বিজয়া দশমী ২০২৩ ।। শুভ বিজয়া ❤️
নমস্কার,
আমার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাচ্ছি বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মা দূর্গা আমাদের সকলের মঙ্গল করুক, সকল অশুভ শক্তির হাত থেকে আমাদের রক্ষা করুক, এটাই প্রার্থনা করি সব সময়। আনন্দে আত্মহারা হয়ে মেতে ওঠে এই পাঁচ টা দিন সব সনাতন ধর্মাবলম্বীরা। আর তারপরেই চলে আসে মাকে বিদায় জানানোর পালা। এই ক্ষণ টা যেমন কষ্টের আবার তেমনি আনন্দের। আনন্দের বলছি এই জন্য যে, বিজয়া দশমীর পর থেকেই আবার পরের বছরের মায়ের আগমনীর অপেক্ষা শুরু হয়। এই অপেক্ষার প্রহর টাও অনেক মধুর আমাদের সবার জন্য।
এই দশমীর দিনে মায়ের চরণে সিদুর ঠেকিয়ে সব নারীরা সিদুর খেলায় মেতে ওঠে। বাড়ির মেয়েরা যেমন আনন্দ করে তেমন ছেলেরাও নাচে গানে কম আনন্দ করে না। একটা সময় খুব মাতামাতি করতাম এই দশমীর দিন বিকালে। বয়সের ভারে এখন হয়তো আর আগের মত সেভাবে উল্লাস করা হয় না। তবে মিস করি খুব ফেলে আসা সেই দিন গুলোকে।
দশমীর দিন দুপুরে খেয়ে ঘুমাচ্ছিলাম। একটু পরেই কানে ঢাকের আওয়াজ শুনতে পেলাম। ঘুমটাও ভেঙ্গে গেল। বুঝতে পারলাম মায়ের বিদায়ের সময় এবার চলে এসেছে। ফ্রেশ হয়ে চলে গেলাম আমাদের মন্দিরে। দেখলাম প্রচন্ড ভিড় জমে গেছে। যে যার মত করে আনন্দ করছে। কেউ ঢাকের তালে নাচছে। আবার কেউ বা সাউন্ড বক্সের সাথে। আমি চুপটি করে এক পাশে বসে গেলাম। একটু দূর থেকেই পুরো ব্যাপারটা টা উপভোগ করছিলাম।
সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে প্রতিমা সব গুলো ভ্যানে তোলা হলো। তারপর পাড়ার সবাই মিলে গানের তালে নাচতে নাচতে চলে গেলাম নদীর ঘাটের দিকে বিসর্জনের জন্য। আরো অনেক পাড়ার প্রতিমা সেখানে উপস্থিত ছিল। তাই বিসর্জন দিতে একটু দেরী হয়েছে। আমি আর অতক্ষণ নদীর পাড়ে থাকি নি। হাঁটতে হাঁটতে অন্য দিকে চলে গিয়েছিলাম। অন্য এক পূজোর প্যান্ডেলের পাশে মেলা বসেছিল ছোট বাচ্চাদের জন্য। ওখানে মামাতো বোন,জামাই ওদের দুই ছোট পুচকু কে নিয়ে এসেছিল। বলা যায় সন্ধ্যার পরের সময়টা ওদের সাথেই আনন্দ করে কাটিয়েছি।
দেখতে দেখতে পুজো শেষ হয়ে গেল। আপনাকে দশমীর শুভেচ্ছা জানাচ্ছি ভাইয়া। আপনি অনেক সুন্দর করে নিজের অনুভূতি তুলে ধরেছেন। যাই হোক ভাই বোন আর সবার সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া।
ভালো সময় গুলো খুব তাড়াতাড়ি চলে যায় আপু। যদি আটকে রাখতে পারতাম সময়টা!! দোয়া করবেন আপু, আর ভালো থাকবেন সবসময়।
আমাদের মাঝ থেকে শারদীয় দুর্গাপূজা বিদায় হয়ে গেলো । তবুও চারদিকে শারদীয় উৎসবের আনন্দ বিরাজ করতেছে । আবার এক বছর অপেক্ষা করতে হবে শারদীয় দুর্গা পূজার জন্য। বিজয়া দশমীতে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন সকলের মিলে। বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন ভাই। আপনার পোস্ট টি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ বিজয়া হয়ে গেল। সামনে আবার লক্ষ্মী পূজা , কালী পূজা আসছে। তাই উৎসবের শেষ নেই এক কথায়। অনেক ধন্যবাদ ভাই সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।