তোমার আকাশ দুটি চোখে, আমি হয়ে গেছি তারা ❤️🎵🎵🎶
নমস্কার,,
গতকাল রাত একটা বাজে তখন। বাড়িতে একাই ছিলাম। মা-বাবা দিদির বাড়িতে গেছেন বেড়াতে একদিন জন্য। নিজের প্রয়োজনীয় কাজ করার পর হঠাৎ করে ইচ্ছে করলো আজকে একটু আমার ইউকুলেলে নিয়ে বসি। অনেকদিন মন খুলে গান বাজনা করা হয় না। তাই মাঝরাতে টুংটাং করা শুরু করে দিলাম একা একাই।
এটা ওটা নানান কিছু নিয়ে গুনগুন করতে করতে ইচ্ছে করলো একটা গান রেকর্ড করেই ফেলি। অনেকদিন ধরে পোস্ট করি না নিয়মিত। তাই একটা গান গেয়ে ফেললে সেটা পোস্টও করা যাবে। কি গান গাইবো? এটা ভাবতে ভাবতে মাথায় চলে আসলো শ্রদ্ধেয় নির্মলা মিশ্রের গাওয়া একটা বিখ্যাত গান "ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা" ।
গানটা মনে আসার পর আর একবিন্দুও দেরি করিনি। ইউকুলেলের টিউনিংটা ঠিক করে নিয়ে ধুমধাম গেয়ে ফেললাম। এমন মাঝ রাতে পুরো ফাঁকা বাড়িতে এই প্রথম গান গাইছিলাম। একটা অন্যরকম ভালোলাগা কাজ করছিল সত্যি। আপনাদের মাঝে সেই গানটাই শেয়ার করে নিচ্ছি।
আমার মনে হয় এই গানটা শুনে নি এমন মানুষ এই কমিউনিটিতে খুঁজে পাওয়া খুব মুশকিল। আর সবারই ভীষণ পছন্দের একটা গান এটা। বিভিন্ন সময়ের বিভিন্ন জন গানটা কভার করেছেন অনেক সুন্দর করে। বলা যায় অমর একটা সৃষ্টি এই গানটা।
সত্যি বলতে পুরনো দিনের এই গানগুলো সবসময় আমাদের কাছে নতুন হয়েই আছে এখনো। আর আমি পুরনো দিনের গান শুনতে খুবই ভালোবাসি। বর্তমান প্রজন্মের কিছু কিছু গান ভালো লাগে সেটা ঠিক আছে কিন্তু মনে গিয়ে সরাসরি আঘাত করার যে ব্যাপারটা থেকে যায়, সেই দিক থেকে হয়তো কোথাও একটা ঘাটতি পাই সব সময়।
যাই হোক আমিও আনারি একজন মানুষ। মনের ভালোলাগা থেকে মাঝেমধ্যে গাইবার চেষ্টা করি। তাই আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এমনটাই আশা করি।
সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।
ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি গান নিজ গলায় গেয়ে শেয়ার করেছেন। আমার বেশ কয়েকটি পছন্দের গান রয়েছে তার মধ্যে তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা অন্যতম একটি গান। আসলে আমার যখন মন খারাপ থাকে তখন আমি এই গানটি বারবার শুনে থাকি। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি গান শেয়ার করার জন্য।
গানটা যতবারই শুনি ততবারই আলাদা একটা মুগ্ধতা পাই আমিও। অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ভাই। অনেক ধন্যবাদ।
সত্যি দাদা দারুন একটি গান গেয়ে আমাদেরকে শুনিয়েছেন, শুনে অনেক মুগ্ধ হয়ে গেলাম। আসলে আপনি ঠিকই বলেছেন পুরনো দিনের এই গানগুলো হৃদয় ছুঁয়ে যাওয়ার মত গান। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অনেক রাতে এবং সম্পূর্ণ ফাঁকা একটি বাড়িতে বসে কতটা মনের আনন্দে এই গানটি আপনি গেয়েছেন তা আপনার গান শুনলেই বোঝা যায়। অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি গান গেয়ে আমাদেরকে শোনানোর জন্য।
আসলে আমি এমনি তে সবার সামনে গান বাজনা করতে বেশ লজ্জা পাই। তাই বাড়ি ফাঁকা থাকলে একটু আধটু চেষ্টা করি পাগলামো করার। হিহিহিহি। অনেক ধন্যবাদ আপু।
আপনার গান বরাবরি আমার কাছে ভীষণ ভালো লাগে। আজ আপনি অনেক সুন্দর একটি গান শেয়ার করেছেন আমাদের মাঝে ।এই গানটি খুবই জনপ্রিয় একটি গান। আপনার কন্ঠে এই গান খুব চমৎকার লেগেছে।
আপনাদের এমন উৎসাহই আমাকে অনুপ্রেরণা দেয় বারবার নতুন কিছু করার। অনেক ধন্যবাদ আপু।
দাদা আপনার মা-বাবা দিদির বাড়ি যাওয়ার সুবাদে রাত ১:০০ টার দিকে গান গাইতে বসেছেন৷ শুনে অনেক ভালো লাগলো ৷ বেশ ভালোই গেয়েছেন মন্দ ছিল না৷
এটা ঠিক যে পুরনো দিনের গান গুলো এখনো জনপ্রিয় ৷ যা হোক অনেক ভালো লাগলো ৷
ভালো লাগলো ভাই আপনার গঠনমূলক মন্তব্য পেয়ে। পাশে থাকবেন সবসময়।
ভাইয়া এই গানটি আমার খুবই পছন্দের একটি গান। মাঝেমধ্যে এই গানটি আমার শোনা হয়। আপনার কন্ঠে গানটি খুবই সুন্দর লাগছে। এই গানটি যতবারই শুনি ততবারই যেন ভালো লাগে শুনতে ইচ্ছে করে।
একদম আমারও আপনার মতই অবস্থা আপু, এই গানটা যতবার শুনি ততবারই ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন সব সময়।
দাদা মেলাদিন পর আপনার পোস্ট দেখলাম তাও আবার সবার পছন্দের গান নিয়ে হাজির হয়ে গিয়েছেন হাহা।
সেরা ছিল দাদা। আর ইউকেলেলের সাউন্ডটা জোস লাগতেছে একদম নয়েস ছাড়া।😅
আসলে বেশ কিছু কারণে আর নিয়মিত কাজ করছি না। তাই আগের মত আর সময়ও দেওয়া হচ্ছে না। একদম মাঝ রাতে এসব কান্ড কীর্তি করেছি তো সেজন্যই হয়তো সাউন্ডটা বেশি ক্লিয়ার ছিল 🥰।
নিজের কন্ঠে আমাদের মাঝে খুব চমৎকার একটি গান গেয়ে শোনালেন। আপনার বাবা-মা এবং দিদি না থাকার কারণে রাত একটা বাজে আপনি খুব চমৎকার করে গানটি গেয়েছেন। তবে এই ধরনের পুরাতন গানগুলো শুনতে এখনো অনেক ভালো লাগে। বিশেষ করে আপনার কন্ঠে এই গান শুনে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে গানটি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।
মাঝ রাতে এমন পাগলামো অনেকদিন পর করলাম আপু। একা না থাকলে এসব করে একদম মজা নেই। হিহিহিহি। অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
বাহ্স, আজ সকাল বেলা ঘুম থেকে উঠেই তোর গানটা ঝটপট শুনে ফেললাম, বেশ ভালোই গেয়েছিস। গানটা আমারও বেশ পচ্ছন্দের।
শুভেচ্ছা রইল তোর জন্য।
অনেকদিন পর একটু গান বাজনা করলাম ভাই। আপনার নজরেও পরেছে দেখি 😅🥰। খুবই ভালো লাগলো সত্যি। ভালোবাসা রইলো ভাই।
অসাধারন গেয়েছিস ভাই। এমনিতেই গান টা ভীষণ সুন্দর, তার ওপর তোর গলায় গান টা আরো সুন্দর লাগছে।
শুভকামনা রইল।
যাক শুনেছেন তাহলে 😀। একটা ট্রিট দিয়েন তাইলে 🤪।
হু দিবো
এই গানটি আমি প্রথম শুনলাম। আপনার কন্ঠ তো খুব সুন্দর। বেশ ভালো গেয়েছেন ভাই। আপনার কন্ঠে এই গানটি শুনে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। আশা করি সামনে আরও অনেক গান আমাদেরকে উপহার দিবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।