যমুনার তীরে
নমস্কার,
আমার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। গতকাল আকাশটা মেঘলা ছিল তাই ভেবেছিলাম আজ হয়তো বেশ ভালো বৃষ্টি হবে। তবে সকাল থেকে যে প্রচন্ড রোদ, আকাশে মেঘের নাম গন্ধও পাচ্ছিনা একদম। গরম টাও বেশ পরেছে বলা যায়।
আমাদের এই পরিবারের প্রতিনিয়ত সবাই নিজের মতো করে সৃষ্টিশীল সব কাজ উপহার দিয়ে যাচ্ছেন। সত্যি বলতে সবার এই কাজগুলো দেখে আমি নিজেও ভীষণ পরিমাণে অনুপ্রাণিত হই। অন্যের দেখাদেখি আমিও একটু একটু চেষ্টা করি নিজের ভেতরে থাকা দু একটি কাজ খুঁজে বের করার। এই যেমন আমাদের এই কমিউনিটিতে আগে খুব একটা কবিতা কেউ লিখত না। কিন্তু ইদানিং বেশ ভাল রকমের কবিতা লেখার সাড়া পাচ্ছি সবার মাঝেই। আর এই কবিতা পড়তে আমার ভীষণ ভালো লাগে। সবার টা পড়তে পড়তে আমার নিজেরও দুই এক লাইন লিখতে ইচ্ছে করে। আর সেই ইচ্ছা থেকেই নিজের একটি লেখা সবার সাথে শেয়ার করে নিচ্ছি।
বৈশাখে ভিড়লো তরী যমুনার তীরে
ঢেউয়ে ঢেউয়ে নিয়ে যাক অতল গভীরে
চলে যাব ভেসে ভেসে দূর কোন দেশ
দিগন্তের শেষ আর নতুন এক বেশ
চেনা কোন সুর নেই, নেই চেনা মুখ
নিজেকে ভুলে নেব আজন্মের সুখ
অনেক দেখেছি আমি পরিচিত প্রাণ
ভেঙেছে বিশ্বাস আর পুণ্যের স্নান
নিজ কাজ হাসিলে সবাই রয় ব্যস্ত
প্রয়োজনে দিতে পারে অন্য সূর্যাস্ত
আজ তাই নিজে নিজে হোক নির্বাসন
চাইনা পাশে আর কোন আপনজন
মেঘ হয়ে ভেসে ভেসে পাহাড়টা ছোঁবো
নিজের বন্ধু হয়ে নিজে নিজে রবো
সার্থের মায়াজাল ছিঁড়ে চলে যাক
নিন্দুক যত মোর আরো ভালো থাক
আপন নীড়েই হোক নিজের বসতি
এই মনে নেই কোন ভক্তি আরতি
মাঝ দরিয়ায় তরী নিয়ে চলো তুমি
এটুকুই মিনতি করি শুধু আমি ।।
কিছুদিন আগে যখন ঘুরতে গিয়েছিলাম যমুনা নদীর তীরে সে সময় বেশ কিছুটা সময় একা একা বসে ছিলাম নদীর জলে পা দিয়ে। নদীর দিকে তাকিয়ে কত কিছু যেন বলতে ইচ্ছে করছিল। ঠিক সেই মুহূর্তটাই এই লেখাটা লিখেছিলাম। লেখাটা কেন লিখেছিলাম এটা আমার এখনো জানা নেই। তবে ভীষণ ইচ্ছে করছিল সবকিছু ছেড়ে একা একা মাঝ দরিয়ায় গিয়ে শূন্য হাতে নিজেকে একটু খুঁজে ফিরি। যেখানে থাকবে না কোন পিছুটান, থাকবে না কোন দায়িত্ব-কর্তব্যের বেড়াজাল।
আজ এ পর্যন্তই রাখছি। আমি একজন আনাড়ী মানুষ হিসেবে কিছু কথা লিখেছি মাত্র। ভুল ত্রুটি হতেই পারে। আপনারা অবশ্যই সব কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।
ধন্যবাদ।

আজকে আমাদের এদিকেও বৃষ্টি হওয়ার কথা ছিল তবে দেখলাম সকাল থেকে বেশ রোদের তাপ। তবে একটা বিষয় খুব ভালো লাগলো কি জানেন তো, যে আমি যখন গঙ্গার পাড়ে বসে থাকি তখন শুধু আমার ঘুম পায় আর আপনি যমুনার পাড়ে বসে থাকলে আপনার মাথা দিয়ে কবিতা বের হয়। দুজনের ভেতর আসলে বিস্তার ফারাক এই ব্যাপারে। হা হা হা...
কবিতাটার কিছু কিছু জায়গায় আমার একটু বুঝতে অসুবিধা হয়েছে, তবে অধিকাংশ জায়গা পড়ে বেশ ভালো লাগছিল। আপনি তো অনেক সুন্দর কবিতা লেখেন।
আমি হলাম তারকাঁটা লেখক 🤪। মাঝে মধ্যে নিজেই তো বুঝি না যে আসলে লিখতে চাইছি টা কি হিহিহিহি।
জি দাদা আবহাওয়া দুদিন ধরে মেঘলা ৷ তবে আজকে অনেক রোদ গরম ছিল ৷ যা হোক একটা কথা সঠিক বলেছেন ৷ যে আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুরা দারুন চমৎকার কবিতা লিখছে ৷ যা প্রতিনিয়ত দেখছি আমরা ৷
যা হোক দাদা অনেক দিন পর আজ আপনার কবিতা পড়লাম ৷ বেশ ভালোই লিখেছেন দাদা ৷ অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এমনটাই প্রতার্শা ৷
আশির্বাদ রাখবেন ভাই। অনেক শুভেচ্ছা রইলো।
কেন জানিনা আমারও কালকে একটু মেঘলা আকাশ দেখে মনে হয়েছিল যে আজকে প্রচুর বৃষ্টি হবে ,তাই সকালে ঘুম থেকে উঠেই বাইরের দিকে না তাকিয়ে আগে মোবাইলে দেখে নিয়েছিলাম যে কতটা পরিমাণে বৃষ্টি হওয়ার কথা। তারপর নিজের কথা ভেবেই সারাদিন প্রচন্ড হাসি পাচ্ছিল ,যে বাইরে না দেখে মোবাইলে দেখলাম আর মোবাইলে দেখিয়েছিল প্রচন্ড বৃষ্টি হবে কিন্তু এখন দেখছি পুরো চকচকে দিন গেল, হি হি হি। আপনাদের লেখা কবিতা দেখে আমিও অনুপ্রাণিত হই লেখার জন্য ,তবে লেখা আর হয়ে ওঠে না, হাহাহা। তবে আপনি যমুনা নদীর তীরে গিয়ে নদীর জলে পা রেখে একটা দারুন সুন্দর কবিতা লিখে ফেলেছিলেন দেখছি। কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।
মানুষের মত মেঘ বৃষ্টি রাও আজকাল ছলনা করা শুরু করেছে। পূর্বাভাসের কোন দাম দেয় না একদম। হিহিহিহি। আর আপনি অসম্ভব সুন্দর কবিতা আবৃত্তি করেন। আমি প্রথম দিন শুনে রীতিমত অবাক হয়ে গিয়েছিলাম। একদম স্পষ্ট করে উচ্চারণ করে বলেন। আপনার জন্য অনেক শুভ কামনা রইলো।
আমার কবিতা আপনার ভালো লাগে শুনে খুবই খুশি হলাম আমি ধন্যবাদ আপনাকে, আমিও আপনার গানের খুব বড় ফ্যান হয়ে গেছি।
কিন্তু একটা প্রশ্ন ,শুধু কি প্রথম দিনের কবিতাটাই ভালো লেগেছিল আপনার???🤧
আমি মোট তিন দিন শুনেছি আপনার কবিতা। আর প্রতিবার মুগ্ধ হয়েছি এটা একদম সত্যি কথা,, ডিস্কোর্ড এ বলেওছি সেটা,,, হয়তো অনেক চ্যাটিং এর ভিড়ে চোখে পড়ে নি। আর আমি হ্যাং আউটে খুব অল্প সময়ের জন্য থাকি এখন, তাই কবিতা গুলো মিস করে যাই।
ওহহ আচ্ছা বুঝলাম বুঝলাম। ধন্যবাদ প্রশংসার জন্য।
ঠিকই বলেছেন ভাইয়া আমাদের এই পরিবারের অন্যান্য সবার কাজগুলো দেখে আমরা আসলেই অনেক অনুপ্রেরণা নিয়ে কাজ করার চেষ্টা করছি। সবারটা দেখে দেখে আমিও এখন অনেক কিছু শিখেছি এবং শিখছি। তবে কবিতা লেখা মনে হয় কোনদিনও শিখতে পারবো না। যমুনার তীরে বসে বসে এত সুন্দর একটি কবিতা লিখে ফেলেছেন। আসলেই অনেক সুন্দর হয়েছে কবিতাটি।
আপনি এমনিতেই অসম্ভব গুণী আপু। দুই একটা তো আমাদের করতে দেন 😊😊। অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে আপু। অনেক শুভেচ্ছা রইলো।
ওয়াও আপনার স্বরচিত কবিতা যমুনার তীরে পড়ে মুগ্ধ হয়ে গেলাম জাস্ট।কবিতাটি তে খুব সুন্দর করে নিজের মনের ভাব ফুটিয়ে তুলেছেন। আসলেই ভাইয়া সবার নতুন নতুন কাজ গুলো দেখে অনুপ্রাণিত হয়েই এই চেষ্টা করা হয়ে থাকে।কবিতার লাইনগুলো সুন্দর ছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য
অনেক ধন্যবাদ আপু,, আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন সবসময়।
বৃষ্টি যে কবে হবে তাই তো বুঝতে পারছি না। প্রতিদিনই মেঘ করে কিন্তু দুই এক ফোঁটা বৃষ্টি হয়ে গরম আরো বাড়িয়ে দেয়। ঠিকই বলেছেন ভাইয়া এই ব্লগে এখন সবাই অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে। যমুনার তীরে ঘুরতে গিয়ে ভালোই একটি কবিতা লিখেছেন। যদিও আমি কবিতা তেমন একটা বুঝি না আপনার কবিতাটি পড়ে মনে হল যে বেশ চমৎকার হয়েছে।
আপনি যেমন বোয়াল মাছ খাওয়ান নি, বৃষ্টিও আজকাল তেমন কথা দিয়ে কথা রাখে না 🤪। আর আমার পাগলামো লেখা গুলোকে সময় দিয়ে দেখার জন্য অনেক ধন্যবাদ আপু।