বিরক্তিকর সময় গুলোকে সুন্দর সময়ে পরিণত করার চেষ্টা।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year

১৫ জুন ২০২৩ ইং



আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ ও আমি প্রতিদিনের মতো চলে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে।


IMG_20230615_175645.jpg

এ বৃষ্টি ভেজা দিনগুলো কেমন কাটছে সকলের? আমি কিন্তু বেশ উপভোগ করছি এই আবহাওয়াটাকে। বাইরে ঘন কালো মেঘ, অন্ধকারে ছেয়ে আছে পুরো আকাশ। মাঝে মাঝেই মিট মিট করে বৃষ্টি পড়ছে আবার মাঝেমধ্যে মুষলধারে । আজকে সারাটা দিন এমনটাই ছিল আকাশের অবস্থা।

বর্ষার এই মৌসুমটা বেশ ভালো লাগে আমার কাছে।
অনেকের কাছে আবার বর্ষার এই মৌসুমটা ভালো লাগেনা। কারন রাস্তাঘাট গুলো কাদামাখা হয়ে থাকা এরপর চারপাশে ভিজে ভিজে ভাব। আবার চাইলেই যখন তখন যে কোন মুহূর্তে বাহিরে বের হওয়া যায় না। এ কারণে অনেকেরই বর্ষা ঋতুতা পছন্দ না। তবে দেখবেন প্রতিটা ক্ষেত্রে ভালো এবং খারাপ দুটি দিক থাকে। আর ঠিক তেমনি এই বর্ষার ভালোলাগার সাথে সাথে খারাপ কিছু দিক রয়েছে । তবে আমার কাছে বর্ষাকালটা খুব ভালো লাগে। কেননা এটি একমাত্র ঋতু যেখানে কিনা ঠান্ডা এবং গরম দোনোটাই অনুভব করা যায়।

IMG_20230615_174156.jpg

IMG_20230615_174153.jpg

IMG_20230615_174147.jpg

বৃষ্টির সময় কেমন যেন এক অন্যরকম অনুভূতি কাজ করে। বৃষ্টির সময়টাতে আমার বেশিরভাগ একটু ভিন্ন কিছুই করতে মন চায়। আর বৃষ্টির ওই সময় গুলো মনে হয় যেন অনেক দীর্ঘ। সময় যেন কাটতেই চায় না। আর এই সময়টাতে লোডশেডিং ও হচ্ছিল অনেক বেশি। কিছুক্ষণ পর পর ইলেকট্রিসিটি চলে যাচ্ছিল আর আসছিল অনেক দেরি করে। তাই কিছুটা বোরিং ফিল করছিলাম। তাই চিন্তা করলাম এই বোরিং সময় গুলো পার করতে কি করা যায়। আর এমন সব চিন্তায় হঠাৎ মাথায় আসলো ক্রাফট তৈরি করার।

IMG_20230615_160703.jpg

বাহিরের আকাশ একেবারে মেঘলা অন্ধকার ঘন কালো হয়ে আছে, সেই সাথে দক্ষিণা বাতাস। ঠিক জানালার পাশেই আমার পড়ার টেবিল। আর চেয়ারে বসলেই অনেক বাতাস পাওয়া যায় । তাই টেবিলে বসে বসে এই বোরিং সময়টি পার করার জন্য ক্রাট তৈরির কাজে লেগে পড়লাম। এমন কিছু তৈরির কথা ভাবলাম যেটি দিয়ে একটু দুষ্টুমি করা যায়। আর এমন ভাবনায় মাথা আসলো গুলি বানানোর কথা।

আসলে কাগজের তৈরি এই গুলি গুলো দিয়ে কিন্তু বেশ মজা করা যায়। ইউটিউবে খুঁজতে থাকলাম কাগজ দিয়ে গুলি তৈরির ভিডিও। আমি ঠিক যেমন একটা গুলি বানাতে চাচ্ছি ওরকম একটি গুলি ভিডিও পেয়ে গেলাম। এরপরে বানাতে লাগলাম আমার পছন্দের গুলি টি।

আমি শুরুতে যেমনটা ভেবেছিলাম এই গুলিটি বানাতে খুব সহজ হবে কিন্তু পরবর্তীতে দেখলাম এটি মোটেও সহজ না। অনেক মাপ ঝোক নিয়ে এই গুলিটি বানাতে হয় তা না হলে প্রপার কাজ করে না।

অনেকক্ষণ পর আমি আমার সে তো গুলিটি বানিয়ে ফেললাম। কিন্তু এই গুলিতে বানাতে গিয়ে বেশ ঝামেলায় হয়ে গিয়েছে কেননা গুলির জন্য যে রাবারটা রেখেছিলাম সেরাটি হারিয়ে ফেলেছে । এরপর রাবারটি অনেক খোঁজাখুঁজির করেছি কিন্তু পেলাম না। পরে আমার একটি হেয়ার ব্যান্ড দিয়ে রাবার এর কাজটি সারিয়ে নিলাম।

দেখলাম বেশ ভালোভাবে গুলিটি কাজ করছে। আর আমি ঠিক যেমনটা বানাতে চাইছিলাম ঠিক তেমনটাই হয়েছে।


আজকে এখানেই বিদায় নিচ্ছি । সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে। অন্য কোন দিন দেখা হবে আবার। লেখায় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।



Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আপু বর্ষার মৌসুমটা আমার কাছে খুবই ভালো লাগে। ছয়টি ঋতুর মধ্যে আমার সবথেকে প্রিয় ঋতু হলো বর্ষা ঋতু। যাহোক বেশি বিরক্তিকর অবস্থার মধ্যে আপনি খুবই চমৎকার ভাবে একটি গুলি করা পিস্তল তৈরি করেছে। আপনার তৈরি গুলিটি দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে এরকম বিরক্তিকর মুহূর্তটুকু যথার্থভাবে ব্যবহার করতে পারলে আমাদের সকলের জন্যই কল্যাণকর হয়।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62065.67
ETH 2429.85
USDT 1.00
SBD 2.68