMG_20230309_145232_207.jpg

সকাল থেকে এই প্রচন্ড ব্যস্ততা একদম হাঁপিয়ে উঠেছিলাম। সব কাজ গুছিয়ে নিতে নিতে প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গেছে। রান্নাবান্না এখনো হয়নি তাই ভাবলাম এখন খুব তাড়াতাড়ি করে রান্না করতে হবে।

দেরি না করে বেগুন গুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তার সাথে মাছ ভালোভাবে ধুয়ে নিলাম। হঠাৎ করেই শাশুড়ি বলে উঠলো তার খুব খিদে পেয়েছে। খুব তাড়াতাড়ি যেন রান্নাটা করে ফেলি।

আমি ভাবলাম মাটির চুলায় যদি এখন আগুন জালি। সহজে আমি রান্না শেষ করতে পারবো না। তাই শাশুড়ির আদেশ অনুযায়ী বৈদ্যুতিক চুলায় এই প্রথম রান্না করলাম।

রুই মাছ দিয়ে বেগুন ভাজা রেসিপিটা তৈরি করতে আপনাদের যা যা উপকরণ লাগবে।

উপকরণ

  • মাছ- ৬ পিস, আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িও নিতে পারেন।

  • বেগুন দুইটা ২০০ গ্রামের মতো হবে

  • মাঝারি সাইজের টমেটো দুইটা

  • মাঝারি সাইজের পেঁয়াজ একটা

  • রসুন বাটা এক টেবিল চামচ

  • জিরার গুঁড়া হাফ টেবিল চামচ

  • হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ

  • মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ

  • কাঁচা মরিচ ছয়টা, আপনার ঝাল বেশি খেলে আরো বাড়িয়েও দিতে পারেন। আবার কম খেলে আরো কমিয়েও দিতে পারেন।

  • লবণ স্বাদমতো

  • সাদা সয়াবিন তেল এক কাপ

প্রস্তুত প্রণালী

প্রথমে আমি যেটা করেছি মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে হলুদ মরিচ মাখিয়ে, পাইপেন এর মধ্যে তেল গরম করে মাছ ভাজার জন্য দিয়ে দিয়েছি। এতে করে আমার কিছুটা সময় বেঁচে যাবে।

IMG_20230309_145232_195.jpg

এরপরে আমি বেগুন গুলোকে গোল গোল করে পিস করে নিয়েছি। তার মধ্যে হলুদ মরিচ মাখিয়ে একটা জায়গায় রেখে দিয়েছি।

IMG_20230309_145232_498.jpg

মাছগুলো ব্রাউন কালার হয়ে আসলে। সেগুলোকে তুলে আমি এবার ধীরে ধীরে বেগুন ভাজা শুরু করে দিয়েছি।

IMG_20230309_145232_408.jpg

এদিকে আমি টমেটো পেঁয়াজ কাঁচা মরিচ মিহি করে কুচি করে নিয়ে নিয়েছি।

IMG_20230309_145231_785.jpg

বেগুন টাও যখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। সবগুলো বেগুন তুলে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি।

IMG_20230309_145232_517.jpg

এবার আমি পাইপেন এর মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে টমেট, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, এবং তার সাথে মরিচের গুঁড়া, সবগুলো উপকরণ একসাথে দিয়ে মশাটাকে ভালোববে কষিয়ে নিচ্ছি।

IMG_20230309_145232_071.jpg

মসলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে। আমি তার মধ্যে প্রথমে মাছ দিয়ে দিচ্ছি। কারণ আমি এভাবেই মাছ ভাজি করি। আমার কাছে এভাবে মাছ ভাজি করলে মাছ খেতে অনেক বেশি মজা লাগে।

IMG_20230309_145232_232.jpg

চুলার আঁচ কমিয়ে আমি পাঁচ মিনিটের মত মসলার মধ্যে মাছগুলোকে আবারো ভেজে নিলাম। এরপরে বেগুন মাছের উপর দিয়ে দিলাম। এবার চুলার আঁচ আমি মোটামুটি আরও কমিয়ে দিলাম। তার উপরে ঢাকনা দিয়ে দিলাম।

IMG_20230309_145232_698.jpg

এর পরে ঠিক পাঁচ মিনিট পরেই, আমি চুলাটা বন্ধ করে দিলাম। এবং আমার রান্না কমপ্লিট হয়ে গেলাম।

রুই মাছ আর বেগুন ভাজা, তার সাথে ছিল পাতলা ডাল। আজকের দুপুরটা বেশ আমেজ করেই খাওয়া হয়েছে। বেগুন ভাজা টা অনেক মজা হয়েছে। আপনারা ও চাইলেই এভাবেই বেগুন ভাজা দিয়ে আপনাদের একটা দুপুর পার করে দিতে পারেন।

বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম। আজ না হয় এ পর্যন্তই থাক। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম। আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।

DeviceName
Androidvivo Y20G
Cameratriple camera 1:2.2-2 2.4 asph
LocationBangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Short by@rubina203

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDvwMba9vKACqe5HT8VaYcJjZkiv9MACgEEgfACHVRPpWDrbdYL2JzQoAuA1pCJb...Q791zcDBfBSEVXWoYqYG3SGPUh6iE9JYAD7eohP1B1fRcTZcUaYy7NSVfLvy8WEnw32jbUUAxGZhtLBca1Z3be7GJJfzLCjnCs8AkGwp9NKQzqR6gJN5MNxNei.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Loading...
 last year 

আচ্ছা এত ব্যস্ততার মাঝে বেশ রান্নাবান্না করেছেন দেখি। যে তাড়াতাড়ি করে রান্নাবান্না করেছেন ভাবতেছি ঝাল লবণ ঠিকঠাক আছে নাকি?😃

না! এই প্রথম বৈদ্যুতিক চুলায় রান্না যাই হোক বেশ ভাল রান্না করেছেন।

 last year 

হ্যাঁ ভাইয়া অবশ্যই সবকিছু ঠিক আছে। আমি যত তাড়াতাড়ি করে রান্না করি না কেন। আমার কখনোই আল্লাহর রহমতে এগুলোতে ভুল হয়নি।

 last year 

তাহলে তো বেশ ভালো।

 last year 

আপনার রুই মাছ দিয়ে বেগুন ভাজি দেখে খুবই ভালো লাগলো আমার খুবই প্রিয় একটি খাদ্য অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও ধন্যবাদ আমার পোস্টটা পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য

 last year 

আপনি অনেক সুন্দর একটি ফটোগ্রাফি নিয়ে এসেছেন আমাদের সামনে কেননা রুই মাছ ও বেগুন ভাজা অনেকটাই প্রিয় একটি খাবার কারণ রুই মাছ ও বেগুন ভাজা খেতে অনেক সুস্বাদু ও মজাদার হয়ে থাকে ধন্যবাদ আপনাকে আমাদের সামনে এত সুন্দর একটি ফটোগ্রাফি নিয়ে আসার জন্য।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

দিদি দারুন রেসিপি শেয়ার করেছেন ৷ কয়েকদিন আগে এই ধরনের রান্না খেয়েছি এক মেহমান বাড়িতে অনেক সুস্বাদু হয়েছিল রান্নাটি ৷ আপনার রান্নাটি দেখে মনে হচ্চে আপনার রান্নাটাও অনেক সুস্বাদু হয়েছে ৷ সব ধরনের উপকরন ঠিক মত দিয়েছেন ৷ অনেক অনেক ধন্যবাদ দিদি আজকে আমাদের এত সুন্দর পোষ্ট উপহার দেওয়ার জন্য ৷ ভালো থাকবেন দিদি ৷

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 
  • গোল বেগুন তার সাথে রুই মাছ ভাজা। তার সাথে যদি একটু পাতলা ডাল হয়। তাহলে তো দুপুরের খাবারটা অনেক বেশি জমে উঠে। ঠিক তেমনি আজকেও আমাদের খাবারের আয়োজনে এমন কিছুই ছিল। আজকের দুপুরের খাবারটা অনেক মজাদার ছিল।

  • শহরে থাকি, তাই এসবের খাবার খাওয়ার ভাগ্য হয় না৷ গত ডিসেম্বর মাসের শেষের দিকে, মায়ের হাতের এমন রান্না খেয়েছিলাম। তারপর আর যাওয়া হয়নি, সামনে কয়েকদিন পরই বাড়িতে যাবো ইনশাআল্লাহ৷ সেদিন আপনার এই রেসিপির মত খাবার খাবো।

  • আপনি আপনার রেসিপিটা সুন্দর ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। লোক লজ্জায় বলতে পারি না, খেতে খুব ইচ্ছে করছে😃। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 last year 

এতই যখন খেতে ইচ্ছে করছে তখন আমার বাড়ি চলে আসুন।

 last year 

😱😱😱 তাহলে তো দেরি করে লাভ নাই।

Hola 🙂
Tu post ha sido votado por @colombiaoriginal dentro del marco de Make Noise Project Week 42, que impulsa @alejos7ven.
Sigue con el buen trabajo.

Te invitamos a seguir las redes sociales para Steem y Steemit:

image.png image.png image.png

Si no lo has hecho, Te invitamos a votar por @cotina y @bangla.witness como Witness, sino sabes como hacerlo, podrías revisar esta publicación: https://steemit.com/hive-113376/@colombiaoriginal/colombia-original-apoyando-a-cotina-como-witness.


We stopped by to tell you that we have come to vote for your publication.🙂

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 66795.37
ETH 3087.77
USDT 1.00
SBD 3.72