বেলাশেষে ।। আবৃত্তির ক্ষুদ্র প্রয়াস মাত্র
নমস্কার,,
বেলাশেষে এই লেখাটা বেশ কয়েক মাস আগে লিখেছিলাম। মনে কিছু একটা চলছিল। সেখান থেকেই হয়তো শুরু টা ছিল। আর আমার কয়েক বন্ধু এই লেখাটা পড়ে বেশ খুশি হয়েছিল। আসলে অনেকেই তো আছে যারা মনের কথা মনে লুকিয়ে রাখে। মুখ ফুটে কখনো বলে উঠতে পারে না। আমার কয়েকটা বন্ধু ছিল এমন। ওদের কাছে তাই বেশি ভালো লেগেছিল। মজার ব্যাপার যে আমার লেখা নিয়ে তারা অনেকেই স্ট্যাটাস দিয়েছিল। আর তারপর তাদের প্রিয় মানুষটা সেটা দেখেই তাদের ফোন করেছিল লেখাটার জন্য।
এই কথা গুলো যখন বন্ধুরা ফোন দিয়ে বলে তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। আসলে আমি সিরিয়াসলি কিছুই করি না বলা যায়। এটাও এমনি একটা পাগলামো ধরনের লেখা ছিল। আর মাঝে মধ্যে আমি নিজেই বুঝে পাই না যে কোন লেখা আমি কেন লিখছি। আমি এতটাই পাগল ।
কিংবা চাদর জড়ানো শীতের সকালে
আমার তুমিকে অথবা তোমার আমিকে
কখনো কি খুঁজে বেরিয়েছো?
অথবা আলসেমি মোড়ানো কোন এক দুপুরে
এক গ্লাস জলে গলা ভিজিয়ে
আনমনে কখনো কি আমাকে ভেবেছো?
কম্পন জাগানো মৃদু হাসিতে
লজ্জা জড়ানো চোখে
আমাকে কি কখনো ভালবেসেছো?
শুরু আর শেষের খেলার মাঝ বৃত্তে দাঁড়িয়ে
বেলাশেষে একই রেখার দুই বিন্দু
না জানো তুমি, না জানি আমি
নিরন্তর ছুটে চলেছি এই জ্যামিতিক সমীকরণে ।।
গতকাল রাতে আমার এক বন্ধু আমাকে ফোন করেছিল। কথায় কথায় আমাকে এই লেখাটার কথা বললো। আমি ওকে হাসতে হাসতে বললাম, ভাই আমি কি লিখেছি আবোল তাবোল এখানে আমিও ঠিক বুঝি না হয়তো। মন চেয়েছে তাই লিখে ফেলেছি এটুকুই যা। তো সেই বন্ধুই আমাকে বললো এই লেখাটা আবৃত্তি করতে। আমি রীতিমত হাসছিলাম। কারণ আবৃত্তি করার সময় আমার ঠিকমত কোন ফিল আসতে চায় না। আর নিজের লেখা তো আরো কঠিন লাগে।
তবু মাঝ রাতের দিকে ডাইরি টা খুলে একবার চোখ বুলিয়ে যাচ্ছিলাম। হঠাৎ মনে হলো একটা চেষ্টা করাই যাক। আর আমার দুঃসাহস আমাকে এই আবৃত্তি করার প্রশ্রয় দিয়েই বসলো। মনে মনে ভাবলাম, স্টিমের একদিনের পোস্ট তো হয়ে যাবে। হিহিহিহি।
যাই হোক, আমি সবার সাথে শেয়ার করে নিলাম আজকের এই আবৃত্তি টুকু। আমি জানি আমার লেখা যেমন গোলমেলে, আবৃত্তি ও তেমন। তারপরেও যদি একটু কারো ভালো লাগে ওতেই আমি মহাখুশি। আর হ্যাঁ , ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।
ধন্যবাদ।
দাদা আমি আগে বলেছি আবৃতিতে আপনার বেশ ভালো দারাজ কন্ঠ। নিজের কবিতা এত সুন্দর ভাবে আবৃত্তি করেছেন যে কানে বারবার একই শব্দ বেজে উঠছে। অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করার জন্য।
এমন মন্তব্য গুলো পড়েও বেশ ভালো লাগে আপু। 🥰🥰🥰। অনেক ধন্যবাদ এভাবে উৎসাহ দেওয়ার জন্য।
দাদা ভাই সত্যি বলতে আপনি আমার অনুপ্রেরণা ৷ কারন যখন আপনার প্রথম আবৃত্তি শুনি ৷ তখন হতে আমিও প্রতিনিয়ত আবৃত্তি করি ৷ ভালো লাগে কবিতা লিখতে ও আবৃত্তি করতে ৷ খুব সুন্দর ছিল আবৃত্তি টা ৷ অসংখ্য ধন্যবাদ দাদা
ওরে বাবা এভাবে বলবেন না একদমই। আমার মাঝে সাহিত্যের ছিটে ফোঁটা রস টুকুও নেই। মাঝে মধ্যে ব্যর্থ প্রচেষ্টা শুধু মাত্র। আপনি অনেক ভালো করে চলেছেন প্রতিনিয়ত। অনেক শুভেচ্ছা রইলো।
অসাধারণ কবিতা অসাধারণ কণ্ঠ।সত্যিই খুবই চমৎকার হয়েছে কবিতাটি।এটা ঠিক যে অনেক কথা মনের আড়ালে থেকে যায়।বলা হয়ে ওঠেনা কখনোই।তবে অনেক না বলা কথা কবিতার মাধ্যমে আবেগ-উচ্ছ্বাস কিংবা অনুভূতি প্রকাশ করা যায়।আপনার আবৃত্তি শুনে আমি অভিভূত হলাম।বেলা শেষে,, শেষ বেলায়♥♥
আপনার কাছ থেকে এমন মন্তব্য পাওয়া আমার অনেক বড় একটা প্রাপ্তি আপু। দোয়া করবেন আমার জন্য। আর ভালো থাকবেন 🙏
অনেক অনেক শুভ কামনা
♥ ♥
❤️❤️❤️
সকালবেলা উঠে চায়ের কাপ নিয়ে কবিতা আবৃত্তিটি শুনতে জাস্ট অসাধারণ লাগলো। 👌দিনটা হয়তো ভালো ই কাটবে।সকালটা ভালো লাগায় পূর্ন হলে দিন ভালো না কেটে উপায় আছে। অসংখ্য ধন্যবাদ দাদা।
অনেক মিষ্টি করে মন্তব্য করেছেন আপু। এক কথায় মন ভালো করে দেওয়া কিছু কথা। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাকে উৎসাহিত করার জন্য।
ভাই, আপনি যেমন গান ভালো গাইতে পারেন ঠিক তেমনি কবিতা আবৃত্তিও করতে পারেন। আপনার কবিতা আবৃত্তি আমি বেশ কয়েকবার শুনে নিলাম। আপনার আবৃত্তি যেন আমার কানে বারবার ভেসে আসছে। সত্যিই ভাই, অসাধারণ হয়েছে আপনার লেখা কবিতা সেই সাথে আবৃত্তি। আপনার প্রতিভা সত্যিই প্রশংসনীয়। আর হ্যাঁ ভাই, আমার সাথে সাথে আপনার ভাবিও আপনার খুবই প্রশংসা করছিল। তাই ও নিজেও আপনার কবিতা আবৃত্তি বেশ কয়েকবার শুনে নিয়েছে। খুবই সুন্দর একটি কবিতা, সুরেলা কন্ঠে আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আসলে এত চমৎকার মন্তব্য পাওয়া আমার জন্য অনেক বড় ভাগ্যের ব্যাপার ভাই। আপনি অনেক ভালো মনের মানুষ । সে জন্যই হয়তো এত চমৎকার করে গুছিয়ে কথা বলতে পারেন। আর আমি অনেক লাকি আজ যে ভাবীও আমার আবৃত্তি শুনেছে। এটা অনেক বড় পাওয়া আমার । ভাবীকে আমার সালাম রইলো। আর এই ছোট ভাইয়ের জন্য সব সময় দোয়া করবেন ভাই ❤️❤️🙏
আপনার বন্ধুরা ঠিকই বলেছে, আপনি সত্যিই অসাধারণ কবিতা লেখেন। আজকে তো দুটো মজা একসাথে নিলাম, প্রথমত আপনার সুন্দর কবিতা পড়ে এরপর আবার আপনার গলায় আবৃত্তি শুনে। ভারি ভারি গলায় আসলে কবিতা শুনতে বেশ ভালই লাগে।
অনেক সুন্দর উৎসাহমূলক একটা মন্তব্য করেছেন। খুব ভালো লাগলো সত্যি। আসলে আমি কি লিখি মাঝে মাঝে নজেই বুঝি না। ভালো মন্দ তো পরের কথা।